আমাদের সাইটের নতুন আপডেট পেতে এ্যাপ্স ইন্সটল করে রাখুন Install Now!

গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান নিয়োগ পরীক্ষার ভাইভা প্রশ্নোত্তর পর্ব-০২ | Library and Information Science Jobs Interview Question Answer Part-02

গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান নিয়োগ পরীক্ষার ভাইভা প্রশ্নোত্তর পর্ব-০২, Library and Information Science Jobs Interview Question Answer Part-02
Join Telegram for More Books
গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান নিয়োগ পরীক্ষার ভাইভা প্রশ্নোত্তর পর্ব-০২ | Library and Information Science Jobs Interview Question Answer Part-02

জাতীয় বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের অধীনে গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানে ডিপ্লোমা, স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষা এবং সহকারী লাইব্রেরীয়ান, লাইব্রেরীয়াতে সকল নিয়োগ পরীক্ষার পরীক্ষার ভাইভা প্রশ্নোত্তর পর্ব-০২

Viva Question and Answer Part-02 of all Recruitment Examinations for Diploma, Graduate and Post Graduate Examinations in Library and Information Science under National University including other Universities and Assistant Librarian, Librarians


প্রশ্ন: জাতীয় গ্রন্থনীতি কি?

উত্তর: গ্রন্থের প্রকাশ ও ব্যবহারের সর্বোত্তম পদ্ধতি হলো জাতীয় গ্রন্থনীতি।


প্রশ্ন। বাংলাদেশ গ্রন্থাগার সমিতি কখন প্রতিষ্ঠা লাভ করে?

উত্তর: ১৯৫৬ সালে বাংলাদেশ গ্রন্থাগার সমিতি প্রতিষ্ঠা লাভ করে।


প্রশ্ন: LAB কি?

উত্তর: Library Association of Bangladesh.


প্রশ্ন: বুক অব দ্য ডে কি?

উত্তর: প্রাচীন কালে মিশরে সর্বপ্রথম লিখন পদ্ধতি চালু হয়। মিশর বাসীদের লেখার উপকরণ ছিল কাদামাটির চাকতি। এ গুলোকে বুক অব দ্য ডেড নামে বলা হয়। বর্তমানে ব্রিটিশ মিউজিয়ামে তা সংরক্ষিত আছে।


প্রশ্ন: বাংলাদেশ গ্রন্থাগার সমিতির প্রতিষ্ঠাতা সভাপতির নাম কি ?

উত্তর: জনাব মুহাম্মদ সিদ্দিক খাঁন সংক্ষেপে এম এস খান।


প্রশ্ন: BALID কি এবং কখন প্রতিষ্ঠা লাভ করে।

উত্তর: ১৯৮৬ সালের ২৩শে জানুয়ারী গ্রন্থাগারিকদের সংগঠন যথা Bangladesh Association of Librarians Information Scientists and Documentalist (BALID) প্রতিষ্ঠা লাভ করে।


প্রশ্ন: এশিয়াটিক সোসাইটি কখন প্রতিষ্ঠা লাভ করে ?

উত্তর: ১৭৮৪ খ্রীষ্টাব্দে


প্রশ্ন: লেলিন স্টেট লাইব্রেরী কোথায়, কখন প্রতিষ্ঠা লাভ করে?

উত্তর: ১৮৬২ সালে রাশিয়ায় প্রতিষ্ঠিত হয়।


প্রশ্ন: রেটোবলেট কি?

উত্তর: প্রায় পাঁচ হাজার বছর পূর্বে প্রাচীন সুমেরিয়ান, ব্যাবিলোনিয়ান, এ্যামিরিয়ান ও হিট্রিটাসের লোকেরা নরম কাদা মাটির চাকতি বা ফলকের উপর দাগ কেটে লিখত, এগুলোকে কেটোবলেট বলা হয়।


প্রশ্ন-: রোস্ট্রো স্টোন কি?

উত্তর: প্রাচীন যুগে পাথরের গায়ে লেখা হত, ১৭৯৯ সালে বুচার্ড নামক একজন ফরাসী সৈনিক মিশরে আলেকজেন্দ্রিয়া শহরের কাছাকাছি রোসেটা শহরে আবিষ্কার করেন বলে এর নাম হয় রোসেটা। পাথরটি ব্রিটিশ মিউজিয়ামে সংরক্ষিত আছে। তা ১১৪ সে.মি. লম্বা এবং ৭২ সেমি প্রশ্ত।


প্রশ্ন: ৪২ লাইন বাইবেল কি?

