আমাদের সাইটের নতুন আপডেট পেতে এ্যাপ্স ইন্সটল করে রাখুন Install Now!

পেশে হক মুঝদা শাফাআত কা (আল্লাহ্ তালার সামনে সেদিন করতে) - বাংলা উচ্চারণ ও কাব্যনুবাদ

পেশে হক মুঝদা শাফাআত কা (আল্লাহ্ তালার সামনে সেদিন করতে) - বাংলা উচ্চারণ ও কাব্যনুবাদ
Join Telegram for More Books
পেশে হক মুঝদা শাফাআত কা (আল্লাহ্ তালার সামনে সেদিন করতে) - বাংলা উচ্চারণ ও কাব্যনুবাদ

পেশে হক মুঝদা শাফাআত কা 

বাংলা উচ্চারণ ও কাব্যনুবাদ


পেশে হক মুঝদা শাফাআত কা সুনাতে জায়েঙ্গে,
আপ রোতে জায়েঙ্গে হামকো হাঁসাতে জায়েঙ্গে ॥

আল্লাহ্ তালার সামনে সেদিন করতে রইবে শাফাআত,
কাঁদবে নিজে চাইবে উম্মত পায় যেন হাসি, নাজাত ॥
------------------

দিল নিকল জানে কী জা হ্যায় আ-হ কিন আখোঁ সে উঅহ,
হামসে পেয়াসোঁ কে লিয়ে দরইয়া বাহাতে জায়েঙ্গে ॥

কান্না এমন দীর্ণ হৃদয়, অশ্রুধারা প্রাণ যে না সয়,
উম্মতের তৃষ্ণা মেটাতেই নবীজির এ অশ্রুপাত ॥
------------------

কুশতগানে গরমিয়ে মাহশার কো উঅহ জানে মসীহ,
আ-জ দামান কী হাওয়া দে কর জিলাতে জায়েঙ্গে ॥

মাহশরে প্রাণ ওষ্ঠাগত, তাঁর ছোঁয়াতে ফের জীবন্ত,
দামানের ঠান্ডা হাওয়াতে সে দিন দেবে আবে-হায়াত ॥
------------------

গুল খিলে গা আজ ইয়ে উনকী নসীমে ফয়য সে,
খোন রোতে আ-য়েঙ্গে হাম মুসকুরাতে জায়েঙ্গে ॥

আনবে রোদন রহমতের জোশ, খুলবে কপাল, ফুল হবে দোষ,
রক্ত-অশ্রু বর্ষে নবী আনবে মোদের খোশবরাত ॥
------------------

হাঁ চলো হাসরাতাদো সুনতে হ্যাঁয় উঅহ্ দিন আজ হ্যায়,
থী খবর জিস কী কেহ উঅহ জলওয়া দেখাতে জায়েঙ্গে ॥

হ্যাঁ, চলো হে দুঃখে হতাশ, আজ হাশর যে দুঃখ-বিনাশ,
দেখব নবীর শান কারিশমা, রূপ দেখাবে নূরী -যাত ॥
------------------

আজ ঈদে আশেকাঁ হ্যায় গর খোদা চাহে কেহ উঅহ,
আবরোয়ে পাইওয়াস্তাহ্ কা আলাম দিখাতে জায়েঙ্গে, ॥

আজ খুশীর ঈদ আশেকানের, চাইলে প্রভৃ দো'জাহানের,
মর্যাদার হবে সে মিছিল, পড়বো নবীর পিছে না'ত ॥
------------------

কুচ খবর ডী হ্যায় ফকীরো আজ উঅহ দিন হ্যায় কেহ্ উঅহ,
নে মাতে খুলদ আপনে সদকে মে লুটাতে জায়েঙ্গে ॥

খবর আছে কী, সম্বল হীন, আজ কেমন সে দিন, হাশরের,
উম্মতে নেয়ামত বেহেশতী বিলাবে নূরানী হাত ॥
------------------

