আমাদের সাইটের নতুন আপডেট পেতে এ্যাপ্স ইন্সটল করে রাখুন Install Now!

দুরূদে হাজারী শরীফ (আরবী ও বাংলা উচ্চারণ) - درود ہزاری شريف - Darood-E Hazari Sharif

দুরূদে হাজারী শরীফ (আরবী ও বাংলা উচ্চারণ) - درود ہزاری شريف - Darood-E Hazari Sharif
Join Telegram for More Books
দুরূদে হাজারী শরীফ  (আরবী ও বাংলা উচ্চারণ) - درود ہزاری شريف - Darood-E Hazari Sharif

দরূদে হাযারী শরীফ আরবি-বাংলা উচ্চারণ

দরূদে হাযারী শরীফ : আরবি উচ্চারণ

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيمِ

  1. بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيمِ – اَللّٰهُمَّ صَلِّ وَسَلِّمُ وَبَارِكْ عَلٰى سَيِّدِنَا وَمَوْلٰنَا مُحَمَّدٍ مَّادَامَتِ الصَّلٰوةُ -
  2. بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيمِ – اَللّٰهُمَّ صَلِّ وَسَلِّمُ وَبَارِكْ عَلٰى سَيِّدِنَا وَمَوْلٰنَا مُحَمَّدٍ مَّادَامَتِ الرَّحْمَةُ -
  3. بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيمِ – اَللّٰهُمَّ صَلِّ وَسَلِّمُ وَبَارِكْ عَلٰى سَيِّدِنَا وَمَوْلٰنَا مُحَمَّدٍ مَّادَامَتِ الْبَرَكَاتُ -
  4. بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيمِ – اَللّٰهُمَّ صَلِّ وَسَلِّمُ وَبَارِكْ عَلٰى حَقِيقَةِ سَيِّدِنَا وَمَوْلٰنَا مُحَمَّدٍ فِي الْحَقَائِقِ -
  5. بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيمِ – اَللّٰهُمَّ صَلِّ وَسَلِّمُ وَبَارِكْ عَلٰى نُوْرِ سَيِّدِنَا وَمَوْلٰنَا مُحَمَّدٍ فِي الْأَنْوَارِ -
  6. بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيمِ – اَللّٰهُمَّ صَلِّ وَسَلِّمُ وَبَارِكْ عَلٰى رُوْحِ سَيِّدِنَا وَمَوْلٰنَا مُحَمَّدٍ فِي الْأَرْوَاحِ -
  7. بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيمِ – اَللّٰهُمَّ صَلِّ وَسَلِّمُ وَبَارِكْ عَلٰى صُوْرَةِ سَيِّدِنَا وَمَوْلٰنَا مُحَمَّدٍ فِي الصُّوَرِ -
  8. بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيمِ – اَللّٰهُمَّ صَلِّ وَسَلِّمُ وَبَارِكْ عَلٰى رَأْسِ سَيِّدِنَا وَمَوْلٰنَا مُحَمَّدٍ فِي الرُّوُسِ -
  9. بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيمِ – اَللّٰهُمَّ صَلِّ وَسَلِّمُ وَبَارِكْ عَلٰى شَعْرِ سَيِّدِنَا وَمَوْلٰنَا مُحَمَّدٍ فِي الشُّعُوْرِ -
  10. بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيمِ – اَللّٰهُمَّ صَلِّ وَسَلِّمُ وَبَارِكْ عَلٰى جَبْهَةِ سَيِّدِنَا وَمَوْلٰنَا مُحَمَّدٍ فِي الْجِبَاهِ -
  11. بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيمِ – اَللّٰهُمَّ صَلِّ وَسَلِّمُ وَبَارِكْ عَلٰى عَيْنِ سَيِّدِنَا وَمَوْلٰنَا مُحَمَّدٍ فِي الْعُيُوْنِ -
