নবী নবী করে আর কতকাল - মুহাম্মদ সেলিম রিয়াদ হক্কানী

নবী নবী করে আর কতকাল - মুহাম্মদ সেলিম রিয়াদ হক্কানী
Admin
Join @Abswer.com on Telegram channel
 
নবী নবী করে আর কতকাল
মুহাম্মদ সেলিম রিয়াদ হক্কানী
-------------------------------------
নবী নবী করে আর কত কাল আমি কাঁদব
আপন নয়নে কবে জানি, নূর নবীকে আমি দেখব।

এই কান্দনের কবে জানি হবে সমাধি
কেঁদে কেঁদে বুকের মাঝে হয়েছে নদী
সেই নদী কেঁদে বলে সাগর বানানো \ ঐ

সবাই আছে আমার তবু মনে হয় আমি একা
ততদিন লাগবে একা যতদিন পাবনা নবীর দেখা
নবীকে দেখে মনের সুখেকবে আমি হাসবো \ ঐ

কান্দি আমি বুকে নিয়ে নবীকে দেখার আশা
দিনে দিনে বাড়তে আছে নবীর ভালবাসা
আশায় আশায় নয়ন ভাষায় আর কতদিন বাঁচবো \ ঐ

Join