আমাদের সাইটের নতুন আপডেট পেতে এ্যাপ্স ইন্সটল করে রাখুন Install Now!

Class 5 Quran Majeed and Tajweed New Textbook and TG Guide 2024 PDF - ৫ম শ্রেণির কুরআন মাজিদ ও তাজভিদ নতুন পাঠ্যবই ও গাইড বই ২০২৪ পিডিএফ

Class 5 Quran Majeed and Tajweed New Textbook and TG Guide 2024 PDF, ৫ম শ্রেণির কুরআন মাজিদ ও তাজভিদ নতুন পাঠ্যবই ও গাইড বই ২০২৪ পিডিএফ
Join Telegram for More Books
Class 5 Quran Majeed and Tajweed New Textbook and TG Guide 2024 PDF - ৫ম  শ্রেণির কুরআন মাজিদ ও তাজভিদ নতুন পাঠ্যবই ও গাইড বই ২০২৪ পিডিএফ

Class Five Quran Mazid and Tajbed New Textbook and TG Guide 2024 PDF - পঞ্চম শ্রেণির কুরআন মাজিদ ও তাজভিদ নতুন পাঠ্যবই ও গাইড বই ২০২৪ পিডিএফ

কুরআন মাজিদ ও তাজভিদ পাঠ্যবই - গাইড বই - শিক্ষক সহায়িকা পিডিএফ

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত ২০১৩ শিক্ষাবর্ষ থেকে পঞ্চম শ্রেণির জন্য নির্ধারিত পাঠ্যপুস্তক কুরআন মাজিদ ও তাজভিদ

শিক্ষক নির্দেশিকা

আল্লাহ তাআলা কুরআন মাজিদে মানবজীবনের সকল বিষয়ের নির্দেশনা প্রদান করেছেন। এ মহাগ্রন্থে যেমনিভাবে মানবজীবনের আত্মিক বিষয়ের বর্ণনা দেয়া হয়েছে তেমনিভাবে মানুষের পার্থিব কর্মকাণ্ডের স্পষ্ট বিধানাবলির বিবরণও দেওয়া হয়েছে। কুরআন মাজিদের এসব বিষয়াবলি জানার জন্য কুরআন মাজিদ অধ্যয়ন করা অত্যাবশ্যক। এ উদ্দেশ্যেই মাদ্রাসা শিক্ষার সর্বস্তরের শিক্ষার্থীদের জন্য কুরআন মাজিদকে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করা হয়েছে। কুরআন মাজিদ শিক্ষাদান পদ্ধতিতে এ পর্যন্ত গতানুগতিক ধারা অনুসৃত হয়ে আসছে কিন্তু মানবজীবন গতিশীল এবং তার কর্মকাণ্ডের ধারাও পরিবর্তনশীল হওয়া, শিক্ষাদান ব্যবস্থায়ও বিশ্বব্যাপী আমূল পরিবর্তন। সূচিত হয়েছে। সেজন্য বিশ্বব্যাপী আর্থ-সামাজিক অবস্থার বিশেষ পরিবর্তন, নৈতিক শিক্ষার প্রয়োজন এবং জাতীয় ঐতিহ্যের প্রেক্ষিতে, সরকার কর্তৃক জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুমোদিত হয়েছে। এ শিক্ষানীতির আলোকে কুরআন মাজিদ শিক্ষাকে বাস্তবমুখী, জীবনঘনিষ্ঠ, ফলপ্রসূ এবং শিক্ষার্থীদেরকে আধুনিক মনস্ক, কর্তব্যপরায়ণ, দক্ষকর্মী, মূল্যবোধসম্পন্ন, দেশপ্রেমিক, সৎ ও যোগ্য সুনাগরিক করে গড়ে তোলার উদ্দেশ্যে এই পাঠ্য পুস্তকটি প্রণয়ন করা হয়েছে।

পুস্তকটিতে কারিকুলামের নির্দেশনা অনুযায়ী কুরআন মাজিদের উপর একটি ভূমিকা, মুখস্তকরণের জন্য কয়েকটি সুরা, নাজেরা পড়ার জন্য কুরআন মাজিদের প্রথম দুই পারা (সুরাতুল বাকারার ২৫২ আয়াত) দেয়া হয়েছে। অধ্যায়/পাঠশেষে অনুশীলনী সংযোজন করা হয়েছে। পুস্তকটির শেষ ভাগে তাজভিদ অংশ সংযোজন করা হয়েছে।

