
দুরূদে হাজারীর আরবী-বাংলা উচ্চারণ ও অর্থ
দুরূদে হাজারীর ফযীলত
- এ দুরূদ শরীফ তিনবার কবরস্থানে পাঠ করলে আল্লাহ্ তা‘আলা সেটার বরকতে ৮০ বছরের আযাব ওই কবরস্থান থেকে উঠিয়ে নেন।
- যে কেউ ২০ বার এ দুরূদ শরীফ পাঠ করে তার সাওয়াব মাতা-পিতাকে দান করে, সে যেন মাতা-পিতার সমস্ত হক্ব আদায় করল এবং আল্লাহ্ তা‘আলা তার মাতা-পিতার কবর যিয়ারতের জন্য এক হাজার ফেরেশতা পাঠিয়ে দেন, তাঁরা ক্বিয়ামত পর্যন্ত উক্ত কাজে নিযুক্ত থাকবেন।
بِسْمِ اللّٰہِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ
اَللّٰہُمَّ صَلِّ عَلٰی مُحَمَّدٍ مَّادَامَتِ الصَّلٰوۃُ وَصَلِّ عَلٰی مُحَمَّدٍ مَّادَامَتِ الرَّحْمَۃُ وَصَلِّ عَلٰی مُحَمَّدٍ مَّا دَامَتِ الْبَرَکَاتُ وَصَلِّ عَلٰی رُوْحِ مُحَمَّدٍ فِی الْاَرْوَاحِ وَصَلِّ عَلٰی صُوْرَۃِ مُحَمَّدٍ فِی الصُّوَرِ وَصَلِّ عَلٰٓی اِسْمَ مُحَمَّدٍ فِی الْاَسْمَآءِ وَصَلِّ عَلٰی نَفْسِ مُحَمَّدٍ فِی النُّفُوْسِ وَصَلِّ عَلٰی قَلْبِ مُحَمَّدٍ فِی الْقُلُوْبِ وَصَلِّ عَلٰی قَبْرِ مُحَمَّدٍ فِی الْقُبُوْرِ وَصَلِّ عَلٰی رَوْضَۃِ مُحَمَّدٍ فِی الرِّیَاضِ وَصَلِّ عَلٰی جَسَدِ مُحَمَّدٍ فِی الْاَجْسَادِ وَصَلِّ عَلٰی تُرْبَۃِ مُحَمَّدٍ فِی التُّرَابِ وَصَلَّی اللّٰہُ عَلٰی خَیْرِ خَلْقِہٖ سَیِّدِنَا مُحَمَّدٍ وَّعَلٰٓی اٰلِہٖ وَاَصْحَابِہٖ وَاَزْوَاجِہٖ وَذُرِّیَّاتِہٖ وَاَہْلِ بَیْتِہٖ وَاَحْبَابِہٖٓ اَجْمَعِیْنَ بِرَحْمَتِکَ یَآاَرْحَمَ الرّٰحِمِیْنَ -
বিসমিল্লা-হির রাহমা-নির রাহী-ম
আল্লা-হুম্মা সল্লি ‘আলা- মুহাম্মাদিন্ মা-দা-মাতিস্ সোয়ালা-তু ওয়া সল্লি ‘আলা- মুহাম্মাদিন্ মা-দা-মাতির রাহমাতু ওয়া সল্লি ‘আলা- মুহাম্মাদিন্ মা- মা- দা-মাতিল্ বারাকা-তু ওয়া সল্লি ‘আলা- রূ-হি মুহাম্মাদিন্ ফিল্ র্আরওয়া-হি ওয়া সল্লি ‘আলা- সূ-রাতি মুহাম্মাদিম্ ফিস্ সুভারি ওয়া সল্লি ‘আলা- ইসমি মুহাম্মাদিন্ ফিল্ আস্মা-ই ওয়া সল্লি ‘আলা- নাফ্সি মুহাম্মাদিন্ ফিন্ নূফ‚-সি ওয়া সল্লি ‘আলা- ক্বাল্বি