আমাদের সাইটের নতুন আপডেট পেতে এ্যাপ্স ইন্সটল করে রাখুন Install Now!

হাজীউ আও শাহেনশাহ্ কা রওযা দেখো (হাজীপ্রাণ ছুটে এসো হেথা রাজাধিরাজ) - বাংলা উচ্চারণ ও কাব্যনুবাদ

হাজীউ আও শাহেনশাহ্ কা রওয়া দেখো (হাজীপ্রাণ ছুটে এসো হেথা রাজাধিরাজ) - বাংলা উচ্চারণ ও কাব্যনুবাদ
Join our Telegram Channel!
হাজীউ আও শাহেনশাহ্ কা রওযা দেখো (হাজীপ্রাণ ছুটে এসো হেথা রাজাধিরাজ) - বাংলা উচ্চারণ ও কাব্যনুবাদ

হাজীউ আও শাহেনশাহ্ কা রওযা দেখো

বাংলা উচ্চারণ ও কাব্যনুবাদ


হাজীউ আও শাহেনশাহ্ কা রওযা দেখো,
কা'বা তু দেখ ঢুকে কা'বা কা কা'বা দেখো ॥

হাজীপ্রাণ ছুটে এসো হেথা রাজাধিরাজ,
কাবা তো দেখলে, এখন দেখো কাবারই রাজ।
---------------------

 রকনে শামী সে মিটী ওয়াহশাতে শামে গুরবাৎ,
আব মদীনা কো চলো সুবহে দিল আরা দেখা

রুকনে শামীতে কাটে, যত আঁধার বিজন-বাটে
মদীনাতে প্রাণ নাথ আছে, সেথা চলো আজ ॥
---------------------

আ'বে যমযম তু পিয়া খোব বুজহায়েঁ পেয়াসেঁ
আও জুদে শাহে কওসর কা ভী দরইয়া দেখো ॥

আবে যমযম্ তো পেলে, পিয়াস তো খুব মেটালে,
কাওসারওয়ালার দয়ার জোয়ার দেখে নাও আজ ।
---------------------

যেরে মীযাব মিলে খোব করম কে ছিঁটে,
আবরে রহমত কা ইয়াহাঁ যোর বরসনা দেখো ॥

মীযাবে রহমত হতে, দয়াসিক্ত হলে মেতে,
মায়ামেঘমালা হতে অঝোরে বরষে নেয়াজ ।
---------------------

ধূম দেখি হ্যায় দরে কা'বা পেহ্ বেতাবোঁ কী
উনকে মুশতাকোঁ যে হাসরত কা তড়পানা দেখো ॥

ধরে কাবারই সে আর্চল, অনুরাগীদের কোলাহল,
নবীজির প্রেমিকের হাহু তাশ! শোন তারই আওয়াজ ॥
---------------------

মিসলে পরওয়ানা ফিরা করতে থে জিস শমআকে গির্দ,
আপনি উস শমআ কো পরওয়ানা ইয়েহাঁ কা দেখো ॥

পতঙ্গসম ত্যাজে প্রাণ, যে প্রদীপে করে সন্ধান,
নিজ সেই প্রদীপের পতঙ্গ পুঁড়ে হেথা আজ ॥
---------------------

খোব আখোঁ সে লাগায়া হ্যায় গিলাফে কা'বা,
ক্বসরে মাহবুব কে পরদে কা ভী জলওয়াহ্ দেখো ॥

কাবার ওই পুত্র গিলাফ, চোখে মুছে জুড়ালে তাপ,
তাঁরই প্রিয় নবীরই পর্দা! দেখ অপূর্ব সাজ ॥
---------------------

ওয়াঁ মুত্বীয়োঁ কা জিগর খওফ সে পানি পায়া,
ইয়াঁ সিয়াহ্ কারোঁ কা দামান পেহ্ মচলনা দেখো ॥

যত নেক বান্দা কাবায়, ভয়ে অন্তরাত্মা শুকায়,
হেথা দামানে মাখামাখি যতো পাপী সমাজ ॥
---------------------

আউয়ালী খানায়ে হক কী তু যিয়ায়েঁ দেখেঁ,
আখেরী বাইতে নবী কা ভী তজল্লা দেখো ॥

প্রথমে দেখলে কাবা'র, জ্যোতি অহরহ আল্লাহর,
শেষে প্রিয় নবীর নিবাসের দেখো সাজ ॥
---------------------

যীনাতে কাবা মে থা লাখ আরুসোঁ কা বনোও,
জলওয়া ফরমা ইয়েহাঁ কওনাইন কা দু-লহা দেখো ॥

