শিয়া-রাফেজীদের মূলোৎপাটনে আ'লা হযরতের (রাঃ) ভূমিকা - সংকলনে হাফেজ মাওলানা মাসুম মুহাম্মদ ইমরান

শিয়া-রাফেজীদের মূলোৎপাটনে আ'লা হযরতের (রাঃ) ভূমিকা - সংকলনে হাফেজ মাওলানা মাসুম মুহাম্মদ ইমরান | Role of A'la Hazrat (RA) in the Origin of Shia & Rafi
শিয়া-রাফেজীদের মূলোৎপাটনে আ'লা হযরতের (রাঃ) ভূমিকা - সংকলনে হাফেজ মাওলানা মাসুম মুহাম্মদ ইমরান
শিয়া-রাফেজীদের মূলোৎপাটনে আ'লা হযরতের (রাঃ) ভূমিকা Role of A'la Hazrat (RA) in the Origin of Shia and Rafizis (toc)  ভূমিকাঃ যখন এ উপমহাদেশে ইসলামী সালতানাতের সূর্য অস্তমিত হতে যাচ্ছিল, অন্ধকার ছেয়ে যাচ্ছিলো তখনই আল্লাহর রহমতের একটি সূর্য উদিত হল। আবার সেই আকাশকে আলোকিত করলো, সকলের মনে নতুন করে সাহস জোগালো। অন্ধকার আকাশে আলো জালানো সেই সূর্য আর কেউ নন, তিঁনি হলেন ইমামে আহলে সুন্নাত, আযিমুল বরকত শাহ আহমদ রেযা খাঁন ফাযেলে ব্রেলভী রহমাতুল্লাহি আলাইহি (১৮৫৬-১৯২১ ঈসায়ী)। খোদা প্রদত্ত অসাধারণ যোগ্যতা প্রজ্ঞা আর জ্ঞান দিয়ে তিনি উম্মতে মুহাম্মদীকে বাতিল অপশক্তি থেকে মুক্ত করেছিলেন। হক-বাতিল চিনিয়েছিলেন। সর্বোপরি বাতিল অপশক্তির জঘণ্য আকীদা ও বদ মতলতের জাল ছিন্ন করে তাদের মতবাদের মূলোৎপাটন করেছিলেন। এই মহান ব্যক্তিত্বের কর্ম তাঁকে যুগ যুগ ধরে আশেকে রাসূলদের মনে জাগিয়ে রেখেছে। আল্লাহ পাক রাব্বুল আলামীন মানব জাতিকে অন্ধকার থেকে আলোর পথ দেখিয়েছেন প্রিয়নবী হযরত মুহাম্মদ মোস্তাফা সাল্লাল্লাহু তা‘আলা আলায়হি ওয়াসাল্লাম-এর মাধ্যমে। তাঁরই ওফাত শরীফের পর তাঁর যোগ্য উত্তরসূরী আলিম-ওলামা একইভাবে জাগতি…
Join