সৈয়দ আবেদ শাহ আল্-মাদানী (রা:) জীবন পরিচিতি - Biography of Syed Abed Shah Al-Madani (RA).

সৈয়দ আবেদ শাহ আল্-মাদানী (রা:) জীবন পরিচিতি - Biography of Syed Abed Shah Al-Madani (RA).
সৈয়দ আবেদ শাহ আল্-মাদানী (রা:) জীবন পরিচিতি - Biography of Syed Abed Shah Al-Madani (RA).
পরিচিতি:  ইমামুত ত্বরিকত হযরত মুজাদ্দেদে আলফেসানী (রা:) এঁর নবম বংশধর আল্লামা সৈয়দ আবু নসর মোহাম্মদ আবেদ শাহ মোজাদ্দেদী আল-মাদানী (রা:)। তিনি ৫৭ বছর বয়সে ইসলাম প্রচারের উদ্দেশে তৎকালীন পূর্ব পাকিস্তান অর্থ্যাৎ বর্তমান বাংলাদেশে হিজরত করে চলে আসেন। এদেশে তিনি সৈয়দ আবেদ শাহ আল্-মাদানী হিসেবে বেশ পরিচিতি লাভ করেন। তিনি নকশবন্দী মুজাদ্দেদী ত্বরিকার একজন সূফিসাধক। সৈয়দ আবেদ শাহ আল্-মাদানী (রা:) কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এঁর বংশধর হিসেবে ভাবা হয়। ব্রিটিশ ভারতে বেরলভী ভাবধারার সুন্নী আন্দোলনের অন্যতম হিসেবে বাংলাদেশী সুন্নীমতাদর্শীরা মনে করেন। তিনি স্বাধীন বাংলাদেশে সুন্নী জামাআতের প্রাতিষ্ঠানিক রূপদানে অন্যতম ভূমিকা পালন করেন। তাঁর হাত ধরে আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতাদর্শ ভিত্তিক ইসলামী রাজনৈতিক সংগঠন গড়ে উঠে যার বর্তমান নাম বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। জন্ম ও বংশ পরিচয়:  ১৮৬২ খ্রিস্টাব্দে সৌদি আরবের মদিনা শরীফের জান্নাতুল বাকী মহল্লায় হযরত সৈয়দ শায়েখ মোহাম্মদ শাহ ইবনে হযরত সৈয়দ মাহমুদ শাহ এর ঔরশে ১২৮৪ হিজরী সনের শাবান মাসের ১৫ তারিখ (শবে বরাতের রাত্রী) সোবহে সাদেকের সময় সৈয়দ আবে…
Join