আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চিনাতে - মুহাম্মদ সেলিম রিয়াদ হক্কানী

আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চিনাতে - মুহাম্মদ সেলিম রিয়াদ হক্কানী
Admin
Join @Abswer.com on Telegram channel
আল্লাহ কোরআন পাঠালেন
মুহাম্মদ সেলিম রিয়াদ হক্কানী
---------------------------------------
আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চিনাতে,
আল্লাহ দুনিয়া বানালেন নবীর শান বুঝাতে।

বেহেস্তেরি পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম,
আরশে আল্লাহর নামের সাথে নবীর নামের মনোগ্রাম,
আল্লাহ বেহেস্ত বানালেন নবীর প্রেমেতে,
আল্লাহ হাশর করিবেন নবীর শান দেখাতে \ ঐ

আল্লাহ তা’য়ালা নবীর প্রেমে করেছেন সব সৃজন,
হাবীব বলে মোদের নবীকে করেছেন সম্বোধন,
আল্লাহ দরুদ পড়েন নবীর প্রেমেতে,
ঈমানদারদের পড়তে বলেন কোরআনেতে \ ঐ

ঈমান হল সেই নবীকে ভালবাসার নাম,
সেই নবীর সুপারিশ ছাড়া পাবেনা কেহ পরিত্রাণ,
সেলিম রিয়াদ আছে সেই আশাতে,
সুপারিশ পাব নবীর নিদান কালেতে \ ঐ

Join