আমাদের সাইটের নতুন আপডেট পেতে এ্যাপ্স ইন্সটল করে রাখুন Install Now!

মুঝদা বা-দ আয় আসিয়োঁ শাফে শাহে আবরার হ্যায় (দেই সুসংবাদ হে দীনহীন, আছে শফীয়ে মুখনেবীন) - বাংলা উচ্চারণ ও কাব্যনুবাদ

মুঝদা বা-দ আয় আসিয়োঁ শাফে শাহে আবরার হ্যায় (দেই সুসংবাদ হে দীনহীন, আছে শফীয়ে মুখনেবীন) - বাংলা উচ্চারণ ও কাব্যনুবাদ
Join our Telegram Channel!

 মুঝদা বা-দ আয় আসিয়োঁ শাফে শাহে আবরার হ্যায়

বাংলা উচ্চারণ ও কাব্যনুবাদ


মুঝদা বা-দ আয় আসিয়োঁ শাফে শাহে আবরার হ্যায়,
তাহনিয়ৎ আয় মুজরিমো যাতে খোলা গফ্ফার হ্যায় ॥

দেই সুসংবাদ হে দীনহীন, আছে শফীয়ে মুখনেবীন,
খুশী হ’সব পাপীরা আজ, গাফফার রাব্বে আলামীন ॥
----------------------

আরশ সা ফরশে যমী হ্যায়, ফর্শপা আরশে বরী,
কিয়া নিরালী তরয কী নামে খোদা রফতার হ্যায় ॥

আরশসম এই যে যমীন, পা'য় ঝুঁকে আরশে বরীণ,
আল্লাহ, আল্লাহ্! কী অভিনব সফরে না সেই আল আমীন ॥
----------------------

চান্দ শক হো পেড় বোলেঁ জানওয়ার সাজদে করেঁ,
বারাকাল্লাহ মারজায়ে আলম ইয়েহী সরকার হ্যায় ॥

টুকরো হয় চাঁদ, গাছ কথা কয়, পশু সিজদায় পতিত হয়,
সুবহানাল্লাহ্। কেন্দ্র সৃষ্টির এই আসনেই সমাসীন ॥
----------------------

জিনকো সুয়ে আসমাঁ পেহলাকে জল থল ভর দিয়ে,
সদকা উন হাথোঁ কা পিয়ারে হামকো ভী দরকার হ্যায় ॥

উঠায়ে যা আসমানের দিক, ভরলে যমীন জল চারিদিক,
সেই প্রিয় হাতের ওয়াসীলা চাই তৃষিত এই অধীন ॥
----------------------

লব যেলালে চশমায়ে কুন মেঁ শুনধে ওয়াক্তে খমীর,
মুর্দে যিন্দা করনা আয় জাঁ তুম কো কিয়া দুশওয়ার হ্যায় ॥

'কুন' শরাবে সিক্ত সেই মুখ, সৃষ্টিলগ্নেই স্রষ্টা উৎসুক,
মুদ্দাঁ যিন্দা করতে সেই মুখ নয় তো কষ্টের সম্মুখীন ॥
----------------------

গোরে গোরে পাউঁ চমকা দো খোদাকে ওয়াস্তে,
নূর কা তড়কা হো পিয়ারে গোর কী শব তার হ্যায় ॥

ফর্সা ফর্সা পাক দু'চরণ, দোহাই আল্লাহর, করো অর্পন,
নূরে দাও প্রভাত ফুটিয়ে, গোরের এই রাত হোক না দিন ॥
----------------------

তেরে হী দামান পের হার আসী কী পড়তী হ্যায় নযর,
এ্যাক জানে বে খাত্বা পর দো জ্যাঁ কা বার হ্যায় ॥

সব পাপী উম্মুখ চেয়ে রয়, দামান তোমার নসীব কি হয়,
একটি নিষ্পাপ প্রাণে বোঝা দোজাহানের সেই জামিন ॥
----------------------

জোশে তুফাঁ বাহরে বে পায়াঁ হাওয়া না সায গার,
নূহ কে মাওলা করম করলে তু বেড়া পার হ্যায় ॥

জোর তুফান, সাগর যে অকুল বইছে হাওয়া কী প্রতিকুল,
নূহের ওত্রানকর্তা চাইলে কাটবে হাল এ অন্তরীণ ॥
----------------------

রহমাতুল্লিল আলামী তে-রী দুহাঈ দব গ্যায়া,
আর তু মাওলা বে তরেই সরপর শুনাহ কা বার হ্যায় ॥

এ গোলাম আজ গেল ফেঁসে পাপের বোঝা মাথাতে সে,
দোহাই ত্বরাও, তুমি এসে রাহমাতুল্লিল আলামীন ॥
----------------------

হায়রাতেঁ হ্যায়ঁ আঈনাদারে উরে এসাসফে গুল,
উনকে বুলবুল কী খমুশী তী লবে ইযহার হ্যায় ॥

বিস্ময়ে এই নিরবতা, প্রচুর না'তের কথকতা,
প্রেম বাগের এ বুলবুলিটার চুপ হওয়াই যে প্রেমবীণ ॥
----------------------

গো ঞ্জ- গোঞ্জ উঠছে হ্যাঁয় নগমাতে রেখা সে বো স্তাঁ
কি্উঁ হো কিস ফুল কী মিদহাত মে ওয়া মিনকার হ্যায় ॥

অনুরণিত এই কানন, রেযার কন্ঠে সুর ও বচন,
নাই বা কেন ফুল সে কেমন, যাঁর গানে সব সুর বিলীন ॥
----------------------

Follow us WhatsApp Channel!
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.