  12. بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيمِ – اَللّٰهُمَّ صَلِّ وَسَلِّمُ وَبَارِكْ عَلٰى أُذْنِ سَيِّدِنَا وَمَوْلٰنَا مُحَمَّدٍ فِي الْأٰذَانِ -
  13. بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيمِ – اَللّٰهُمَّ صَلِّ وَسَلِّمُ وَبَارِكْ عَلٰى وَجْهِ سَيِّدِنَا وَمَوْلٰنَا مُحَمَّدٍ فِي الْوُجُوْهِ -
  14. بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيمِ – اَللّٰهُمَّ صَلِّ وَسَلِّمُ وَبَارِكْ عَلٰى صَدْرِ سَيِّدِنَا وَمَوْلٰنَا مُحَمَّدٍ فِي الصُّدُوْرِ -
  15. بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيمِ – اَللّٰهُمَّ صَلِّ وَسَلِّمُ وَبَارِكْ عَلٰى نَفْسِ سَيِّدِنَا وَمَوْلٰنَا مُحَمَّدٍ فِي النُّفُوْسِ -
  16. بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيمِ – اَللّٰهُمَّ صَلِّ وَسَلِّمُ وَبَارِكْ عَلٰى قَلْبِ سَيِّدِنَا وَمَوْلٰنَا مُحَمَّدٍ فِي الْقُلُوْبِ -
  17. بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيمِ – اَللّٰهُمَّ صَلِّ وَسَلِّمُ وَبَارِكْ عَلٰى جَسَدِ سَيِّدِنَا وَمَوْلٰنَا مُحَمَّدٍ فِي الْأَجْسَادِ -
  18. بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيمِ – اَللّٰهُمَّ صَلِّ وَسَلِّمُ وَبَارِكْ عَلٰى إِسْمِ سَيِّدِنَا وَمَوْلٰنَا مُحَمَّدٍ فِي الأَسْمَاءِ -
  19. بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيمِ – اَللّٰهُمَّ صَلِّ وَسَلِّمُ وَبَارِكْ عَلٰى قَبْرِ سَيِّدِنَا وَمَوْلٰنَا مُحَمَّدٍ فِي الْقُبُوْرِ -
  20. بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيمِ – اَللّٰهُمَّ صَلِّ وَسَلِّمُ وَبَارِكْ عَلٰى تُرْبَةِ سَيِّدِنَا وَمَوْلٰنَا مُحَمَّدٍ فِي التُّرَابِ -
  21. بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيمِ – اَللّٰهُمَّ صَلِّ وَسَلِّمُ وَبَارِكْ عَلٰى رَوضَةِ سَيِّدِنَا وَمَوْلٰنَا مُحَمَّدٍ فِي الرِّيَاضِ -
  22. بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيمِ – اَللّٰهُمَّ صَلِّ وَسَلِّمُ وَبَارِكْ عَلٰى دَارِ سَيِّدِنَا وَمَوْلٰنَا مُحَمَّدٍ فِي الدُّوَرِ -
  23. بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيمِ – اَللّٰهُمَّ صَلِّ وَسَلِّمُ وَبَارِكْ عَلٰى مَسْجِدِ سَيِّدِنَا وَمَوْلٰنَا مُحَمَّدٍ فِي الْمَسَاجِدِ -
  24. بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيمِ – اَللّٰهُمَّ صَلِّ وَسَلِّمُ وَبَارِكْ عَلٰى بَلَدِ سَيِّدِنَا وَمَوْلٰنَا مُحَمَّدٍ فِي الْبِلَادِ -
وَصَلَّ اللهُ تَعَالٰى عَلٰى خَيْرِ خَلْقِهٖ وَنُو۠رِ عَرْشِهٖ سَيِّدِنَا وَمَوْلٰنَا مُحَمَّدٍ وَعَلٰى أَبِيهِ وَأُمِّهِ وَاٰلِهِ وَاَهْلِ بَيْتِهٖ وَأَجْدَادِهٖ وَجَدَّاتِهٖ وَاَزْوَاجِهٖ وَذُرِّيَّاتِهٖ وَأَصْحَابِهٖ وَأَحْبَابِهٖ أَجْمَعِيْنَ بِرَحْمَتِكَ يَاأَرْحَمَ الرَّاحِمِيْنَ –

