সাইয়্যেদুনা উসমান গণী যুননুরাইন (রাঃ) এর জীবনী, কর্ম, শাহাদাৎ - Biography of Sayyeduna Usman Gani Yunnurain (R)
সাইয়্যেদুনা উসমান গণী যুননুরাইন (রাঃ) এর জীবনী, কর্ম, শাহাদাৎ - Biography of Sayyeduna Usman Gani Yunnurain (R)
সাইয়্যেদুনা উসমান গণী যুননুরাইন (রাঃ) এর জীবনী, কর্ম, শাহাদাৎ - Biography of Sayyeduna Usman Gani Yunnurain (R)
ইসলামে তৃতীয় খলিফা, খলিফায়ে রাশেদ সাইয়্যেদুনা উসমান গণী যুন্নুরাঈন রাদিআল্লাহু আনহু জন্মগ্রহণ ঐতিহাসিক "ফীল" এর ঘটনার ছয় বছর পর।বিশুদ্ধ বর্ণনা মতে,' আবরাহা কর্তৃক মক্কা শরীফ আক্রমণ এর ছয় বছর পরে তিনি মক্কায় জন্মগ্রহণ করেন। ' (সুনানে বায়হাকী) কেউ কেউ তাঁর জন্মস্থান তাফেয় বলেও আখ্যায়িত করেছেন। তিনি ছিলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এঁর চেয়ে দুনিয়াবি জিন্দেগীর হিসেবে ৫ বছরের ছোট। ইমাম জুহরি বলেন, "উসমান যুন্নুরাঈন রাদিআল্লাহু আনহু স্বাভাবিক উচ্চতার অধিকারী,আকর্ষণীয় চুল ও চেহারার অধিকারী ছিলেন।শেষ বয়সে মাথার চুল পড়ে গিয়েছিলো। উভয় পায়ের মাঝে সুন্দর দূরত্ব ছিলো।উন্নত নাসিকা, প্রশস্ত বক্ষ ও পশমে আবৃত ছিলো তাঁর দীর্ঘ বাহু।দাঁত অত্যন্ত চমৎকার। রক্তবর্ণ ওষ্ঠাধর ছিলো বেশি চিত্তাকর্ষক। কান পর্যন্ত কেশরাজি এবং মনলোভা চেহারা। ( তারিখে তাবারি,সিফাতুস সাফওয়া) উসমান গণী যুন্নুরাঈন রাদিআল্লাহু আনহু কে যখন আবু বকর আস সিদ্দিক রাদিআল্লাহু আনহু ইসলামের দাওয়াত দেন তখন তাঁর বয়স ছিলো ৩৪। তিনি ছিলেন ইসলাম গ্রহণকারী ৪র্থ পুরুষ। ইসলাম গ্রহণের কারণে তিনি তাঁর চাচা হাকাক ইব…