আমাদের নিকট আত্নীয়দের মধ্যে কে মাহরাম আর কে গায়ের মাহরাম (Who is mahram and who is not mahram among our relatives)
আমাদের নিকট আত্নীয়দের মধ্যে কে মাহরাম আর কে গায়ের মাহরাম (Who is mahram and who is not mahram among our relatives) 🟥 ইসলামী পরিবার গঠনে মাহরাম-গায়ের মাহরামের জ্ঞান থাকাটা অত্যাবশ্যক। নিচের ছবিগুলোর মাধ্যমে আমরা আমাদের নিকট আত্নীয়দের মধ্যে কে মাহরাম আর কে গায়ের মাহরাম তা দেখিয়েছি। 🟦 মাহরাম কারা? যাদের সাথে আমরা বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারবনা অর্থাৎ যাদেরকে বিবাহ করা সম্পূর্ণ হারাম সেই সব ব্যক্তিদেরকে ইসলামি শরীয়া মোতাবেক মাহরাম বলে। 🟧 গায়ের মাহরাম কারা? যাদের সাথে আমরা বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারব অর্থাৎ যাদেরকে বিবাহ করা জায়েয সেই সব ব্যক্তিদেরকে গায়ের মাহরাম বলে। উল্লেখ্য যে, মাহরাম ছাড়া সকল ব্যক্তিই আমাদের জন্য গায়ের মাহরাম।তাদের সামনে পর্দা করা ফরজ। বি:দ্র: এখানে সবুজ রঙের মাধ্যমে মাহরাম ও লাল রঙের মাধ্যমে গায়ের মাহরাম বোঝানো হয়েছে। পুরুষের জন্য মাহরাম ও গায়ের মাহরামের তালিকা আপনার সাথে সম্পর্ক মাহরাম | গায়ের মাহরাম দাদী (মাহরাম)
মা/দুধ মা (মাহরাম)
বোন/দুধ বোন (মাহরাম)
শাশুড়ি (মাহরাম)
স্ত্রী (মাহরাম)…