ঈদে মিলাদুন্নাবী (দঃ) কি এবং কেন? - What is Eid Miladun Nabi (PBUH) and why?
ঈদে মিলাদুন্নাবী (দঃ) কি এবং কেন? - What is Eid Miladun Nabi (PBUH) and why?
ঈদে মিলাদুন্নাবী (দঃ) কি এবং কেন? (toc) মিলাদ অর্থ জন্ম। ঈদে মিলাদুন্নাবী অর্থ রাসুলে কারীম (দঃ) এর জন্মদিন উপলক্ষে খুশি উদযাপন করা। আল্লাহ্ রাব্বুল আলা’মীন সূরা আম্বিয়ার ১০৭নং আয়াতে এরশাদ করেনঃ “আমি আপনাকে বিশ্ববাসীদের জন্য রহমত স্বরুপই প্রেরণ করেছি”। আল্লাহ্ রাব্বুল আলা’মীন এখানে রাসুলুল্লাহ্ (দঃ)-কে সমগ্র জাহানের জন্য রহমত হিসেবে উল্লেখ করেছেন। সূরা ইউনুস ৫৮নং আয়াতে এরশাদ করেনঃ “হে রাসুল, আপনি বলে দিন, তারা যেন আল্লাহ্র অনুগ্রহ ও রহমত প্রাপ্তিতে খুশি উদযাপন করে। এ (খুশি ও আনন্দ উদযাপন) তাদের সমুদয় সঞ্চয় থেকে উত্তম”। সুবাহানাল্লাহ্। ১ম আয়াতে আল্লাহ্ রাসুলুল্লাহ্ (দঃ)-কে রহমত বলেছেন এবং ২য় আয়াতে আল্লাহ্ আদেশ দিয়েছেন এই রহমত (রসুলকে) পেয়ে খুশি উদযাপন করতে। শুধু উদযাপন নয়, বরং এই খুশি উদযাপন করাটা তাদের সমস্ত সঞ্চয় (আমল) থেকে উত্তম বলে ঘোষনা দিয়েছেন। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ্ ইব্নে আব্বাস (রাঃ) সহ সকল মুফাসসিরগন এ বিষয়ে একমত যে, উক্ত আয়াতে বর্ণিত ‘ফাদ্ল’ (অনুগ্রহ) ও রহমত দ্বারা রাসুলুল্লাহ্ (দঃ)-কে বুঝানো হয়েছে। এছাড়াও বুখারী শরীফে ইব্নু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত হয়েছে যে,…