Table of Contents
সূর্য্যি মামা
সৈয়দ হাসান মুরাদ কাদেরী
---------------------------
সূর্য্যি মামা যার কথা শুনে
পূণিমাচাঁদ যার আদেশ মানে
আমি কেন হব না পাগল সে নবীর প্রেমে
আল্লাহুমা সাল্লি’আলা সায়্যিদেনা মুহাম্মদিন \
মাওলা আলীর কোলে নবী ঘুমায়
সূর্য ডুবে গেলে আলীর নামাজ ছুটে যায়
নবীর নির্দেশে, সূর্য ফিরে এসে
আসরে যায় থেমে \ ঐ
পূর্ণিমাতে আবু জেহেল বলে
চাঁদকে ফেটে দেখাও সত্যি নবী হলে
তর্জনীর ইশারায়, চন্দ্র ফেটে যায়
ধরায় আসে নেমে \ ঐ
মুক্তি দিয়ে বনের হরিণীকে
বাচ্চার কাছে পাঠায় নিজে বন্দী থেকে
শিকারি অবাক, কাফের হতবাক
লুটে পড়ে কদমে \ ঐ
আপনার পছন্দের আর পোস্ট
WhatsApp Channel
Join Now
Telegram Group
Join Now