মন যদি দিতে হয় নবীকে দিও - মাওলানা ওয়ালীউল্লাহ আশেকী

মন যদি দিতে হয় নবীকে দিও - মাওলানা ওয়ালীউল্লাহ আশেকী
মন যদি দিতে হয় নবীকে দিও - মাওলানা ওয়ালীউল্লাহ আশেকী
মন যদি দিতে হয় নবীকে দিও - মাওলানা ওয়ালীউল্লাহ আশেকী ------------------------------------------------- মন যদি দিতে হয় নবীকে দিও তোমার কষ্ট যাতনা, যিনি সইতে পারে না ঐ নবীজির মহাব্বাতে মিলাদ পড়িও \ সারা জীবন কাঁন্দলেন নবী এই দুনিয়া এখনও কান্দেন তিনি সোনার মদিনা (ইয়া রাসূলাল্লাহ) জানের চেয়ে বেশি থাকে ভালোবাসিও \ ঐ হাশরের ময়দানে নবী থাকিবেন সিজ্দায় আমার আশিক উম্মত যেন, জান্নাত পেয়ে যায় ঐ নবীজির দিদার পেতে দরূদ পড়িও \ ঐ নবীর দিদার একবার যদি, নসিব হইয়ে যায় জাহান্নামের আগুন থাকে, দেখিয়া পালায় (নবী) পাগলদের দিদার দিয়ে ধন্য করিও \ ঐ জাহান্নামের গেইটে থাকে পাওয়া যাইবে  চোঁখ মোবারকের পানি, ঝড়তে থাকিবে উম্মতের পাগল নবী মনে রাখিও \ ঐ পুলসিরাতের পাড়ে যিনি দাড়িয়ে থাকবে দরূদ পড়া উম্মতেরি পারকরিবে ঐ নবীজির প্রেমে সবাই দিওনা হইয়ও \ ঐ
Join