আমাদের সাইটের নতুন আপডেট পেতে এ্যাপ্স ইন্সটল করে রাখুন Install Now!

التَّغَيُّرَاتُ الْمُنَاخِيَّةُ | জলবায়ু পরিবর্তন | Dakhil Arabic 2nd Paper - Arabic Essay and Composition

التَّغَيُّرَاتُ الْمُنَاخِيَّةُ , জলবায়ু পরিবর্তন , Dakhil Arabic 2nd Paper , Arabic Essay and Composition
Join Telegram for More Books
التَّغَيُّرَاتُ الْمُنَاخِيَّةُ | জলবায়ু পরিবর্তন | Dakhil Arabic 2nd Paper - Arabic Essay and Composition

المقالة :التَّغَيُّرَاتُ الْمُنَاخِيَّةُ /  الْبِيْنِيَّةُ

الْمُقَدِّمَةُ : إِنَّ اللَّهَ خَلَقَ السَّمَوَاتِ وَالْأَرْضِ وَعَمَدَ فِيهَا الْأُمُورَ اللَّازِمَةَ. فَأَمَرَ النَّاسَ لاسْتِخْدَامِهِ حَسَبَ النِّظَامِ الطَّبِيعِي لَكِنْ النَّاسَ مَا قَامُوا بِانْتِظام هذَا النِّظامِ، فَتَغَيْرَ الْمُنَاخُ وَأَثْرَ عَلَى الْعَالَمِ تَأْثِيْرًا هَدَّامًا.

التَّغَيُّرَاتُ الْمُنَاخِيةُ وَتَأْثِيرُهَا السَّلْبِيُّ : وَاجَهَ الْعَالَمُ مِنَ الْمَشَاكِلِ الطَّبِيعِيةِ الْمُتَنَوِّعَةِ بِالتَّغَيُّرَاتِ الْمُنَاخِيَّةِ، فَمِنْهَا رَفْعُ حَرَارَةِ الْأَرْضِ وَنُدْرَةِ الْمَطَرِ وَكَثْرَتُهُ وَأَنْهِيَارُ الْأَنْهَارِ وَزِيَادَةُ مُسْتَوَى الْمِيَاهِ بِرَفْعِ أَسْفَلِ الْبِحَارِ وَمَا إلَى ذلِكَ. وَوَاجَةِ الْأَمْنُ الْغِذَائِيُّ وَالْأَمْنُ الطَّبِيعِيُّ أَمَامَ التَّحَدِّيَاتِ الْمُخْتَلِفَةِ. وَالْأَسْبَابُ الرئيسية لِذلِكَ هِيَ إِقَامَةُ السُّدُودِ عَلَى جَرْيَانِهَا الطَّبِيعِيةِ وَتُحْوِيْلِهَا إلى غَيْرِ مُوَجْهَتِهَا، وَتَأْسِيْسِ الْمَصَانِعِ الْمُتَعَدِّدَةِ بِغَيْرِ نَظرِ إِلَى الْبِيْئَةِ.

اهْتِمَامُ الْعَالَمِ بِدَفْعِ التَّغَيْرَاتِ الْمُنَاخِيّةِ : قَامَ زُعَمَاءُ الْعَالَمِ بِنَظْرِ إِلَى تَصْرِيْحَاتِ الْخُبَرَاءِ فِي الْبِيْئَةِ بِنَاءً عَلَى ذَلِكَ تَمَّ إِعْلَانُ يَوْمِ الْبِيْئَةِ الْعَالَمِي فِي ٥ يُوْنِيُو. وَفِي الْعَام ۲۰۰۹م تَم عَقْدُ الْمُؤْتَمَرِ الدُّوَلِيِّ لِلْبِيِّئَةِ فِي مَدِينَةِ كُوبِنْ هَاغَنْ تَحْتَ إِسْرَافِ هَيْئَةِ الْأُمَمِ الْمُتَّجِدَةِ. تَمْتِ الْمُنَاقَشَةُ وَالاجْتِمَاعَاتُ وَالنَّدَوَاتُ الْمُتَنَوِّعَةُ عَلَى جَوَانِبَ شَتَّى فِي هَذَا الْمَوْضُوعِ الْمُهم، وَتُبْنَى قَرَارًا لِمَنَحِ الْمُسَاعَدَةِ الْمَالِيَّةِ لِلدُّول أَكْثَرَ تَضَرُّرًا بِالتَّغَيُّرَاتِ الْمُنَاخِيّة -

