ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায় - সৈয়দ মুহাম্মদ আবু আজম

ইচ্ছ জাগে আমাদের যেতে মদিনায় - সৈয়দ মুহাম্মদ আবু আজম
Admin
Join @Abswer.com on Telegram channel
 ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়
সৈয়দ মুহাম্মদ আবু আজম
--------------------------------------------
ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়
ইচ্ছে জাগে চুমু খেতে সোনালী রওজায়
ইচ্ছে জাগে চুমু খেতে নূরানী পর্দায়।

সারা বছর আশেক গণ জিয়ারত করে
জিলহজ্ব হাজিরা হজ্ব পালন করে
তাদেরই সঙ্গী হতে আমার মন চায়। ঐ

নবীর দিদার যাদের নাসিব হয়েছে
নিশ্চিত জান্নাতি তারা হয়েছে
পরকালে তাদের নেই কোন ভয়। ঐ

আমি তো-অধম যেতে পারি নাই
কাবারই কাবা সোনার মদিনায়
তাই তো কাঁন্দি আমি যেতে মদিনায়। ঐ

রওজার পাশে আমি নামায পড়িব
নবীজিকে আমি সালাম জানাব
সে আশায় কেঁন্দে আমি বুকটি ভাষায়। ঐ

Join