পাঠদান প্রক্রিয়া, শিক্ষার্থীদেরকে পাঠ আয়ত্ত করানো এবং পাঠের প্রতি আগ্রহ সৃষ্টি করা শিক্ষকের নিজস্ব কৌশল প্রয়োগের উপর বহুলাংশে নির্ভরশীল। তা সত্ত্বেও সম্মানিত শিক্ষকের দৃষ্টি আকর্ষণের জন্য নিচে কিছু পরামর্শ প্রদান করা হলো:

  1. কুরআন মাজিদ আল্লাহর কালাম বিধায় তা সর্বদা স্পর্শ ও তেলাওয়াত অজুর সাথে হচ্ছে কি না, সে বিষয়ে লক্ষ্য রাখা জরুরি।
  2. পুস্তকটির পাঠ আরম্ভ করার সময় ১/২টি ক্লাসে কুরআনের মাহাত্ম্য, মর্যাদা ও গুরুত্ব উপস্থাপন করা প্রয়োজন। যাতে শিক্ষার্থীদের মনে গ্রন্থটি অধ্যয়নের আগ্রহ সৃষ্টি হয়।
  3. পুস্তকটির প্রতি অধ্যায় বা পাঠে উল্লেখিত শিক্ষক নির্দেশিকা অনুসারে পাঠদান করা প্রয়োজন।
  4. প্রতিটি পাঠ শুরু করার পূর্বে পাঠের বিষয়বস্তু সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা প্রদান করা।
  5. আয়াতের সরল অনুবাদ শিখাতে হবে। এ ক্ষেত্রে শাব্দিক অর্থ ও বিশ্লেষণ ভালোভাবে আয়ত্ত করিয়ে আয়াতের অনুবাদ শিক্ষা দিতে হবে।
  6. শিক্ষার্থীদেরকে সুরাগুলো শিক্ষাদানের সময় তাজভিদের উপর গুরুত্বারোপ করতে হবে। তাজভিদের নিয়মগুলো বোর্ডে লিখে শেখাতে হবে।
  7. বিভিন্ন সাময়িক পরীক্ষা ছাড়াও পাক্ষিক ও মাসিক পরীক্ষা গ্রহণের মাধ্যমে পাঠ মূল্যায়নের ব্যবস্থা করা যেতে পারে।
  8. প্রকৃতপক্ষে, একজন কর্তব্যপরায়ণ শিক্ষকের নিজস্ব উদ্ভাবিত কৌশলের কোন বিকল্প নেই। কাজেই একজন নিষ্ঠাবান শিক্ষকই তার শিক্ষার্থীকে জ্ঞান অর্জনে যোগ্য করে গড়ে তুলতে পারেন।

কুরআন মাজিদ ও তাজভিদ সূচিপত্র

  • ১ম অধ্যায়: নাজেরা পঠন
  • কুরআন মাজিদ তেলাওয়াতের গুরুত্ব ও ফজিলত
  • কুরআন মাজিদের ১ম ও ২য় পারা
  • কুরআন মাজিদ পরিচিতি
  • দ্বিতীয় অধ্যায়: হিফজ ও দেখা
  • কুরআন মাজিদ হিফজ করা ও লেখার গুরুত্ব এবং ফজিলত
  • সুরাতুদ দুহা
  • সুরাতুল ইনশিরাহ
  • সুরাতুত তিন
  • সুরাতুল আলাক 
  • সুরাতুল কাদর
  • সুরাতুল বায়্যিনাত
  • তৃতীয় অধ্যায়: অর্থ লেখা
  • কুরআন মাজিদের অর্থ শেখার গুরুত্ব
  • সূরাতুল ফাতিহা
  • সূরাতুল ইখলাছ
  • সুরাতুল ফালাক
  • সুরাতুন নাস
  • চতুর্থ অধ্যায়: তাজভিদ
  • ইলমে তাজতিদের গুরুত্ব ও ফজিলত
  • মাখরাজ
  • মাদ্দের বিবরণ
  • নুন সাকিন ও তানভিন
  • মিম সাকিন
  • ওয়াজিব গুন্নাহ
  • রা (ر) অক্ষরের পোর ও বারিক
  • الله শব্দের লাম (ل) অক্ষরের পোর ও বারিক
  • ওয়াকফ
  • কলকলা
  • নমুনা প্রশ্ন
  • শিক্ষক নির্দেশিকা
কুরআন মাজিদ ও তাজভিদ পাঠ্যবই Quran Majeed and Tajweed Textbook

Class 5 New Curriculums Textbook, TG Guide, Suggestions etc. PDF for Join WhatsApp Class 5 Studies Group - ৫ম শ্রেণির নতুন পাঠ্যবই, শিক্ষক সহায়িকা, গাইড বই, সাজেশন ইত্যাদি পিডিএফ পেতে হোয়াটস্‌এ্যাপে ৫ম শ্রেণির স্টাডিজ গ্রুপে জয়েন করুন

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.