التَّغَيَّرَاتُ الْمُنَاخِيّةُ وَتَأْثِيْرُهَا السَّلْبِيُّ فِي بَنْغَلَادِيْشَ : إِنْ بَنْغَلَادِيْسَ بِلادُ سَتْ قُصُولٍ مُسْتَقِلَةٍ وَلكِنْ بِسَبَبِ التَّغَيُّرَاتِ الْمُنَاخِيَّةَ لَا تُوْجَدُ إِلَّا ثلَاثَةُ مَوَاسِمَ - مَوْسِمُ الشتاء والصيف والمطر وفي خِلَالِ أَعْوَام مَاضِيَةٍ ضَرَبَتْ كَارِثَةٌ طَبِيعِيةٌ "سيدر" و"أَيْلا" وَمَهَاشِنَّ فِى المناطق السَّاحِلِيةِ، بِجَنُوبِ بَنْغَلَادِيْشَ الَّتِي تَرَكَتْ خَلْفَهَا أَلَافٌ مِنَ الضُّحَايَا وَتَقْلِيبِ الْآثَارَ الطَّبِيعِيْةِ لَمْ تُمْكِنْ إعَادَتُهَا حَتَّى الْآنَ، مَعَ أَنَّهَا حَصْلَتِ الْإِغَاثَاتِ الْإِنْسَانِيَّةَ مِنَ الْمَجْمُوعَاتِ الدُّوَلِيَّةِ وَالْإِقْلِيمِيَّةِ وَالْهَيْئَاتِ الْحُكومِيَّةِ وَغَيْرِهَا.

الْخَاتِمَةُ : عَلَيْنَا أَنْ نَنْتَبِه عَنِ التَّغَيْرَاتِ الْمُنَاخِيَّةِ وَنَهْتَمْ بِمَا يَقُولُ الْمُخْتَصُّونَ فِي هَذَا الْمَيْدَانِ.

আরবি প্রবন্ধ/রচনা: জলবায়ু পরিবর্তন

উপস্থাপনা : আল্লাহ তায়ালা আসমান ও জমিন সৃষ্টি করেন এবং তাতে প্রয়োজনীয় বস্তুসমূহ স্থাপন করেন। তিনি মানুষকে প্রাকৃতিক নিয়মে তা ব্যবহার করার আদেশ দেন। কিন্তু মানুষ এ নিয়ম মানেনি। ফলে পরিবেশ পরিবর্তিত হয়ে তা পৃথিবীর উপর ধ্বংসাত্মক প্রভাব বিস্তার করে।

জলবায়ু পরিবর্তন ও এটির নেতিবাচক প্রভাব : জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্ব নানা 'প্রকারের প্রাকৃতিক সমস্যার সম্মুখীন হয়েছে। তন্মধ্যে রয়েছে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি, স্বল্প ও অধিক বৃষ্টিপাত, নদী ধ্বংস এবং সমুদ্রের নিম্নস্তর উঁচু হয়ে পানির মাত্রা বৃদ্ধি ইত্যাদি। আর খাদ্য নিরাপত্তা ও প্রাকৃতিক নিরাপত্তা নানা চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। এর প্রধান কারণ হচ্ছে নদীর প্রাকৃতিক প্রবাহে বাঁধ নির্মাণ করে তার গতিপথ পরিবর্তন করা এবং পরিবেশের প্রতি লক্ষ না রেখে বিভিন্ন কারখানা প্রতিষ্ঠা করা।

জলবায়ু পরিবর্তন রোধে বিশ্বের গুরুত্ব প্রদান : বিশ্ব নেতৃবৃন্দ পরিবেশ বিশেষজ্ঞদের বিবৃতির প্রতি লক্ষ রাখা শুরু করেছে। এ ভিত্তিতে ৫ জুনকে আন্তর্জাতিক পরিবেশ দিবস ঘোষণা করা হয়। ২০০৯ সালে কোপেন হেগেনে জাতিসংঘের তত্ত্বাবধানে পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এ গুরুত্বপূর্ণ বিষয়ের নানা দিক সম্পর্কে বিভিন্ন পর্যালোচনা, বৈঠক ও সেমিনার অনুষ্ঠিত হয় এবং জলবায়ু পরিবর্তনের কারণে অধিক ক্ষতিগ্রস্ত দেশসমূহকে আর্থিক সাহায্য প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

জলবায়ু পরিবর্তন ও বাংলাদেশে এটির নেতিবাচক প্রভাব : বাংলাদেশ স্বতন্ত্র ছয় ঋতুর দেশ। কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে মাত্র তিনটি ঋতু যথা- শীত, গ্রীষ্ম ও বর্ষা পাওয়া যায়। বিগত কয়েক বছরের মাঝে সিডর, আইলা ও মহাসেন নামক প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশের দক্ষিণ সমুদ্র উপকূলীয় অঞ্চলে আঘাত হানে, যাতে হাজার হাজার মানুষ নিহত হয়েছে এবং প্রাকৃতিক নিদর্শনাবলি পাল্টে যায়। তারপর আন্তর্জাতিক, আঞ্চলিক, রাষ্ট্রীয় ও অন্যান্য সংস্থাগুলোর মানবিক ত্রাণ লাভ হলেও এখনো প্রাকৃতিক নিদর্শনাবলি ফিরিয়ে আনা সম্ভব হয়নি।

উপসংহার : আমাদের কর্তব্য হলো জলবায়ু পরিবর্তন সম্পর্কে সচেতন হওয়া এবং এ বিষয়ে বিশেষজ্ঞদের বক্তব্যের প্রতি গুরুত্ব দেওয়া।
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.