লাখো বাসরের সজ্জা, ঝলমলে রূপ কাবার পর্দা,
দোজাহানের দুলহা দেখো শিরে নূরের তাজ ॥
---------------------

আইমনে তুর কা থা রুকনে ইয়ামানী মেঁ ফরোগ,
শো লায়ে তুর, ইয়েহাঁ আনজুমান আরা দেখো ॥

আয়মনে তুর কুরআনে যা রুকনে ইয়ামানীতে আছে তা,
তুৱেৱই দীপ্ত শিখাটা মদীনাতে দেখ আজ ॥
---------------------

মেহরে মাদার কা মযা দেতী হ্যায় আগোশে হাতীম,
জিনপেহ্ মাঁঁ বাপ ফেদা ইয়াঁ করম উনকা দেখো ॥

হাতীমে কাবার ছিল বেষ্টন, মমতা ভরা মায়ের ও বাধঁন,
বাবা-মা যাঁর পায়ে নত করুনা তাঁর নিও আজ ।
---------------------

আরবে হাজাত মেঁ রাহা কা'বা কফীলে আনজাহ
আদাব দান রসীয়ে শাহে তৈয়বা দেখো ॥

হাজত যত সামনে নিয়ে, কা'বা যায় সব মুক্তি দিয়ে
মুক্তিপাগল উম্মত হেখা লুকায় নিজ নিজ লাজ ॥
---------------------

ধো চুকা যুলমাতে দিল বোসায়ে সনগে আসওয়াদ,
থাকে বুসীয়ে মদীনা কা ভী রুতবা দেখো ॥

হাজরে আসওয়াদে যে না চুম্বন, দিলে আঁধার হলোই মোচন
চুমলে মাটি মর্যাদা পাই দেখো মদীনারই মাঝ ॥
---------------------

কর চুকী রিফআতে কা'বা পেহ নযর পরওয়ায়েঁ,
টুপী আর থাম কে থাকে দর ওয়ালা দেখো ॥

কা'বারই উচ্চতা দেখে, দৃষ্টি তোমার শূন্য চাখে,
টুপি মাথে নবীর মাটি বানাও জায়নামায ॥
---------------------

বে নয়াযী সে ওয়াহাঁ কাঁপতী পায়ী ত্বআত
জোশে রহমত পেহ ইয়েহাঁ নায গুনাহ্ কা দেখো ॥

প্রতাপশালী খোদার তাপে, হেথায় নেকী ভয়ে কাঁপে,
দয়ার জোয়ার নবীর দ্বারে, ভিড়ে পাপী সমাজ ॥
---------------------

জুমআয়ে মক্কা থা ঈদ আহলে ইবাদত কেলিয়ে,
মুজরেমোঁ আ-ও ইয়েহাঁ ঈদে দো শোম্বা দেখো ॥

মক্কাতে ঈদ জুমার দিনে, পূণ্যবান তা ঠিকই চিনে,
পাপী দেখো সোমবারে ঈদ মদীনায় সাজ, সাজ!
---------------------

মুলতাযিম সে তু গলে লাগ কে নিকালে আরমাঁ
আদব ও শাওক্ব কা ইয়াঁ বাহাম উলঋনা দেখো ॥

মুলতাযিমকে জড়িয়ে ধরে, মাঙলে অনেক কান্না করে,
আদব আশার এই মিতালী মদীনারই মাঝ ॥
---------------------

খো-ব মাসলা মেঁ বউমীনে বা সফা দোড় লিয়ে,
রেহ জানাঁ কী সফাকা ভী তামাশা দেখো ॥

সাফা ও মারওয়ার বুকে, ছুটলে তো খুব পূন্যসুখে,
থামো, হেথা দিল সাফাইর দেখো এ কারুকাজ ॥
---------------------

রকসে বাসমাপ কী বাহারেঁ তু মিনা মেঁ দে-খেঁ
দিলে ধোন নাবাহ্ ফশাঁ কাজী তড়পনা দেখো ॥

হাদীর প্রাণীর কী আন্দোলন, দেখলে মিনায় সেই আবেদন,
হিয়ার জখম তড়পে কেমন দেখো মদীনাতে আজ ॥
---------------------

গওর সে সুন তু রেখা কা'বা সে আতী হ্যায় সদা,
মেরী আখোঁ সে মেরে পেয়ারে কা রওযা দেখো ॥

মন দিয়ে রেযা শোন, আর্তি করে কারা যেন,,
এ নয়নে দেখো মম, বন্ধু সে মদিনার মাঝ ॥
---------------------

Follow us WhatsApp Channel!
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.