তাফসীরে জালালাইন (আরবী-বাংলা) - আল্লামা জালালুদ্দীন মহল্লী (র.) ও আল্লামা জালালুদ্দীন সুয়ুতী (র.) Tafsir Jalaline (Arabic-Bangla)

0
তাফসীরে জালালাইন (আরবী-বাংলা) - আল্লামা জালালুদ্দীন মহল্লী (র.) ও আল্লামা জালালুদ্দীন সুয়ুতী (র.) Tafsir Jalaline (Arabic-Bangla)

পবিত্র কুরআনুল কারীমের তাফসীর গ্রন্থ “তাফসীরে জালালাইন” শরীফ

আল্লামা জালালুদ্দীন মুহাম্মদ ইবনে আহমদ ইবনে মুহাম্মদ আল মহল্লী (র.) এবং আল্লামা জালালুদ্দীন আবদুর রহমান ইবনে আবী বকর আস সুয়ূতী (র.)

কাঠামোঃ উর্দু শরহে কামালাইন ও জামালাইনের অনুকরণে বাংলা অনুবাদ, ৭টি খণ্ডে বিভক্তি


তাফসীরে জালালাইন (আরবী-বাংলা) - আল্লামা জালালুদ্দীন মহল্লী (র.) ও আল্লামা জালালুদ্দীন সুয়ুতী (র.) Tafsir Jalaline (Arabic-Bangla)

তাফসির আল জালালাইন বা তাফসির জালালাইন বা তাফসিরে জালালাইন (আরবি : تفسير الجلالين / تفسير الإمامين الجلالين ; উর্দু : تفسیر جلالین ) মুসলমানদের ধর্ম গ্রন্থ আল কুরআনুল কারিমের প্রসিদ্ধ ব্যখ্যা গ্রন্থসমুহের মধ্যে একটি অন্যতম সুপরিচিত প্রসিদ্ধ গ্রন্থ; যার অনন্য বৈশিষ্ট্যে পাঠক মহলে সমাদৃত।

গ্রন্থকার ও নামকরণ:

এ গ্রন্থটি কারও একক রচনা নয়। দু'জন বিজ্ঞ মুফাসসির এটি রচনা করেছেন। তাদের দু'জনের নাম একই। দু'জনেরই নাম 'জালালুদ্দীন'। একজন জালালুদ্দিন মহল্লী। অপরজন জালালুদ্দিন সুয়ুতী। তাদের নামের প্রথম অংশ হল - 'জালাল'। আরবি ভাষায় 'জালাল' (جلال ) শব্দের দ্বিবচন হল 'জালালাইন' (جلالین )। যেহেতু এটি দুই 'জালাল'-এর লেখা, তাই দুই নামের সম্পৃক্ততায় তাকে তাফসির আল জালালাইন (تفسیر الجلالین ) নামে অভিহিত করা হয়।

অনুবাদ:

গ্রন্থটির মূল ভাষা আরবি। পরবর্তীতে বহু ভাষায় এটি অনুবাদ হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো : উর্দু , ফার্সি, বাংলা ইত্যাদি। ইংরেজি ভাষায়ও এর দুটি অনুবাদ রয়েছে।

জালালাইনের ব্যখ্যা গ্রন্থসমূহ:

জামালাইন:
এ ব্যাখ্যাগ্রন্থটি লিখেছেন - মোল্লা নূরুদ্দীন আলী ইবনে সুলতান মুহাম্মদ আল হারাবী ওরফে মোল্লা আলী ক্বারী (মৃত্যু: ১০১৪ হিজরি), রচনাকাল - ১০০৪ হিজরি।

কাইসুন নিরাইন:
এটি লিখেছেন শায়খ শামসুদ্দীন মুহাম্মদ ইবনে আল কামী (রাহ) ; রচনাকাল - ৯৫৩ হিজরি।

মাজমাউল বাহরাইন ওয়া মাতলাউল বাদরাইন:
এটি রচনা করেন জালালুদ্দীন মুহাম্মদ ইবনে মুহাম্মদ আল কারখী (রাহ)।

আল ফুতুহাতুল ইলাহিয়্যাহ বি তাওজিহি তাফসিরিল জালালাইন লিদ দাকাইকিল খাফিয়্যাহ:
জালালাইনের উপর এই ব্যাখ্যাগ্রন্থটি লিখেন শাইখ সুলাইমান আল জামাল (মৃত্যুঃ ১২০৪ হিজরি)।

খন্ড নং পারা সমূহ পিডিএফ লিংক
প্রথম খন্ড ১ম, ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম পারা (getButton) #text=(ডাউনলোড) #icon=(download)
দ্বিতীয় খন্ড ৬ষ্ঠ, ৭ম, ৮ম, ৯ম ও ১০ম পারা (getButton) #text=(ডাউনলোড) #icon=(download)
তৃতীয় খন্ড ১১তম, ১২তম, ১৩তম, ১৪তম ও ১৫তম পারা (getButton) #text=(ডাউনলোড) #icon=(download)
চতুর্থ খন্ড ১৬তম, ১৭তম, ১৮তম, ১৯তম ও ২০তম পারা (getButton) #text=(ডাউনলোড) #icon=(download)
পঞ্চম খন্ড ২১তম, ২২তম, ২৪তম ও ২৫তম পারা (getButton) #text=(ডাউনলোড) #icon=(download)
ষষ্ঠ খন্ড ২৬তম, ২৭তম ও ২৮তম পারা (getButton) #text=(ডাউনলোড) #icon=(download)
সপ্তম খন্ড ২৯তম ও ৩০তম পারা (getButton) #text=(ডাউনলোড) #icon=(download)

Post a Comment

0Comments

Assalamu Alaikum Wa Rahmatullah
Greetings!
Provide your feedback.

Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !