আনওয়ারুল মিশকাত শরহে মিশকাতুল মাসাবীহ (আরবী-বাংলা) পিডিএফ - Anwarul Mishkat Sharhe Mishkatul Masabih (Arabic-Bangla) Pdf

Mishkat sharif Bangla, মিশকাত শরিফ বাংলা, Hadith Sharif, হাদীস শরিফ
আনওয়ারুল মিশকাত শরহে মিশকাতুল মাসাবীহ (আরবী-বাংলা) পিডিএফ - Anwarul Mishkat Sharhe Mishkatul Masabih (Arabic-Bangla) Pdf
আনওয়ারুল মিশকাত শরহে মিশকাতুল মাসাবিহ আনওয়ারুল মিশকাত শরহে মিশকাতুল মাসাবিহ (হাদিস সংকলন গ্রন্থ) - লেখকঃ প্রখ্যাত হাদিস বিশারদ আল্লামা শায়খ ওয়ালিউদ্দিন আল খতিব (র.), কাঠামোঃ আরবী-বাংলা অনুবাদ, ৭টি খণ্ডে বিভক্তি মিশকাতুল মাসাবীহ (আরবি: مشكاة المصابيح, অনুবাদ 'বাতিসমূহের চেরাগদানি') হাদীস শাস্ত্রের ১টি উল্লেখযোগ্য গ্রন্থ। সাধারণভাবে মিশকাতুল মাসাবীহ বা مشكاة المصابيح দিয়ে ১টি বই এর নাম বুঝালেও মূলত তা দুইটি হাদিস গ্রন্থের সমন্বিত নাম। যাহার ১টি হলো কিতাবুল মাসাবিহ (এর লেখক ইমাম আল বাগাভী ৪৩৬ হিজরী থেকে ৫১৬) এবং অপরটি মিশকাত (লিখেছেনঃ শায়েখ ওয়ালীউদ্দিন মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ আল খাতীব আল আমরী আত তিবরিযী ৮০০ হিজরীর শেষের দিকে মৃত্যু গ্রহণ করেন )। পরবর্তিতে উভয় গ্রন্থকে একত্রিত করে নাম দেওয়া হয়েছে 'মিশকাতুল মাসাবীহ'।
Join