খাকে উফতাদো বস উনকে আ-নে হাঁ কী দের হ্যায়,
সাজাদাহ্ মে উঅহ্ খোদগির কর তুম কো উঠাতে জায়েঙ্গে ॥

ভেবোনা হে দুঃখী উম্মত, আসার দেরী শুধুই হযরত
পড়বে সেজদায় নূর নবীজি, আনবে উম্মতের নাজাত ॥
------------------

ওয়াসআতেঁ দী হ্যায়ঁ খোদা নে দামানে মাহবুব কো
জুর্ম খুলতে জায়েঙ্গে আওর উঅহ্ চুপাতে জায়েঙ্গে ॥

করল প্রভু কী প্রশস্ত, তাঁর হাবীবের দামান-দস্ত,
উম্মতের পাপ হোক না যত, লুকাবে সে আখেরাত ॥
------------------

লো উত্সহ আ-য়ে মুসকুরাতে হাম আসীরোঁ কী তরফ,
খিরমানে ইসইয়াঁ পর আর বিজলী গিরাতে জায়েঙ্গে ॥

ওই আসে হাসি হাসিমুখ, কয়েদী পাবে মুক্তিরই সুখ,
পাপেরই স্তুপ নাশে তাঁর রহমতেরই রশ্মি পাত ॥
------------------

আঁখ খোলো গময়দো দেখো উঅহ গিরইয়াঁ আয়ে হ্যায়ঁ,
লওহে দিল সে নকশে গম কো আব মিটাতে জায়েঙ্গে ॥

খোলো আঁখি, হে গোনাগার, ক্রন্দসী চোখ দেখো হে তাঁরে,
মানসপটে ব্যথার এই দাগ তুলবে তাঁরই মুনাজাত ॥
------------------

সোখতাহ্ জানোঁ পেহ উঅহ পুর জোশে রহমত আয়ে হ্যাঁ,
আবে কাউসার সে লাগী দিল কী বুঝাতে জায়েঙ্গে ॥

আসবে নবী দগ্ধ হিয়ায়, প্লাবন তাঁর রহমত-দরিয়ায়,
‘আবে-কাওসার' দেয় নিভিয়ে দুঃখীপ্রাণের অগ্নিপাত ॥
------------------

আফতাব উনকা হী চমকে গা জব আওরোঁ কে চেরাগ,
সরসরে জোশে বালা সে ঝিলমিলাতে জায়েঙ্গে ॥

তাঁরই রোশনী রইবে সেদিন, অন্য প্রদীপকুল সে অচিন,
ঝড় তুফানে, সংকটে ‘নিভূ নিভৃ’ যায়, যায় হায়াত ॥
------------------

পায়ে কোবাঁ পুল সে গুযরেংগে তেরী আওয়ায পর,
রাব্বি সাল্লিম কী সদা পর ওয়াজদ লাতে জায়েঙ্গে ॥

সেদিন শুনলে শব্দ তোমার, নির্ভাবনায় হবো যে পার,
“রাব্বি সাল্লিম’ দোয়ায় তুমি, আমরা পার হই পুলসিরাত ॥
------------------

সরওয়ারে দী লীজে আপনে না- তাওয়ানোঁ কী খবর,
নফস ও শয়তাঁ সাইয়েদা কব তক দবাতে জায়েঙ্গে ॥

বাদশাহ্ ওগো দো জাহানের, নাও খবর এই অসহায়ের,
কদিন রইব মন্দ সত্তায়, শয়তানে করবে আঁতাত ॥
------------------

হাশর তক ডালেংগে হাম পয়দাইশে মাওলা কী ধু-ম,
মিসলে ফারেস নজদ কী ক্বিল-এ গিরাতে জায়েঙ্গে ॥

হাশর তক করবো যে পালন, মীলাদে মোস্তফার পার্বন,
সেই পারস্যের মতই নজদের কেল্লা ভাঙব, করব মাত ॥
------------------

খাক হো জায়ে আদুভ জল কর মগর হাম তো রেযা,
দম যে জব তক দম হ্যায় যিকির উনকা সুনাতে জায়েঙ্গে ॥

------------------

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.