সোনার মদিনা প্রাণের মদিনা
মাওলানা মুহাম্মদ ছলিম উদ্দিন হায়দার
মাওলানা মুহাম্মদ ছলিম উদ্দিন হায়দার
------------------------------------
সোনার মদিনা আমার প্রাণের মদিনা
সব ভুলিবো কিন্তু তোমায় ভুলতে পারিনা
ভুলিনি ভুলবোনা, ভুলতে পারিনা।
সোনার মদিনা আমার প্রাণের মদিনা
সব ভুলিবো কিন্তু তোমায় ভুলতে পারিনা
ভুলিনি ভুলবোনা, ভুলতে পারিনা।
ইয়াসরব নামে ছিলে তুমি, অলক্ষনের দেশ
বড় মারাত্বক যে ছিলে তোমার পরিবেশ
নবীর ছোয়ায় হলে তুমি, সোনার মদিনা। ঐ
আরশে মুয়াল্লার চেয়ে বড় তুমি হও
খোদার সৃষ্টিতে তুমি, শ্রেষ্ট ভ‚মি হও
তোমার বুকে শুয়ে আছে, শাহে মদিনা। ঐ
জান্নাতের বাগানে তোমায় নবী বলেছে
খাকে শেফার অধিকারী তোমার করেছে
তোমার বুকে প্রবাহিত, নূরেরই ঝরনা। ঐ
তোমার বুকে আমার নবীর কদম পড়েছে
তোমার বুকে জিবরাইল, আমিন সব দায় এসেছে
অধম বলে কেমন করে যাবো মদিনা। ঐ
Assalamu Alaikum Wa Rahmatullah
Greetings!
Provide your feedback.