দরূদে হাযারী শরীফ : বাংলা উচ্চারণ

বিসমিল্লাহির রাহমানির রাহীম॥

  1. বিসমিল্লাহির রাহমানির রাহীম- আল্লাহুম্মা ছোয়াল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদিম্ মা-দা-মাতিস্ ছোয়ালাতু
  2. বিসমিল্লাহির রাহমানির রাহীম- আল্লাহুম্মা ছোয়াল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদিম্ মা-দা-মাতির রাহমাতু
  3. বিসমিল্লাহির রাহমানির রাহীম- আল্লাহুম্মা ছোয়াল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদিম্ মা-দা-মাতিল্ বারাকাতু
  4. বিসমিল্লাহির রাহমানির রাহীম- আল্লাহুম্মা ছোয়াল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাক্বীক্বাতি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদিন ফিল্ হাক্বায়িকি
  5. বিসমিল্লাহির রাহমানির রাহীম- আল্লাহুম্মা ছোয়াল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নূরি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদিন ফিল্ আন্ওয়ারি
  6. বিসমিল্লাহির রাহমানির রাহীম- আল্লাহুম্মা ছোয়াল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা রূহি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদিন ফিল্ আরওয়াহি
  7. বিসমিল্লাহির রাহমানির রাহীম- আল্লাহুম্মা ছোয়াল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা ছুরাতি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদিন ফিছু ছুয়ারি
  8. বিসমিল্লাহির রাহমানির রাহীম- আল্লাহুম্মা ছোয়াল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা রা'সি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদিন ফির্ রূউসি
  9. বিসমিল্লাহির রাহমানির রাহীম- আল্লাহুম্মা ছোয়াল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা শা'রি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদিন ফিশ্ শুউরি
  10. বিসমিল্লাহির রাহমানির রাহীম - আল্লাহুম্মা ছোয়াল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা জাবহাতি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদিন ফিল্ জিবাহি
  11. বিসমিল্লাহির রাহমানির রাহীম- আল্লাহুম্মা ছোয়াল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আইনি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদিন ফিল্ উয়ুনি
  12. বিসমিল্লাহির রাহমানির রাহীম- আল্লাহুম্মা ছোয়াল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা উযনি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদিন ফিল আ-যানি
  13. বিসমিল্লাহির রাহমানির রাহীম- আল্লাহুম্মা ছোয়াল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা ওয়াজহি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদিন ফিল্ উজুহি
  14. বিসমিল্লাহির রাহমানির রাহীম- আল্লাহুম্মা ছোয়াল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা ছোয়াদরি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদিন ফিছু ছুদূরি
  15. বিসমিল্লাহির রাহমানির রাহীম- আল্লাহুম্মা ছোয়াল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাফসি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদিন ফিন্‌ নুফুসি
  16. বিসমিল্লাহির রাহমানির রাহীম- আল্লাহুম্মা ছোয়াল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা ক্বালবি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদিন ফিল্ কুলুবি
  17. বিসমিল্লাহির রাহমানির রাহীম- আল্লাহুম্মা ছোয়াল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা জাসাদি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদিন ফিল্ আজসাদি
  18. বিসমিল্লাহির রাহমানির রাহীম- আল্লাহুম্মা ছোয়াল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক, আলা ইসমি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদিন ফিল্ আসমা-য়ি
  19. বিসমিল্লাহির রাহমানির রাহীম- আল্লাহুম্মা ছোয়াল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা ক্বাবরি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদিন ফিল্ কুবুরি
  20. বিসমিল্লাহির রাহমানির রাহীম- আল্লাহুম্মা ছোয়াল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা তুরবাতি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদিন ফিত তুরাবি
  21. বিসমিল্লাহির রাহমানির রাহীম- আল্লাহুম্মা ছোয়াল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা রাওদাতি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদিন ফির রিয়াদি
  22. বিসমিল্লাহির রাহমানির রাহীম- আল্লাহুম্মা ছোয়াল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা দা-রি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদিন ফিদ্ দূয়ারি
  23. বিসমিল্লাহির রাহমানির রাহীম- আল্লাহুম্মা ছোয়াল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মাসজিদি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদিন ফিল্ মাসাজিদি
  24. বিসমিল্লাহির রাহমানির রাহীম- আল্লাহুম্মা ছোয়াল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা বালাদি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদিন ফিল্ বিলাদি