উত্তর: গুটেনবার্গে অবস্থিত মুদ্রণযন্ত্র এবং বাইবেল যা ৪২ লাইনের নামে খ্যাত। কারণ গ্রন্থটির প্রতিটি পৃষ্ঠায় ৪২ লাইন লেখা ছিল। তাই ৪২ লাইন বাইবেল বলা হয়।


প্রশ্ন: ডায়মন্ডসূত্র কি?

উত্তর: ৮৬৮ সালে চীনে ১৬ ফুট দীর্ঘ ১ ফুট প্রস্থ কাঠের মধ্যে খোদাই করে একটি মুদ্রিত বন্ধ পাওয়া যায় তাকে ডায়মন্ডসূত্র বলা হয়।


প্রশ্ন: ALA কখন প্রতিষ্ঠিত হয়?

উত্তর: ১৮৭৬ সালে American library Association (ALA) প্রতিষ্ঠিত হয়।


প্রশ্ন: বাংলা ভাষায় মুদ্রণে উল্লেখযোগ্য ব্যক্তি কারা?

উত্তর: ১. উইলিয়াম বোল্টস, ২. উইলিয়াম কেরী, ৩. চার্লস উইলকিন্স, ৪. জোসেফ জ্যাকসন, ৫. ন্যাথানিয়েল ব্রাসিলহেড (বিদেশী) এবং দেশী হলেন- ১. পঞ্চ কর্মকার, ২. মনোহর কর্মকার।


প্রশ্ন। প্রাচীন সমাজে গ্রন্থাগারের সংগ্রহ কিভাবে গড়ে উঠেছিল?

উত্তর: ১. মন্দির সপ্তাহের মাধ্যমে, ২. সরকারী আরকাইভস সংগ্রহের মাধ্যমে ৩. ব্যবসা সংক্রান্ত দলিরপত্র সংগ্রহের মাধ্যমে ও ৪. পারিবারিক সংগ্রহের মাধ্যমে


প্রশ্ন: সমাজে গ্রন্থাগারের প্রয়োজনীয়তা কেন?

উত্তর: সমাজে গ্রন্থাগারের প্রয়োজনীয়তা হলো নিম্নরূপ। যা; ১. সামাজিক উন্নয়নে গ্রন্থাগার, ২ শিক্ষার প্রয়োজনে গ্রন্থাগার, ৩. আন চর্চা ও তথ্য প্রদানে গ্রন্থাগার, ৪. সমাজকে পরিপূর্ণতা মানে গ্রন্থাগার, ৫. গ্রন্থাগার সংরক্ষিত আনভান্ডার ও ৬. গ্রন্থাগার শিক্ষণীয় প্রতিষ্ঠান।


প্রশ্ন: সমাজ উন্নয়নে গ্রন্থাগারে কোন কোন ক্ষেত্রে ভূমিকা রাখে?

উত্তর: ১. গ্রন্থাগার সার্বক্ষণিক একটি শিক্ষা প্রতিষ্ঠান। ২. গ্রন্থাগার গণতন্ত্র প্রতিষ্ঠায় সহায়ক। ৩. অর্থনৈতিক উন্নয়নে গ্রন্থাগার। ৪. সাংস্কৃতিক বিকাশে গ্রন্থাগার। ৫. তথ্য সরবরাহে স্থাগার। ৬. জাতীয় উন্নয়নে গ্রন্থাগার। ৭. সামাজিক বন্ধন সুদৃঢ় করতে অভাগার।। ৮. সচেতনতা সৃষ্টিতে প্রস্থাগার। ৯. সামাজিক অবক্ষয় রোধে গ্রন্থাগার।


প্রশ্ন: গণ-গ্রন্থাগারকে আধুনিক যুগে কি বলা হয় ?

উত্তর: "জনগণের বিশ্ববিদ্যালয়"।


প্রশ্ন: প্রাচীনকালে কি কি লিপি ছিল?

উত্তর: কিউনিফর্ম লিপি, ২. হায়ারো গ্রিফিক লিপি, ৩. ডেমটিক লিপি।


প্রশ্ন: লিখন ও লিপির উন্নয়নে কাদের অবদান ছিল?

