নামাজের ফরজ ও ওয়াজিব সমূহ (Obligations and duties of prayers)
নামাযের
ফরযসমূহ নামায আদায় করিতে হইলে কতকগুলি নিয়ম অবশ্যই পালন করিতে
হইবে। নামাজের বাহিরে আটটি নিয়ম । ইহাকে নামাজের
শর্ত বলে এবং নামাজের ভিতরে ছয়টি ফরয ইহাকে রোকন বলে
।
নামাযের শর্তসমূহ নামাজ আরম্ভ করিবার পূর্বে যে সমস্ত কাজ অবশ্য কর্তব্য ,
তাহাকে নামাযের শর্ত বলে ইহা আটটি ; যথা :- ১) শরীর পাক-পবিত্র করিয়া লওয়া ,
অর্থাৎ অযু কিংবা গোসলের প্রয়োজন হইলে
তাহা আদায় করিয়া লইতে হইবে। ২) পোষাক পাক হওয়া যদি
কাপড়ে কোন নাপাক বস্তু নাগিয়া থাকে তাহা ধুইয়া পাক করিয়া লইবে অথবা উহা পরিবর্তন
করিয়া পাক-পবিত্র কাপড় পরিধান করিয়া লইতে হইবে । ৩) স্থান পাক হওয়া -অর্থাৎ যে স্থানে
দাঁড়াইয়া নামায পড়িবে , তাহা পাবিত্র হওয়া । ৪) ছতর ঢাকিয়া লওয়া – অর্থাৎ নামায
পড়িবার সময়ে পুরুষের নাভী হইতে ও স্ত্রীলোক হইলে মুখ ,
হাতের কব্জা ও পায়ের তলা ব্যতীত সমুদয়
শরীর ঢাকিয়া লওয়া কিন্তু বাদী হইলে পেট , পিঠ , পার্শ্ব ও নাভী হইতে জানুর নীচ পযন্ত
কাপড় দ্বারা ঢাকিয়া লওয়া ফরয । ৫) কাবা শরীফের দিক মুখ করিয়া দাঁড়ান । ৬) নির্দিষ্ট ওয়াক্তে নামাজ আদায় করা নিয়ত করা-যে ওয়াক্তের নামায পড়িবে ,
তাহার নিয়ত করা । ৭) তাকবীরে তাহরীমা বলা অর্থৎ নামাজের নিয়ত করিয়া “আল্লাহু…