ওয়া সাল্লাল্লাহু তায়ালা আলা খায়রি খাক্বিহী ওয়া নূরি আরশিহী সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদিওঁ ওয়া আলা আবিহি ওয়া উম্মিহি ওয়া আলিহী ওয়া আহলি বাইতিহী ওয়া আজদাদিহী ওয়া জাদ্দাতিহী ওয়া আযওয়াজিহী ওয়া যুররিয়াতিহী ওয়া আসহাবিহী ওয়া আহ্বাবিহী আজমাঈন-বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমীন।


সকল মুমিন মুসলমান নর-নারীর মাগফেরাতের জন্য নিম্মোক্ত দোয়াটি দরূদে হাযারী শরীফের সাথে দৈনিক ২৭ বার পড়বেন (বাদে ফজর)

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيمِ – اَللّٰهُمَّ اغْفِرُ لِجَمِيْعِ الْمُؤْمِنِيْنَ وَالْمُؤْمِنَاتِ وَالْمُسْلِمِيْنَ وَالْمُسْلِمَاتِ اَلْأَحْيَاءِ مِنْهُمْ وَالْأَمْوَاتِ إِنَّكَ مُجِيْبُ الدَّعْوَاتِ وَرَافِعُ الدَّرَجَاتِ يَا قَاضِيَ الْحَاجَاتِ بِرَحْمَتِكَ يَاأَرْحَمَ الرَّاحِمِيْنَ –

ফযীলতঃ রাসূলুল্লাহ (সাল্লাল্লহু তায়ালা আলাইহি ওয়া আলিহী ওয়া বারাকা ওয়া সাল্লাম) ইরশাদ করেন, যে ব্যক্তি প্রত্যহ সকল মুমিন মুসলমান নর-নারীর পক্ষে ২৭ বার ক্ষমা প্রার্থনা করে, সে ব্যক্তি তাদেরই একজন হয়ে যায়, যাদের দোয়া কবুল হয় এবং যাদের উসিলায় পৃথিবীবাসীকে রিযিক দান করা হয়।
অন্য একটি হাদীসে বর্ণিত আছে, যে ব্যক্তি সকল মুমিন মুসলমান নর-নারীর জন্য আল্লাহ পাকের নিকট এসতেগফার করে (ক্ষমা প্রার্থনা করে), আল্লাহ পাক প্রত্যেক মুমিন মুসলমান নর-নারীর (এসতেগফারের) বদলে তার জন্য একটি নেকী লিখে দেন (নজহাতুল মাজালেছ নামি কিতাবে, ১ম খণ্ড ৪৪ পৃষ্ঠা)।

দরূদে হাযারী শরীফ এর বহুমুখী ফযীলত ও কারামত

  1. বিশ্ব বরেণ্য আলেমে রাব্বানী, আশেকে রাসুল (সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়া আলিহী ওয়া বারাকা ওয়াসাল্লাম), অলিয়ে কামেল, মুজাদ্দেদে দীনও মিল্লাত হযরত শাইখ আবদুল হক মুহাদ্দিসে দেহলভী (রহমতুল্লাহি তায়ালা আলাইহি) এই দরূদ শরীফটি নিয়মিত এবং অত্যন্ত মহব্বত সহকারে পাঠ করতেন। এই দরূদ শরীফ এর বরকতে তিনি প্রায়ই প্রিয় নবীর (সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়া আলিহী ওয়া বারাকা ওয়াসাল্লাম) দীদার লাভ করতেন।

  2. আল্লামা সাখাবী (রহমতুল্লাহি তায়ালা আলাইহি) “দূররে মুনযযম” নামক কিতাবের উদ্ধৃতি দিয়ে বর্ণনা করেন যে, যে ব্যক্তি এই দরূদ শরীফটি নিয়মিত মহব্বত সহকারে পাঠ করবেন, তিনি প্রিয় নবীকে (সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়া আলিহী ওয়া বারাকা ওয়াসাল্লাম) স্বপ্নে দর্শন করে ধন্য হবেন, তাঁর সুপারিশ লাভ করবেন, হাউযে কাউসারের পানি পান করে তৃষ্ণা নিবারণে সক্ষম হবেন, দোযখের আগুন থেকে মুক্তি পাবেন এবং বেহেশতে দাখিল হবেন। উল্লেখ্য যে, “হারামাইন শরীফাইন” এর মধ্যে এ দরূদ শরীফটি বহুল ভাবে প্রচলিত ছিল।

