যুক্তিনির্ভর প্রমাণ ও আওলিয়া কিরামের ইলমে গায়বের বর্ণনা (Rational evidence and description of the unseen in the knowledge of Auliya Kiram)
যুক্তিনির্ভর প্রমাণ ও আওলিয়া কিরামের ইলমে গায়বের বর্ণনা (Rational evidence and description of the unseen in the knowledge of Auliya Kiram)
কতেকগুলো
যুক্তিসঙ্গত তথ্যাবলী থেকেও পূর্বাপর যাবতীয় مَاكَانَ
وَمَايَكوْن বিষয়ের জ্ঞানের
যৌক্তিকতা প্রমাণিত হয়। সে সমস্ত দলীল প্রমাণ নিম্নে দেয়া গেল।
( ১) হুযুর সায়্যিদুল আলম সাল্লাল্লাহু
আলাইহে ওয়াসাল্লাম হলেন খোদার রাজত্বের উযীরে আযম তথা খলীফায়ে আযম। হযরত আদম
(আলাইহিস সালাম) কে আল্লাহর খলীফা মনোনীত করা হয়েছিল। তাহলে নিঃসন্দেহ হুযুর
আলাইহিস সালাম সেই রাজত্বের খলীফায়ে আযম এবং পৃথিবীতে বিশ্বনিয়ন্তার প্রতিনিধি।
রাজ্যে নিযুক্ত শাসকের দুটো গুণ থাকা আবশ্যক , এক , জ্ঞান , দুই , ইখতিয়ার বা কাজ করার স্বাধীনতা। এ পার্থিব রাজত্বের শাসকগণ যতবড়
পদমর্যাদার অধিকার হন সে অনুপাতে তাদের জ্ঞান কর্মক্ষমতাও বেশী থাকে। কালেকটর বা
জিলা প্রশাসকের সম্পূর্ণ জিলা সম্পর্কে জ্ঞান ও সমগ্র জিলার নিয়ন্ত্রণ ক্ষমতা থাকা প্রয়োজন। ভাইসরয় বা গভর্নরের সমগ্র
দেশের জ্ঞান ও অধিকার প্রয়োগের ক্ষমতা থাকা জরুরী। কেননা এ দুটি গুণ ব্যতীত তিনি
শাসন করতে পারেন না , রাজকীয় ফরমানও প্রজাদের মধ্যে জারী করতে পারবেন না। অনুরূপ নবীগণের মধ্যে যার যতবড় পদমর্যাদা
রয়েছে তার সে অনুপাতে জ্ঞান ও ক্ষমতা রয়েছে। মহাপ্রভু আল্লাহ আদম (আলাইহিস সালাম)
এর খেলাফত…