আমি মদিনার কোকিল - মুহাম্মদ সেলিম রিয়াদ হক্কানী

আমি মদিনার কোকিল - মুহাম্মদ সেলিম রিয়াদ হক্কানী
Admin
Join @Abswer.com on Telegram channel
আমি মদিনার কোকিল
মুহাম্মদ সেলিম রিয়াদ হক্কানী
--------------------------------
আমি মদিনার বাগানের কোকিল
সাল্লে আলা আমার সুর। 

আমি ভিখারী আপনি দাতা,
আমায় নজর দাও ও আমার আঁকা,
আমার নিয়ে যাও মদিনা শহরে,
ভীষণ জ্বালা আমার অন্তরে,
পাক পাঞ্জাতনেরই ছদকায়, দোয়া কর মনযুর \ ঐ

সকালে বিকালে উড়ে উড়ে, নবীর গীত আমি গাইব,
যখন আসবে মদিনার স্মরণ, নীরব গীত আমি গাইব,
যখন আসবে মদিনার স্মরণ, নীরবে অশ্র ঝরাব,
আপনার দিদার যদি পেয়ে যায়,
(ইয়া রাসুলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ)
দুঃখ আমার হবে দুর \ ঐ

কেঁদে কেঁদে বুক যায় ভেসে,
নবী আপনাকে দেখিতে, ঝর্ণার মত অশ্রæধারা,
(ইয়া রাসুলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ)
আমার দুই আঁখিতে, তাইতো সেলিমের বুকে মুখে,
সদাই কান্নার সুর \ ঐ


Join