  3. মহব্বতের সাথে ৩ তার এই দরূদ শরীফ কবরস্থানে পাঠ করলে, আল্লাহ্ তায়ালা তার বরকতে ৮০ বৎসরের আযাব ঐ কবরস্থান হতে উঠিয়ে দেন, ৪ বার পাঠ করলে কেয়ামত পর্যন্ত আযাব উঠিয়ে দিবেন। যদি কেহ ২৪ বার এই দরূদ শরীফ পাঠ করে তার সাওয়াব মৃত পিতামাতাকে দান করেন, তবে তিনি যেন পিতা-মাতার সমস্ত দাবী পূর্ণ করলেন। মহান আল্লাহ্ তায়ালা তার পিতা-মাতাকে ক্ষমা করে দিবেন এবং তাদের কবর যিয়ারতের জন্য ১০০০ (এক হাজার) ফেরেশতা পাঠিয়ে দিবেন, তাঁরা কেয়ামত পর্যন্ত উত্ত কাজে নিয়োজিত থাকবেন। আমলকারীর এই আমলের বরকতে তার দুনিয়া ও আখিরাতের সমস্ত সমস্যার সমাধান আল্লাহতায়ালা মেহেরবানি করে, করে নিবেন।

  4. সকল প্রকার প্রাকৃতিক দূর্যোগ (যথাঃ প্রলয়ংকরী বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছাস, ভূমিকম্প ইত্যাদি) থেকে রক্ষা পাওয়ার জন্য দৈনিক বাদ ফজর এবং বাদ এশা কমপক্ষে ৪ বার মহব্বতের সাথে। দরূদে হাযারী শরীফ পড়ে, এর উছিলায় দোয়া করবেন। ছাত্র-ছাত্রীদের মধ্যে যাদের স্বরণ শক্তি কম বৃষ্টির পানি সংগ্রহ করে ঐ নিয়মে পাঠ করে সেই পানিতে ফুঁক দিয়ে নিয়মিত পান করবেন।

  5. ক্যান্সার, কিড্নী, পাথরী, জরায়ু, প্রস্রাবের রোগ অথবা যে কোন দুরারোগ্য রোগ নিয়ে যারা কষ্ট পাচ্ছেন তারা আশু নিরাময়ের জন্য অথবা শারীরিক কষ্ট কমে যাওয়ার জন্য নিয়মিত বাদ ফজর এবং বাদ এশা ভক্তি সহকারে ৪ বার এই দরূদ শরীফ পাঠ করে পানিতে সম্ভব হলে বৃষ্টির পানি সংগ্রহ করে ফুঁক দিয়ে সেই পানি পান করবেন কমপক্ষে ৪০ দিন। সারা জীবন পান করলে আরো বেশী উপকৃত হবেন। গর্ভবর্তী মহিলারা গর্ভকালীন সময়ে এই নিয়মে দরূদ শরীফ পাঠ করলে মা ও সন্তান ইনশাআল্লাহ নিরাপদে থাকবেন। মানসিক অশান্তি অথবা মামলা মোকদ্দমায় অথবা অর্থ কষ্টে জর্জরিত, শোকে কাতর, রোগে কাতর, উৎপীড়িত ব্যক্তিরা একই নিয়মে এই দরূদ শরীফ পাঠ করলে আল্লাহর রহমতে সমস্যার সমাধান হবে এবং শান্তিতে থাকবেন। নিয়মিত ভক্তি সহকারে দরূদে হাযারী পরীফ পাঠকারীর জীবনের অন্ধকার পথ আলোকিত হয়ে যাবে ইনশাআল্লাহ।

