ভাইবোনের অহেতুক দ্বন্দ্ব? (Unnecessary conflict of brothers and sisters?)
ভাইবোনের অহেতুক দ্বন্দ্ব? (Unnecessary conflict of brothers and sisters?)
ভাইবোনের অহেতুক দ্বন্দ্ব? (Unnecessary conflict of brothers and sisters?)
Sibling Rivalry বা সহোদরদের মাঝে ঝগড়া বিবাদ কমবেশি সব পরিবারেই হয়ে থাকে। বোন ভাইকে একটা চিমটি দেবে, ভাই একটা বকা দিবে, বালিশ ছোড়াছোড়ি করবে, এরকম না হলে ভাই বোনের সম্পর্কের মজা কোথায়!? কিন্তু আনন্দের সীমারেখা যখন হিংসা, ক্রোধ ও সহিংসতা দিয়ে লঙ্ঘন হয়, তখনই দেখা দেয় নানা সমস্যা। কয়েক যুগ আগেও, একই ছাদের নিচে একসাথে বেড়ে উঠত অনেক ভাই-বোন; কিন্তু এখন সভ্যতার অগ্রসরের সাথে সাথে পরিবার ছোট হচ্ছে। বিভিন্ন গবেষণায় প্রমাণিত যে, একা বড় হওয়া সন্তানদের থেকে ভাইবোনের সাথে বড় হওয়ার সন্তানেরা বহু দিকেই এগিয়ে থাকে। কিন্তু অনেক সময় দ্বিতীয় সন্তান জন্মের পর থেকেই ঘরে শুরু হয়ে যায় অশান্তি। সহোদরদের মাঝে দ্বন্দ্ব কখনো সরাসরি আঘাতের পর্যায়ে পৌঁছে যেতে পারে! বাবা-মা হিসেবে আপনি কিন্তু Sibling rivalry অনেকক্ষেত্রেই নিয়ন্ত্রণে রাখতে পারেন নিচের কাজগুলোও করে - ১. Don't get involved: বাচ্চাদের ঝগড়ায় যতক্ষন পর্যন্ত সম্ভব তাদের নিজেদেরই মিটমাট করতে দিন। কারন এতে তারা নিজেরা সমাধান করতে শিখবে। ২. Don't blame one: যদি মারাত্মক পরিস্থিতিতে আপনাকে হস্তক্ষেপ করতে হয়, তাহলে যথাসম্ভব এমন সমাধান দ…