এই দুনিয়ার রং তামাশায়
সৈয়দ এহছান কাদের
সৈয়দ এহছান কাদের
--------------------------------------------------------------------------------------------
এই দুনিয়ার রং তামাশায় মগ্ন আছো কত নেশায়
ভুলে প্রভুর কথা সারা বেলা
আল্লাহর বান্দাহ জপ আল্লাহ্ আল্লাহ্।
এই দুনিয়ার রং তামাশায় মগ্ন আছো কত নেশায়
ভুলে প্রভুর কথা সারা বেলা
আল্লাহর বান্দাহ জপ আল্লাহ্ আল্লাহ্।
কেউ শুয়ে রয় পথের ধারে/পথে
কেউ বা আবার উঁচু ইমারতে
সবি ক্ষণিকের পথ চলা। ঐ
যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ
শ্বাস ফুরালে হবে সর্বনাশ
ভাবনার দোলনায় দাও দোলা। ঐ
জ্বশ খ্যাতি তোমার আছে কত বল
আরো আছে বহু জন বল
মরণ করবে তোমায় একেলা। ঐ
কুল্লু নাফছিন যা-য়িকাতুল মাওত
আসবে তোমার দ্বারে মালাকুল মাওত
ঘোষণা করেছে আল্লাহ্। ঐ
কেউ হাসে কেউ কাঁদে দুঃখে
এহছান কাদের চাই সবার মুখে
সুখে দুঃখে যিকির কন আল্লাহ্। ঐ
Assalamu Alaikum Wa Rahmatullah
Greetings!
Provide your feedback.