  6. যে কোন কাজে যাওয়ার পূর্বে মহব্বতের সাথে ৪ বার দরূদে হাযারী শরীফ পাঠ করে গেলে আপনার ঐ কাজ সুসম্পন্ন হবে ইনশাআল্লাহ্। পিতা-মাতা সহ অন্যান্য মুরব্বীগণের (যারা ইন্তেকাল করেছেন) ঈসালে সাওয়াবের উদ্দেশ্যে আপনি ২৪ বার এই দরূদ শরীফ পাঠ করলে, আপনার জীবনের সকল আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। মনে রাখবেন, দরুদে হাযারী শরীফ আপনি যতবার ঈমানদার কবর বাসীদের (মৃত মুরব্বীগণ সহ) জন্য পড়ে যাবেন, তার সমপরিমাণ বরকত ও সাওয়াব আপনার মৃত্যুর পর মেহেরবান আল্লাহ তায়ালা আপনাকে মেহেরবানি করে দান করবেন।

  7. উক্ত দরূদ শরীফ পাঠ করার পরে আশা পূর্ণ হওয়ার জন্য সূরা তাওবার শেষ দুটি আয়াত ৭ বার পড়বেন। ইমাম ছিররে সখতী (রহমতুল্লাহি তায়ালা আলাইহি) এই আয়াত দুটি মহব্বতের সাথে তিলাওয়াত করার কারণে প্রিয় নবী (সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়া আলিহী ওয়া বারাকা ওয়াসাল্লাম) তাঁর মুখে চুম্বন দিয়েছিলেন। আয়াত দু'টি "লাক্কাদ্ জা-আকুম রাসুলুম্ মিন্ আনফুসিকুম আযীযুন আলাইহি মা আনিত্তুম হারীসুন আলাইকুম বিল্ মু'মিনীনা রাউফুর রাহীম। ফাইন্ তাওয়াল্লাও ফাকুল হাসবিয়াল্লাহু লা-ইলাহা ইল্লাহু, আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম।"

  8. যখন কোন ব্যক্তি আল্লাহ্ তায়ালার দরবারে দোয়া করে তখন ঐ দোয়া এবং আকাশের মাঝখানে একটি পর্দা পড়ে থাকে, যা ভেদ করে সেই দোয়া উপরে উঠতে পারে না, যতক্ষণ পর্যন্ত সে প্রিয় নবী (সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়া আলিহী ওয়া বারাকা ওয়াসাল্লাম) এবং তাঁর বংশধরদের জন্য দরূদ শরীফ পাঠ না করে। দরূদ শরীফ পাঠ করলে ঐ পর্দা ছিন্ন হয়ে যায় এবং দোয়া আল্লাহ্ তায়ালার দরবারে উপস্থিত হয়। দরূদ শরীফ পাঠ না করলে দোয়া বার্থ হয়ে ফিরে আসে। নিয়মিত মহব্বতের সাথে দরূদ শরীফ পাঠকারীর জন্য রয়েছে চারটি বিশেষ পুরস্কার, যথাঃ ঈমানের সাথে মৃত্যু হয়, মৃত্যু যন্ত্রণা সহজ হয়, হিসাব নিকাশ সহজ হয় এবং বেহেশত নসীব হয়।

  9. নিয়মিত দরূদে হাযারী শরীফ পাঠকারীর আমলনামায় বেশী বেশী "বিসমিল্লাহির রাহমানির রাহীম" পাঠ করার বরকত হাসিল হয়। দরূদে হাযারী শরীফ এ "বিসমিল্লাহির রাহমানির রাহীম" আছে মোট ২৫ (পঁচিশ) বার। যে ব্যক্তি বেশী বেশী "বিসমিল্লাহির রাহমানির রাহীম" পাঠ করে, আল্লাহ তায়ালা তার মৃত্যুযন্ত্রণা ও মুনকার নাকীরের সওয়াল-জওয়াব সহজ করে দেন, তার কবর আলোকিত এবং প্রশস্ত করে দেন, হিসাব-নিকাশ সহজ ভাবে হয় এবং সে অনায়াসে বেহেশতে দাখিল হয়। তার দিবা রাত্রির অধিকাংশ গুনাহ এবং তার মৃত পিতা-মাতার গুনাহ্ মহান আল্লাহ তায়ালা মাফ করে দেন। এ আমলের বরকতে কারারুদ্ধ ব্যক্তিরা সত্ত্বর জেল থেকে মুক্তি পায়, বিদেশে আটক ব্যক্তির দেশে ফিরবার উপায় হয়ে যায়, অবিবাহিত যুবক যুবতীদের বিয়ে হয়ে যায়, বিরহদন্ধ স্বামী স্ত্রীর মিলন ঘটে, বেকার লোকদের চাকুরীর ব্যবস্থা হয়ে যায়, পরীক্ষার আশাতীত সফলতা লাভ করা যায়, দুনিয়া এবং আখিরাতের প্রত্যেক কাজে বরকত লাভ হয় ইত্যাদি, ইত্যাদি। হাশরের ময়দানে যাদের আমল নামায় ৪০০০ (চার হাজার) বার "বিসমিল্লাহির রাহমানির রাহীম" পাওয়া যাবে তাদেরকে আরশের ছায়ার নীচে স্থান দেওয়া হবে।