মুহাম্মাদিন্ ফিল্ ক্বুলূ-বি ওয়া সল্লি ‘আলা- ক্বাব্রি মুহাম্মাদিন্ ফিল্ ক্বুবূ-রি ওয়া সল্লি ‘আলা- রাওদ্বাতি মুহাম্মাদিন্ র্ফি রিয়া-দ্বি ওয়া সল্লি ‘আলা- জাসাদি মুহাম্মাদিন্ ফিল্ ‘আজ্সা-দি ওয়া সল্লি ‘আলা- র্তুবাতি মুহাম্মাদিন্ ফিত্ তুরা-বি ওয়া সোয়াল্লাল্লা-হু ‘আলা- খায়রি খাল্ক্বিহী- সাইয়্যিদিনা- মুহাম্মাদিওঁ ওয়া ‘আলা- আ-লিহী- ওয়া আস্হা-বিহী- ওয়া আয্ওয়া-জিহী- ওয়া র্যুরিয়্যা-তিহী- ওয়া আহ্লি বায়তিহী- ওয়া আহ্হাবা-বিহী- আজ্মা‘ঈ-না বিরাহ্মাতিকা ইয়া- র্আহার্মা রা-হিমী-ন।
আল্লাহর নামে আরম্ভ যিনি পরম দয়ালু, করুণাময়
হে আল্লাহ্! হযরত মুহাম্মদ মোস্তফার উপর রহমত নাযিল করুন যতক্ষণ সালাত, বিদ্যমান হযরত মুহাম্মদ মোস্তফার উপর রহমত নাযিল করুন যতক্ষণ পর্যন্ত রহমত বিদ্যমান, হযরত মুহাম্মদ মোস্তফার রূহের উপর রহমত বর্ষণ করুন যতক্ষণ বরকতরাজি বিদ্যমান হযরত মুহাম্মদ মোস্তফার রূহের উপর রূহসমূহের মধ্যে রহমত বর্ষণ করুন, হযরত মুহাম্মদ মোস্তফার আকৃতিসমূহের মধ্যে আকৃতির উপর রহমত বর্ষণ করুন নামসমূহের মধ্যে হযরত মুহাম্মদ মোস্তফার নামের উপর রহমত বর্ষণ করুন আত্মাসমূহের মধ্যে আত্মার উপর হযরত মুহাম্মদ মোস্তফার উপর রহমত বর্ষণ করুন, ক্বলবসমূহের মধ্যে হযরত মুহাম্মদ মোস্তফার ক্বলবের উপর রহমত বর্ষণ করুন রওযাসমূহের মধ্যে হযরত মুহাম্মদ মোস্তফার রওযা মুবারকের উপর রহমত বর্ষণ করুন রওযাসমূহের মধ্যে হযরত মুহাম্মদ মোস্তফার রওযা মুবারকের উপর রহমত বর্ষণ করুন, শরীরসমূহের মধ্যে হযরত মুহাম্মদ মোস্তফার শরীর মুবারকের উপর রহমত বর্ষণ করুন, মাটিগুলোর মধ্যে হযরত মুহাম্মদ মোস্তফার রওযামুবারকের মাটির উপর রহমত বর্ষণ করুন, আর রহমত বর্ষিত হোক, আল্লাহ্র সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আমাদের সরদার হযরত মুহাম্মদ মোস্তফার উপর, তাঁর বংশধরগণের উপর, তাঁর সঙ্গী- সাথীগণের উপর, তাঁর পবিত্র বিবিগণের উপর, তাঁর আত্মীয়-স্বজন, পরিবারবর্গ, বন্ধু-বান্ধব, তোমার অপার রহমত এবং করুণা দান করো, হে সকল দয়ালু অপেক্ষা শ্রেষ্ঠ দয়ালু।