উত্তর: ১. সুমেরিয়া জাতি ২. বেবিলনিয়া জাতি ৩. অ্যাশিরিয়া জাতি 8. মিশরীয় আি ৫. ফিনিসিয় জাতি ৬. চীন ৭. গ্রীক ও ৮. রোমান জাতি


প্রশ্ন: যুক্তরাষ্ট্রে প্রথম কখন কাগজের কল প্রতিষ্ঠা লাভ করে?

উত্তর: ১৬৯০ সালে প্রথম যুক্তরাষ্ট্রে কাগজের কল প্রতিষ্ঠিত হয়?


প্রশ্ন: ভারত বর্ষে প্রথম কখন কাগজের আবিষ্কার হয়?

উত্তর: কাশ্মীরে একজন মুসলমান শাসক ১৪২০ সালে কাগজের আবিষ্কার করেন।


প্রশ্ন: প্রথম বাংলাভাষায় প্রকাশিত গ্রন্থ "এ গ্রামার অব দ্যা বেঙ্গল" কে কখন রচনা করেন?

উত্তর: মি: ন্যাথানিয়েল ব্রাসি হলহেড, ১৭৭৮ সালে।


প্রশ্ন: কাঠ খোদাই করে প্রথম কোথায় ও কখন বই ছাপা হয়?

উত্তর: কাঠ খোদাই করে প্রথম চীনে ৮৬৮ সালে বই ছাপা করা হয়।


প্রশ্ন: ডায়মন্ড সূত্র বা হিরক সূত্র কে, কখন ও কোথায় আবিষ্কার করেন?

উত্তর: ড. স্টেইন পৃথিবীর সবচেয়ে পুরানো গ্রন্থ হিরক সূত্র বা ডায়মন্ড সূত্র ১৯০৭ সালে জীনের তুংহুয়াং গুহায় আবিষ্কার করেন।


প্রশ্ন: গুটিন বার্গের প্রথম মুদ্রিত বাইবেল কত সালে এবং কোথায় পাওয়া যায়?

উত্তর: ১৭৬০ সালে প্যারিসে।


প্রশ্ন: একটি গ্রন্থের অপরিহার্য বৈশিষ্ঠ্য কি কি?

উত্তর: একটি গ্রন্থের অপরিহার্য্য বৈশিষ্ট্যসমূহ হলো: ১. কমপক্ষে ৪৯ পৃষ্ঠা হতে হবে। ২. মলাটসহ বাধাইকৃত হতে হবে। ৩. পৃষ্ঠাসমূহ সহজে উল্টানোর যোগ্য হতে হবে। ৪. সহজে বহনযোগ্য হতে হবে। ৫. মুদ্রিত বা লিখিত হতে হবে। ৬. ৩টি অংশে বিভক্ত হতে হবে । ৭. টাইটেল থাকতে হবে। ৮. লেখকের যোগ্যতা উল্লেখ থাকতে হবে। ৯. উপক্রমনিকা থাকতে হবে। ১০. সূচিপত্র থাকতে হবে। ১১. ওহফবী বা নির্ঘণ্ট থাকতে হবে। ১২. মূল বক্তব্য থাকতে হবে। ১৩. বিশেষজ্ঞদের উপদেশ থাকতে হবে। ১৪. রেফারেন্স সূত্র থাকতে হবে।


প্রশ্ন : আসুরবানিপাল গ্রন্থাগারে সংগ্রহ নানা কত ছিল?

উত্তর: প্রায় ৩০০০০ ত্রিশহাজার ফ্রে-টেবলেট দ্বারা সমৃদ্ধ ছিল।


প্রশ্ন-১১৮। আসুৱনিশাল গ্রন্থাগারে সংগ্রহসালা বর্তমানে কোথায় সংগৃহিত আছে।

উত্তর: বৃটিশ মিউজিয়ামে।


প্রশ্ন: আলেকজান্দ্রিয়া গ্রন্থাগারের সংগ্রহসালা করছিল?

উত্তর: মতান্তরে ৫ লক্ষ থেকে ৭ লক্ষ রোগ ছিল।


প্রশ্ন: সর্বপ্রথম ক্যাটালগ কোন গ্রন্থাগারে প্রচলিত হয়?

উত্তর: আলেকজান্দ্রিয়া গ্রন্থাগারে সর্বপ্রথম ক্যাটালগ প্রচলিত হয়।


প্রশ্ন: মধ্যযুগের কয়েকটি গ্রন্থাগারের নাম উল্লেখ কর?

