বিরক্তিকর এড মুক্ত আমাদের Abswer.com অফিসিয়াল App ডাউনলোড করুন Install Now!
Guide Books Textbooks Suggestions Syllabus SSC Class 9-10 Class 8 Class 7 Class 6 Class 5 Class 4 Class 3 Class 2 Class 1 Dakhil Class 9-10 MD Class 8 MD Class 7 MD Class 6 MD Class 5 MD Class 4 MD Class 3 MD Class 2 MD Class 1 EV SSC Class 9-10 EV Class 8 EV Class 7 EV Class 6 EV Class 5 EV Class 4 EV Class 3

রাস্তার নামকরণ-এর জায়গায় সংকেত হিসেবে ব্যবহার করার কারণ কি?

Admin
Join Telegram for New Books

(toc)

 

হাইওয়ে বা মহাসড়ক হল কোন পাবলিক বা প্রাইভেট রাস্তা বা অন্য কোনও সরকারী রাস্তা বোঝায়। এটি প্রধান সড়ক হিসেবে ব্যবহার করা হয়, তবে অন্যান্য পাবলিক সড়ক ও জনসাধারণের রাস্তাও এতে অন্তর্ভুক্ত।

1️⃣ জাতীয় মহাসড়ক (ইংরেজী: National highway) :
জাতীয় মহাসড়ক চেনা বা বোঝার সুবিধার্থে সংক্ষিপ্ত রুপ হিসাবে সড়কের নামকরণ করা হয় । জাতীয় মহাসড়ক সংক্ষিপ্ত রুপ হল ’N’ যা ইংরেজি শব্দ National এর প্রথম বর্ণ থেকে নেওয়া হয়েছে । জাতীয় মহাসড়ক সংক্ষিপ্ত রুপ হল ’N’ এর পর ১-৩টি ডিজিট নেওয়া হয়। যেমন N1, N2, N3, N4, N5, N505, N707 ইত্যাদি।

2️⃣ আঞ্চলিক মহাসড়ক (ইংরেজী: Regional highway):
আঞ্চলিক মহাসড়ক চেনা বা বোঝার সুবিধার্থে সংক্ষিপ্ত রুপ হিসাবে সড়কের নামকরণ করা হয় । আঞ্চলিক মহাসড়ক সংক্ষিপ্ত রুপ হল ’R’ যা ইংরেজি শব্দ Regional এর প্রথম বর্ণ থেকে নেওয়া হয়েছে । আঞ্চলিক মহাসড়ক সংক্ষিপ্ত রুপ হল ’R’ এর পর ৩টি ডিজিট নেওয়া হয়। যেমন R101, R803, R211 ইত্যাদি।

3️⃣ জেলা সড়ক (ইংরেজী: Zilla road):
জেলা সড়ক চেনা বা বোঝার সুবিধার্থে সংক্ষিপ্ত রুপ হিসাবে সড়কের নামকরণ করা হয় । জেলা সড়ক সংক্ষিপ্ত রুপ হল ’Z’ যা ইংরেজি শব্দ Zilla এর প্রথম বর্ণ থেকে নেওয়া হয়েছে। জেলা সড়ক সংক্ষিপ্ত রুপ হল ’Z’ এর পর ৪টি ডিজিট নেওয়া হয়। যেমন Z8202, Z3026, Z5027, Z5028 ইত্যাদি।



*️⃣ বাংলাদেশের বিভিন্ন বিভাগীয় ও জেলা শহরে বহু সড়ক ও মহাসড়ক রয়েছে। সরকারী হিসাবমতে বাংলাদেশের
◾জাতীয় মহাসড়কের সংখ্যা ৬৬টি,
◾আঞ্চলিক মহাসড়কের সংখ্যা ১২১টি এবং
◾জেলা সড়কগুলোর সংখ্যা ৬৩৩টি।


*️⃣ সড়ক ও জনপথ বিভাগের পরিসংখ্যান অনুযায়ী:
জাতীয় মহাসড়কের সর্বমোট দৈর্ঘ্যঃ- ৩৯০৬.০৩ কিলোমিটার
আঞ্চলিক মহাসড়কের সর্বমোট দৈর্ঘ্যঃ- ৪৪৮২.৫৪০ কিলোমিটার
জেলা সড়কের সর্বমোট দৈর্ঘ্যঃ- ১৩২০৬.৯২৩ কিলোমিটার
সর্বমোট দৈর্ঘ্যঃ- ২১,৫৯৫.৪৯৩ কিলোমিটার।


Tags
Toolsax

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
Join