আল্লামা কাজী নুরুল ইসলাম হাশেমী (রহ:) এর জীবনী - Biography of Allama Kazi Nurul Islam Hashemi (RA).

আল্লামা কাজী নুরুল ইসলাম হাশেমী (রহ:) এর জীবনী - Biography of Allama Kazi Nurul Islam Hashemi (RA).
আল্লামা কাজী নুরুল ইসলাম হাশেমী (রহ:) এর জীবনী - Biography of Allama Kazi Nurul Islam Hashemi (RA).
জন্ম পরিচয়: আল্লামা কাজী নুরুল ইসলাম হাশেমী ১৯২৮ সালের ২৯ শে ডিসেম্বর রবিবার রাতে তৎকালীন পাঁচলাইশ থানাধীন কুলগাঁও গ্রামের হাশেমি বংশের এক সম্ভ্রান্ত মুসলিম কাজী পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা শাহ সূফী কাজী আহসানুজ্জামান হাশেমী (রা:) হাশেমি বংশের সম্মানিত ব্যক্তি ছিলেন এবং তার মা ছিলেন চট্টগ্রাম শাহী জামে মসজিদের প্রাক্তন ইমাম ও খতিব আল্লামা সাফিউর রহমান হোসেন এর কন্যা। জানা যায় তাঁর পূর্বসূরীরা হলেন ইমাম হোসেন (রা:) এর বংশধর। তার পিতার চার পুরুষ মদীনা থেকে বাগদাদে পাড়ি জমান এবং ইমাম হাসান (রা:) এর সাথে দেখা করেন। মুঘল সম্রাট আওরঙ্গজেব আলমগীরের সময়ে তারা প্রধান বিচারপতি হিসাবে দিল্লিতে এসেছিলেন। নবাব আমলে তারা ইসলাম খানের অনুরোধে কাজীর দায়িত্ব গ্রহণ করে এবং ইসলাম প্রচারের দৃষ্টিতে আরও দূরে চট্টগ্রামে চলে আসেন। এখানে তাঁর দাদা মাওলানা কাজী আবদুর রহিম হাশেমী পাঁচলাইশ থানার বাকলিয়ার বাসিন্দা এবং হযরত খাজা সালেহ লাহোরি (রহ:) এর খলিফা মাওলানা সৈয়দ আবদুন্নবী (রা:) এর কন্যা বিবি শরীফা খাতুনকে বিয়ে করেছিলেন। তাঁর বাবা এবং মা উভয়ই এদেশে জন্মগ্রহণ করেছিলেন। শৈশব এবং শিক্ষা: আল্লামা কাজী নুরুল ইসল…
Join