উত্তর: ১. গ্রীক গ্রন্থাগার, ২. তক্ষ্যশীলা গ্রন্থাগার, ৩. মট গ্রন্থাগার, ৪. মোনাসিক গ্রন্থাগার, ৫. নিজামিয়া গ্রন্থাগার ৬. কর্ডোভা গ্রন্থাগার ৭. গ্রানাডা গ্রন্থাগার, ৮. বায়তুল হিকমা গ্রন্থাগার ইত্যাদি।


প্রশ্ন: দি বৃটিশ মিউজিয়ামের প্রথম যাত্রা কখন শুরু হয়?

উত্তর: ১৬৬২ খ্রিষ্টাবে দি বৃটিশ মিউজিয়ামের প্রথম যাত্রা শুরু হয়।


প্রশ্ন: বি বৃটিশ মিউজিয়ামের প্রতিষ্ঠাকালীন গ্রন্থাগারিক কে ছিলেন?

উত্তর: রিচার্ড বেন্টলি, ১৬৯৪ খ্রীষ্টাব্দে প্রথম গ্রন্থাগারিক হিসাবে নিয়োগ লাভ করেন।


প্রশ্ন: বিবলিওথেক ন্যাশনাল গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা কে ও কখন প্রতিষ্ঠিত হয়?

উত্তর: ফ্রান্সের পঞ্চম চার্লস ১৩৬৫ সালে প্রতিষ্ঠা করেন।


প্রশ্ন: বিবলিওথেক ন্যাশনাল গ্রন্থাগারের বর্তমানে কর্মকর্তা ও কর্মচারীর সংখ্যা কত?

উত্তর: প্রায় আটশতাধিক।


প্রশ্ন: লাইব্রেরি অব কংগ্রেসের প্রথম ভবন কখন ও কি নামে অভিহিত করা হয়।

উত্তর: ১৮৯৭ সালে Thomas Jefferson ভবন নামে নিজস্ব লাইব্রেরি ভবন নির্মিত হয়


প্রশ্ন:। লাইব্রেরি অব কংগ্রেসের বর্তমানে কয়টি ভবনে পরিচালিত হচ্ছে।

উত্তর: সুবিশাল ১৩টি ভবনে পরিচালিত হচ্ছে।


প্রশ্ন: লাইব্রেরি অব কংগ্রেস যাত্রা পাতা কয়টি সপ্তাহ ছিল।

উত্তর: মাত্র ১৬৪টি বই ও ৯টি ম্যাপ নিয়ে যাত্রা শুরু করে।


প্রশ্ন:লাইব্রেরি অব কংগ্রেসে প্রতিদিন গড়ে কি পরিমান সংগ্রহ যোগ হয়?

উত্তর: দেশী ও বিদেশী প্রায় ৩৯০০০ (উনচল্লিশহাজার) আইটেম প্রতিদিন সংগ্রহশালাতে যোগ হয়


প্রশ্ন: 1001 Library of Congress Classification schem কে কখন চালু করেন?

উত্তর: Mr. Herbert Putman ১৯০৯ সালে চালু করেন।


প্রশ্ন: লাইব্রেরী অব কংগ্রেস কার দ্বারা পরিচালিত হয়?

উত্তর: ২৫ জানুয়ারি ১৮০২ সালের Act অনুসারে মার্কিন সিনেট এর প্রেসিডেন্ট এবং House of Representative এর স্পীকার গ্রস্থাগারের নীতিমালা নির্ধারণ করেন। গ্রন্থাগার পরিচালনার অর্থ বরাদ্দের জন্য মার্কিন সিনেটের ওজন Representative এর ৩ জন করে মোট ৬ জনের কমিটি রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট উক্ত সদস্যদের নির্বাচন করেন।


প্রশ্ন: লাইব্রেরী অব কংগ্রোস এর বর্তমান লাইব্রেরিয়ান কে, কততম ও কখন থেকে দায়িত্ব পালন করছেন?

উত্তর: Mr. James H. Billington দেশ গ্রন্থাগারিক হিসেবে ১৯৮৭ সাল থেকে কর্মরত রয়েছেন।


প্রশ্ন: ন্যাশনাল ডায়েট লাইব্রেরি কোথায় ও কতসালে প্রতিষ্ঠিত হয়?

উত্তর: ১৮৭২ সালে জাপানের জাতীয় গ্রন্থাগার হিসাবে প্রতিষ্ঠিত হয়।


প্রশ্ন: বাংলাদেশে জাতীয় গ্রন্থাগার কোথায় অবস্থিত?

