গোলাপ নিলাম গাঁদা নিলাম - সৈয়দ হাসান মুরাদ কাদেরী

Admin
Join Telegram for New Books

(toc)

গোলাপ নিলাম গাঁদা নিলাম
সৈয়দ হাসান মুরাদ
--------------------------------------------------
গোলাপ নিলাম গাঁদা নিলাম, নিলাম রজনী গন্ধা,
মনের সুখে মালা গেঁথেছি, সকাল থেকে সন্ধ্যা,
একবার দেখা দাও যদি স্বপ্নেরাত্রি বেলা
হাসি মুখে পড়াব তোমায় হাজার ফুলের মালা
ইয়া রাসূলুল্লাহ - ইয়া হাবীবাল্লাহ । ঐ

লাল ফুলকে প্রশ্ন করি, রংটি কোথায় পেলে
উহুদ ময়দানে নবীর, রক্তের কথা বলে,
সেই রক্তের লালে (তাই) লাল ফুলকে বাগান
থেকে তুলে গাঁথলাম মালা
সৃযোগ পেলে পড়াব তোমার লাল ফুলের সালা । ঐ

সাদা রঙের ফুলকে বলি, রংটি কোথায় পেলে
নবীজির ঐ দাঁত মোবারক সাদা ছিল বলে
সেই খান থেকে মিলে (তাই) সাদা ফুলকে টেনে বুকে
নিয়ে গাঁথলাম মালা
হাসি মুখে পড়াব তোমায় সাদা ফুলের মালা। ঐ

শেষ প্রশ্ন করলাম যখন হলুদ রঙের ফুলকে
উত্তর দিলো রঙটি ছিলো নবীর নূরী ত্বকে
দেহ মোবারকে
(তাই) হলুদ ফুলকে কাছে ডেকে নিয়ে গাঁথলাম মালা
মনের সুখে পড়াব তোমায় হলুদ ফুলের মালা। ঐ

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
Join