আমাদের সাইটের নতুন আপডেট পেতে এ্যাপ্স ইন্সটল করে রাখুন Install Now!

সর তা বকদম হ্যায় তনে (নবী রাজেরই আপাদমস্তক তনু-মন ফুল) - বাংলা উচ্চারণ ও কাব্যনুবাদ

সর তা বকদম হ্যায় তনে (নবী রাজেরই আপাদমস্তক তনু-মন ফুল) - বাংলা উচ্চারণ ও কাব্যনুবাদ
Join our Telegram Channel!
সর তা বকদম হ্যায় তনে (নবী রাজেরই আপাদমস্তক তনু-মন ফুল) - বাংলা উচ্চারণ ও কাব্যনুবাদ

 সর তা বকদম হ্যায় তনে

বাংলা উচ্চারণ ও কাব্যনুবাদ

সর তা বকদম হ্যায় তনে সুলতানে যামান ফুল,
লব ফুল, দাহান ফুল, যাকান ফুল, বদন ফুল ॥

নবী রাজেরই আপাদমস্তক তনু-মন ফুল,
পাক-ঠোঁট ও অধর থুতনি কি তাঁর পূর্ণ সে তন ফুল।
-------------------

সদকে মে তেরে বাগ তু কিয়া লায়ে হ্যাঁয় ফুল,
ইস গুনচায়ে দিল কো ভী তু ঈমা হো কেহ বন ফুল ॥

দিতে অর্ঘ্য সে পা'য় গুলবাগিচায় কতই বা ফুলপায়,
মোর মন কলিরে দাও ইশারা হোক সে এখন ফুল।
-------------------

তনকা ভী হামারে তু হিলায়ে নেহী হিলতা,
তুম চাহো তু হো জায়ে আভী কোহে মেহান ফুল ॥

খড় কুটাও না যায় হেলানো তায়, মোদের এ সত্ত্বায়,
তুমি চাইবে যখন দুঃখ পাহাড় হবেই তখন ফুল ।
-------------------

ওয়াল্লাহ্ জু মিল জায়ে মেরে গুলকা পসীনাহ্
মাঙ্গে না কাভী ইতুর না ফির চাহে দুলহান ফুল ॥

বলি শপথ সরব পাই তো গরব ঘামেরই সৌরভ,
তবে চাই না আতর, কিংবা কনে চায় না কখন ফুল।
-------------------

দিল বস্তাহ ও খৌ গশতাই নাহ্ খোশবু নাহ লাত্বাফাৎ,
কেউ গুনচাহ্ কহোঁ হ্যায় মেরে আক্বা কা দাহান ফুল ॥

নেই রূপ কি সুবাস, নেই তো সুহাস, দিল খুনে আশপাশ,
কেন কইব কলি ফুটছে বুলির প্রতিটি ক্ষণ ফুল।
-------------------

শাব ইয়াদ থী কিন দাঁতোঁ কী শাবনাম কেহ দমে সুবহ
শওখানে বাহারী কে জড়া-ও হ্যাঁয় কিরণ ফুল ॥

কাটে স্মরণ নিশির ভোরের শিশির দন্তে কী জ্যোতির,
ভরা যৌবনে কি হাসছে শোভায় এমনি কানন ফুল ।
-------------------

দানদা-ন ও লব ও যুলফ্ ও রুখে শাহ্ কে ফেদায়ী,
হ্যাঁয় দুররে আদন না, লে ইয়ামান মুশকে খেতান ফুল ॥

সেই দস্ত, অধর যুলফি বহর, চেহারা জ্যোতির পর
মরে লজ্জাতে সব মুক্তো কি লাল, খোশবু, কিরণ, ফুল।
-------------------
বু হো কে নেহাঁ হো গ্যায়ে তারে রুখে শাহ্ মে
লও বন গ্যায়ে হ্যায় আর তু হাসীনো কা দাহান ফুল ॥

সব রূপ হওয়া হয়, সামনে যা রয়, সেই রূপের উদয়,
তাঁর সামনে সবই ম্লান হয়ে যায় রত্ন, বরণ, ফুল ।
-------------------

হোঁ বারে গুনাহ সে নাহ খজল দোশে আযীযাঁ
লিল্লাহে মেরী না শ কর আয় জানে চমন ফুল ॥

বাপ ভায়ের ঘাড়ে, গুনাহর ভারে লাজ নাহি বাড়ে,
দেই দোহাই যেন পাই গোরে হে, পুষ্পজীবন ফুল ।
-------------------

দিল আপনা ভী শায়দারী হ্যায় উস না শুনে পা কা,
ইতনা ভী মাহে নও পেহ্ নাহ্ আয় চরখে কুহান ফুল ॥

নখে পাক চরণের এই জীবনের অর্ঘ্য দিনু ফের,
তবে চাঁদ নিয়ে তুই কীইবা গরব করবি গগন ভুল।
-------------------

দিল খোল কে খোঁ রোলে গমে আরেযে শাহ্ মেঁ,
নিকলে তু কইে হাসরতে খোঁ নাবাহ্ শুদন ফুল ॥

করে রক্তক্ষরণ বিষণ্ণ মন হেন অশ্রু বিসর্জন,
এই বিষাদ বারি পড়বে যদি হাসবে চরণ ফুল ।
-------------------

কিয়া গায়া মিলা গিরদে মদীনা কা জু হ্যায় আজ,
নিখরে হয়ে জু বন মে কিয়ামত কী ফবন ॥

বুঝি সেই মদীনার, ধুল উপহার মাখলো গায়ে তার,
তাই মনমোহিনী খোশবু ও রূপ পায় সে এমন ফুল ।
-------------------

গরমী ইয়ে ক্যয়ামত হ্যায় কেহ কাটে হ্যাঁয় যোঁবাঁ পর,
বুলবুল কো ভী আয় সাকীয়ে সাহরা ও লাবান ফুল ॥

সেই রোজে হাশর তৃষ্ণা কাতর কণ্ঠে শুষ্কতর
এই বুলবুলে দাও সাকী, শরাব, স্বস্তি যেমন ফুল।
-------------------

হ্যায় কোন কেহ গিরইয়া করে ইয়া ফাতেহা কো আয়ে,
বে কস কে উঠহায়ে তেরী রহমত কে ভরন ফুল  ॥

কেঁদে বক্ষ ভাসে এগিয়ে এসে দুঃখ কে নাশে,
যদি এই অসহায় সেই করুণায় পায়তো এখন ফুল।
-------------------

দিলে গম তুঝে ঘে-রে হ্যায় খোদা তুঝকো উঅহ চমকায়ে,
সুরাজ তেরে খিরমন কো বনে তেরী কিরণ ফুল ॥

হে চিত্ত আমার দুঃখ অপার ঘিরল চারিধার,
খোদা চাইবে যখন সূর্য লাজে ভুলবে আপন কুল ।
-------------------

 কিয়া বা-ত রেখা উস চেমনিস্তানে করম কী,
যাহরা হ্যায় কলী জিসমে হুসাইন আওর হাসান ফুল ॥

রেখা বলব কী আর সেই করুণার বাগে কী বাহার,
যাতে যাহরা কলি হাসান হোসাইন প্রিয় দু'জন ফুল।
-------------------

Follow us WhatsApp Channel!
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.