ক্বাসীদা-এ-বুরদাহ্ - শরীফ হযরত ইমাম শরফুদ্দীন বুসিরী (রা:)

ক্বাসীতা-এ-বুরদাহ্ - শরীফ হযরত ইমাম শরফুদ্দীন বুসিরী (রা:)
ক্বাসীদা-এ-বুরদাহ্ - শরীফ হযরত ইমাম শরফুদ্দীন বুসিরী (রা:)
 ক্বাসীদা-এ-বুরদাহ্ শরীফ হযরত ইমাম শরফুদ্দীন বুসিরী (রা:) ------------------------------------------ মাওলা-য়া সল্লে ওয়া সাল্লিম দা ইমান্ আবাদান, আলা হাবী-বিকা খাইরিল খলকি কুল্লিহিমী। আ-মিন তাযাক্কুরি জীরানী-মে-বে-যি সালামী, মাযাজাত দাময়ান জারা মিন মুক্বলাতিন বি-দামী। আম্ হাব্বাতির রি-হু মিন তিলক্বায়ি কাযিমাতিন, আও আওমাদ্বাল বারকু ফিয্ যুলমায়ে মিন ইদ্বামী। ফামালে আয়নাইকা ইন্ কুল্তাক্ফুফা হামাতা, ওয়ামা লে ক্বালবিকা ইন্ কুল্তাস্তাফিফ্ ইয়াহিমী। আইয়াহসাবুস্ সাব্বু আন্নাল হুব্বা মুনকাতিমুন, মা-বাইনা মুন্সাজেমিম্ মিনহু ওয়া মুদ্বাতারিমী। লাও লাল হাওয়া লাম-তরিক্ব দময়ান আলা-ত্বালালিন, ওয়ালা আরিক্তা লি যিকরিল বা-নে ওয়ালা আলমী। ফা কাইফা তুনকেরু হুব্বাম্ বা’দা মা শাহাদাত, বিহি আলাইকা ওদু-লুদ্ দামুয়ি ওয়াস সাক্বামী। ওয়াস বাতাল ওয়াজদ্ খাত্তই আবরাতিওঁ ওয়া দ্বানান, মিচ্লাল বাহা-রে আল খাদ্দাইকা ওয়াল আনামী। না’য়াম ছারা-ত্বইফু মান আহ্ওয়া ফাআররাক্বানি, ওয়ালহুব্বু ইয়াতরিযুল্ লায্যা-তে বিল আলমী। ইয়া লায়েমী ফিল্ হাওয়াল উযইরয়্যে মাযেরাতন, মিন্নি ইলঅইকা ওয়ালাও আন্ছাফাতা লাম তালুমী। আদাত্কা হালিয়া লা র্ছিরি-বে মুসতাতেরিন, আনিল ওশাতি ওয়…
Join