লায়লাতুল ক্বদরের তাৎপর্য ও আমল - Significance and deeds of Lailatul Qadar
লায়লাতুল ক্বদরের তাৎপর্য ও আমল - Significance and deeds of Lailatul Qadar
আল্লাহ্ তাবারকা ওয়া তা‘আলা সরওয়ার-ই কায়িনাত, ফখর-ই মাওজূদাত, হুযূর করীম সাল্লাল্লাহু তা‘আলা আলায়হি ওয়াসাল্লাম’র উম্মতকে ‘خير أمة’(শ্রেষ্ঠ উম্মত)’র উপাধী দান করে সর্বোত্তম উম্মত বানিয়েছেন। তিনি এ উম্মতকে বহু এমন বৈশিষ্ট্যাবলী ও বিশেষত্ব দিয়েছেন, যা ইতিপূর্বের উম্মতগণের ভাগ্যে নসীব হয় নি। এসব বৈশিষ্ট্যের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে, লায়লাতুল্ ক্বদর-এর নি’মাত-ই ‘উযমা, যা সরকারের শুভাগমণের পর সকল পবিত্র রজনীর মধ্যে সুমহান ও সর্বোত্তম। হযরত আনাস রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণিত, নবী করীম সাল্লাল্লাহু তা‘আলা আলায়হি ওয়াসাল্লাম ইরশাদ করেন: إِنَّ اللهَ وَهَبَ لِأُمَّتِيْ لَيْلَةَ الْقَدْرِ وَلَمْ يُعْطَهَا مَنْ كَانَ قَبْلَهُمْ “নিশ্চয় আল্লাহ্ তা‘আলা ‘লায়লাতুল ক্বদর’ আমার উম্মতকে দান করেছেন এবং তাদের পূর্ববর্তী লোকদেরকে দান করেন নি।”[ ] এ রাত আসমানের ফিরিশতাদের জন্য ঈদের রাত এবং দুনিয়াতে মানবজাতির জন্য পূর্ণতার মি’রাজ অর্জনের রাত। এটি ওই রাত, যাতে দয়ার সাগর উত্তাল থাকে এবং কোন কল্যাণ প্রত্যাশীকে বঞ্চিত করা হয় না। রাতভর রহমতরাশির বারিধারা বর্ষিত হয়, খায়রাত-বারাকাত অবতীর্ণ হয়, …