বাংলায় সহীহ নামাজ শিক্ষা
বাংলায় সহীহ নামাজ শিক্ষা - Sahih Learning Salah in Bangla পাঁচ কালেমা শিক্ষা ধর্ম-বিশ্বাসের বাক্য ও বাক্যসমষ্টিকে কালেমা বলা হয়। এই কালেমা গুলোর উচ্চারণ বা পাঠই হল আন্তরিক ঈমানের বহিঃপ্রকাশ। কালেমা প্রধানতঃ ৫টি। নিম্নে ওই পাঁচ কালেমা উল্লেখ করা হল: ১. কালেমা তাইয়্যেব (উত্তম বাক্য): لا إِلَهَ إِلَّا اللهُ مُحَمَّدٌ رَّسُولُ اللهِ উচ্চারণঃ লা-ইলা-হা ইল্লাল্লা-হু মুহাম্মাদুর রসূ-লুল্লাহ্। অর্থঃ আল্লাহ্ ব্যতীত অন্য কোন উপাস্য নেই, ‘মুহাম্মদ' সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসূল। ২. কালেমা-ই শাহাদাত (সাক্ষ্য বাক্য): أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَاشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ উচ্চারণঃ আশহাদু আল্লা- ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহদাহূ লা শারীকা লাহু ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহূ ওয়া রসূ-লুহূ। অর্থঃ আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া অন্য কোন উপাস্য নেই, তিনি একক, তাঁর কোন শরীক নেই। আরও সাক্ষ্য দিচ্ছি যে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়ই তাঁর প্রিয় বান্দা ও রসূল। ৩. কালেমা-ই তাওহীদ (আল্লাহর একত্বে বিশ্বাসের …