  10. উল্লেখ্য যে, দরূদ শরীফের মধ্যে আল্লাহ তায়ালার যিকরও বিদ্যমান, ইহা সুস্পষ্টই। কেননা অধিকাংশ দরূদ শরীফের মধ্যে আল্লাহ তায়ালার মুবারক নাম (আল্লাহুম্মা) শব্দটি বিদ্যমান, যা আল্লাহ তায়ালার জাত (সত্তা) এবং ছিফাত (গুণাবলী) এর আয়না স্বরূপ। হযরত হাসান বসরী (রঃ) এবং অন্যান্য বুযুর্গানে দীন থেকে বর্ণিত আছে যে, যে ব্যক্তি আল্লাহ তায়ালাকে "আল্লাহুম্মা" শব্দ দ্বারা স্বরণ করেন, তিনি যেন তাঁর সমুদয় আছমায়ে হুছনা (সুন্দর নাম সমূহ) সহকারে তাঁকে স্মরণ করলেন। মহব্বত সহকারে নিয়মিত দরূদ শরীফ পাঠ করলে আল্লাহ তায়ালা পবিত্র কুরআন মজীদে দরূদ শরীফ পাঠের যে আদেশ করেছেন তা পালন করা হয়।

  11. পাক-ভারত উপমহাদেশের বুযুর্গানে দীন এবং ওলামায়ে কেরাম দরূদে হাযারী শরীফকে "কবরস্থান এর দরূদ শরীফ" হিসাবে অভিহিত করে থাকেন। কবর যিয়ারতের সময় পবিত্র কুরআন মজীদের সূরা সমূহের সাথে দরূদ-এ-হাযারী শরীফ পাঠ করাকে অতি উত্তম আমল মনে করে থাকেন। “বিসমিল্লাহির রাহমানির রাহীম” সমৃদ্ধ এই দরূদ শরীফকে দরূদে আ'যম নামেও অভিহিত করা হয়।

  12. হাদীস শরীফে আছে, (সাধারণ) মৃতব্যক্তি পানিতে ডুবন্ত ব্যক্তির মতই, পানিতে ডুবন্ত ব্যক্তি নিজের প্রাণ রক্ষার জন্য কোন অবলম্বন পাওয়ার আশায় যেমন চারিদিকে হাতড়িয়ে থাকে, তদ্রপ মৃতব্যক্তিও তার জীবিত আত্মীয়-স্বজন ও বন্ধু-বর্গের দোয়া রূপ সাহায্য পাওয়ার আশায় ব্যাকুল প্রতীক্ষায় থাকে। সুতরাং মৃতব্যক্তির জন্য দোয়া করে তোমরা তার প্রতি পালনীয় হক আদায় করবে। -তিরমিযী।

  13. আসুন, আমরা ঈমানদার কবরবাসীদের কবর যিয়ারতের সময় পবিত্র কুরআন মজীদের সূরা সমূহের সাথে প্রিয় নবীর (সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়া আলিহী ওয়া বারাকা ওয়াসাল্লাম) এই প্রিয় দরূদ শরীফটি মহব্বতের সাথে কমপক্ষে ৪ বার তিলাওয়াত করে তাদের প্রতি পালনীয় হক আদায় করি।
দুরূদে হাজারী শরীফ পিডিএফ Darud-E Hajari PDF
দুরূদে হাজারী শরীফ (অফিস ডক্স) Darud-E Hajari (MS-Office Docs)
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.