المقالة : الْأُخُوَّةُ الْإِسْلَامِيَّة
أو- الأخوة / انما المُؤْمِنُونَ إخوة / الْمُسْلِمُ أخو المسلم
الْمُقَدِّمَةُ : إِنَّ الْإِسْلَامَ اخى
بَيْنَ الْمُسْلِمِينَ وَرَبَطْهُمْ بِالْحُبِّ كَالْبُنْيَانِ الْمَرْصُوصِ.
فَنَسُوا مَا كَانَ بَيْنَهُمْ قَبْلَ الإِسْلَام مِنَ الْعَدَاوَةِ وَصَارُوا
إخْوَةً. كَمَا قَالَ تَعَالَى : "إِنَّمَا الْمُؤْمِنُونَ إِخْوَةٌ فَأَصْلِحُوا
بَيْنَ أَخَوَيْكُمْ.
الْأُخُوةُ نِعْمَةُ مِنَ اللَّهِ : إِنَّ
الْأُخُوةَ بَيْنَ الْمُسْلِمِيْنَ نِعْمَةٌ مِنَ اللَّهِ تَعَالَى. لِذَا قَالَ
تَعَالَى : "وَاذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ كُنْتُمْ أَعْدَاء
فَأَلْفَ بَيْنَ قُلُوْبِكُمْ فَأَصْبَحْتُمْ بِنِعْمَتِهِ إِخْوَانًا".
فَوَائِدُ الْأُخْوَةِ : لِلْأُخُوَّةِ
الْإِسْلَامِيةِ فَوَائِدُ كَثِيرَةً فَإِنَّهَا تَدْعُوَ الْمُسْلِمِينَ إِلَى
الْاتِّحَادِ وَالْاتِّفَاقِ وَتُزِيْلُ الْفَرْقَ بَيْنَهُمْ. وَهِيَ تُسَوِّي
بَيْنَ الْعَرَبِي وَالْعَجَمِيٌّ وَالْغَنِي وَالْفَقِيْرِ وَالْأَبْيَضَ
وَالْأَسْوَدِ وَالرَّامِي وَالرَّعِيَّةِ فَيُصْبِحُونَ كَالْجَسَدِ الْوَاحِدِ
إِذَا اشْتَكَى مِنْهُ عُضْوٌ تَدَاعَى لَهُ سَائِرُ الْجَسَدِ.
أصول هذِهِ الْأُخْوَةِ : أَصَوْلُ هَذِهِ
الْأُخْوَةِ التَّعَاوُنُ وَالتَّرَاحُمُ وَالتَّنَاصُحُ وَالْإِبْثَارُ
وَالْمُوَاسَاةُ.
هَدَامُ هَذِهِ الْأُخْوَةِ : هَدَامُ هَذِهِ
الْأُخْوَةِ الْحَسَدُ وَالْبُغْضُ وَالْغَيْبَةُ وَالنَّمِيْمَةُ وَسُوْءُ الظَّنِّ.
الْخَاتِمَةُ : عَلَيْنَا أَنْ نُقَوّى
أُخُرْتَنَا الْإِسْلَامِيةَ بِالتَّعَاوُنِ وَالتَّرَاحُمِ وَنَبْزُلَ جُهْدَنَا
لِلْاتِّفَاقِ وَنُزِيلَ عَنَّا الْمُنَازَعَةَ وَالْخِلَافَ.
আরবি প্রবন্ধ/রচনা: ইসলামী ভ্রাতৃত্ব
উপস্থাপনা : ইসলাম
মুসলমানদের মাঝে ভ্রাতৃত্ব তৈরি করেছে এবং তাদের মাঝে সিসা ঢালা প্রাচীরের মতো ভালোবাসার
বন্ধন সৃষ্টি করেছে। ফলে তারা ইসলামের পূর্বে তাদের মাঝে বিদ্যমান শত্রুতা ভুলে পরস্পর
ভাইয়ে পরিণত হয়েছে। যেমন আল্লাহ তায়ালা ইরশাদ করেন- “মুমিনগণ পরস্পর ভাই। সুতরাং
তোমরা তোমাদের ভাইদের মাঝে মীমাংসা করে দাও“।
ভ্রাতৃত্ব আল্লাহর
নেয়ামত : মুসলমানদের মাঝে ভ্রাতৃত্ব আল্লাহর নেয়ামত। এ কারণে আল্লাহ্ তায়ালা ইরশাদ
করেন, “তোমরা আল্লাহর নেয়ামতকে স্মরণ
কর, যখন তোমরা শত্রু ছিলে, অতঃপর তিনি তোমাদের অন্তরের মাঝে বন্ধুত্ব সৃষ্টি করে দিলে তোমরা
তাঁর অনুগ্রহে পরস্পর ভাই হয়ে গেলে” ।
ভ্রাতৃত্বের উপকারিতা
: ইসলামী ভ্রাতৃত্বের অনেক উপকারিতা রয়েছে। কেননা এটি মুসলিমদেরকে একতা ও ঐক্যের প্রতি
আহ্বান করে, তাদের মধ্যকার ব্যবধান দূর
করে। এটি আরব-অনারব, ধনী-গরিব, সাদা-কালো ও রাজা-প্রজার মাঝে সাম্য সৃষ্টি করে। ফলে তারা একটি
দেহের মতো হয়ে যায়। যার একটি অঙ্গে ব্যথা অনুভব হলে, পুরো দেহ ভেঙ্গে পড়ে ।
এ ভ্রাতৃত্বের ভিত্তি
: এ ভ্রাতৃত্বের ভিত্তি হলো পারস্পরিক সহযোগিতা, দয়া, কল্যাণকামিতা, নিঃস্বার্থতা ও সহমর্মিতা
৷
এ ভ্রাতৃত্ব বিনষ্টকারী
: এ ভ্রাতৃত্বের বিনষ্টকারী হলো হিংসা-বিদ্বেষ,
গীবত, চোগলখোরী ও ভুল ধারণা।