উত্তর: ঢাকার শেরেবাংলা নগর, আগারগাও এ অবস্থিত।


প্রশ্ন: বাংলাদেশে জাতীয় গ্রন্থাগার কখন অনুমোদন লাভ করে?

উত্তর: ১৯৭১ সালে দেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশ জাতীয় গ্রন্থাগার অনুমোদন লাভ করে।


প্রশ্ন: বাংলাদেশ জাতীয় গ্রন্থাগার কখন স্থাপিত হয়?

উত্তর: ২১ শে জানুয়ারী ১৯৭৮ সালে বাংলাদেশ জাতীয় গ্রন্থাগারে ভবনের ভিত্তি প্রস্থর স্থাপিত হয়।


প্রশ্ন: বাংলাদেশ জাতীয় গ্রন্থাগার ও আরকাইভস কোন মন্ত্রণালয়ের অধীনে?

উত্তর: সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে


প্রশ্ন: নাকে হল লাইব্রেরী কোথায় অবস্থিত?

উত্তর: ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে ফরাশগঞ্জের লালুকটিতে অবস্থিত। প্রশ্ন-১৩৯: নর্থব্রুক হল লাইব্রেরি কার নামে নামকরণ করা হয়। উত্তর: ভারতের তৎকালীন গভর্নর জেনারেল লর্ড নর্থব্রুক এর নামে নামকরণ করা হয়।


প্রশ্ন: ব্রুক হল লাইব্রেরি কত সালে প্রতিষ্ঠিত হয়?

উত্তর: ১৮৮২ সালে


প্রশ্ন: জাতীয় গ্রন্থকেন্দ্র বাংলাদেশ কখন প্রতিষ্ঠা লাভ করে?

উত্তর: সর্বপ্রথম ১৯৬৩ সালে পাকিস্তান সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে জাতীয় গ্রন্থকেন্দ্র পাকিস্তান প্রতিষ্ঠিত হয়। দেশ স্বাধীনের পরে ১৯৭১ সালে জাতীয় গ্রন্থকেন্দ্র বাংলাদেশ নামে আত্মপ্রকাশ করে।


প্রশ্ন: BANSDOC কী ?

উত্তর: ১৯৬০ সালে ঢাকায় Pakistan National Scientific and Technology Documention center সংক্ষেপে PANSDOC এর পূর্বাঞ্চলীয় শাখা প্রতিষ্ঠিত হয়। দেশের বিজ্ঞান ও কারিগরি ক্ষেত্রে গবেষণা ও উন্নয়নের জন্যে দেশীয় বিজ্ঞানীদের গবেষণা উৎসাহ যোগানো এবং বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে সর্বশেষ তন্ন সম্পর্কে জনগণকে অবহিত করার জন্যে এ প্রতিষ্ঠান স্থাপিত হয়। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এর পূর্বাঞ্চলীয় শাখা Bangladesh National Scientific & Technology Documentation Center RW BANSDOC নামে অভিহিত করা হয়।


প্রশ্ন: BANSDOC কোথায় অবস্থিত?

উত্তর: ঢাকার শেরেবাংলা নগরস্থ আগারগাঁও এ অবস্থিত।


প্রশ্ন: BANSDOC এর বর্তমান সপ্তাহশালা ?

উত্তর: বিজ্ঞান ও প্রযুক্তির আলোকে প্রকাশিত প্রায় ১০০০০ (দশ হাজার) ডকুমেন্টস এবং দেশী ও বিদেশী ১৫০টি বিজ্ঞান বিষয়ক সাময়িকী আছে।


প্রশ্ন: বাংলাদেশে Library Science এর সার্টিফিকেট কোর্স কবে চালু হয়?

উ: Library Science এর প্রথম কোর্স হিসাবে সার্টিফিকেট কোর্স ১৯৫৮ সালে বাংলাদেশে চালু হয়।


প্রশ্ন: POST Graduate Diploma in Library Science করে বাংলাদেশে চালু হয়?

উত্তর: ১৫৫৯ সালে সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে Post Graduate Diploma in Library Science চালু হয়।


প্রশ্ন: বাংলাদেশে Library Science এর উপর এম.এ ডিগ্রি চালু হয় কবে?

উত্তর: ১৯৭৫-৭৬ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এম. এ ডিগ্রি চালু হয়।


প্রশ্ন: বাংলাদেশে সর্বপ্রথম কবে এবং কোথায় Library Science এর উপর অনার্স কোর্স চালু হয়?

উত্তর: ১৯৮৭-৮৮ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স কোর্স চালু হয়।

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.