আমাদের সাইটের নতুন আপডেট পেতে এ্যাপ্স ইন্সটল করে রাখুন Install Now!

الانشاء : الْإِذَاعَةِ الراديو | রচনা : বেতার বা রেডিও | Alim Arabic 2nd Paper - আলিম আরবি দ্বিতীয় পত্র | Class Alim (الصف العالم)

الانشاء : الْإِذَاعَةِ الراديو | রচনা : বেতার বা রেডিও | Alim Arabic 2nd Paper - আলিম আরবি দ্বিতীয় পত্র | Class Alim (الصف العالم)
Join our Telegram Channel!
الانشاء : الْإِذَاعَةِ الراديو |  রচনা : বেতার বা রেডিও | Alim Arabic 2nd Paper - আলিম আরবি দ্বিতীয় পত্র | Class Alim (الصف العالم)
(toc)

 الْإِذَاعَةِ الراديو

 الْمُقَدَّمَةُ :

الْحَمْدُ لِلَّهِ الْحَكِيمُ وَالصَّلوةَ وَالسَّلَامُ عَلَى النَّبِيِّ الأمين وَعَلَى الِهِ وَأَصْحَابِهِ أَجْمَعِيْنَ -

تَعْرِيفُ الْإِذَاعَةِ :

الْإِذَاعَةٌ فِى كَلِمَةٌ عَرَبِيَّةٌ تَسْتَعْمَلُ لِأَدَاءِ مَعْنى الراديو وَهِيَ لُغَةٌ النَّشْير. فالإذاعةٌ هِى نَقْلُ الْكَلَامِ وَالْبَرَامِعَ الْمُخْتَلِفَةِ عَنْ طَرِيقِ الْجَهاز اللاسْلُكِي مِنْ مَكَانَ إِلَى مَكَان - 

اخْتِرَاعُ الاذاعة : 

الْاذَاعَةُ أو الراديو هِى أعْجَبُ الْمُخْتَرَعَاتِ الْعَلَمِيةِ الْحَدِيثَةِ اخْتِرَعَهَا الْعَالَمُ الْإِيْطَالِى مَارَكُونِي فِي السَّنَةِ ١٨٩٦م -

أَصْلُ الْأَذاعَةِ :

لَمَّا يَتَحَدِّثُ الرَّجُلُ فيتقبل المذيَاعُ ثُمَّ تَوَصَّل الصوت بترا نِسمِيْتَارِ إِلَى الْأَذَاعَةِ ثُمَّ يَسْمَعُ السَّامِعُ الْخَبرِ والنَّشِيد -

أَهْمِيَّةُ الْأَذاعَةِ :

الْإِذَاعَةُ لَهَا أَهْمَيَةُ بَالِغَةٌ فِي الدُّوْرِ الْحَاضِرِ. قَدْ مَضَى عَلَى الْبَشَرِ زَمَانٌ كَأَن لا يَسْتَطِيعُ أَنْ يَعْرِفُ اَخْبَارُ الْعَالِم، وَلكِنَّ الْأَذَاعَة سَهْلَتَ لَنَا أَنْ نَسْمَع أَخْبَارُ الْعَالِم وَاخْبار الوطن وَنَعْرِفُ الحوادث والوقائع المُخْتَلِفَة فِى أسرع وَقْتٍ بِكُلِّ يُسْرِ وَسُهُولَةٍ وَنَحْنُ جَالِسُونَ فِي بُيُوتِنَا -

 فَوَائِدُ الْأَذاعَةِ :

لِلْاِذَاعَةِ فَوَائِدٌ عَدِيْدَةُ، مِنْهَا : إِنَّهَا تَذِيْعُ لَنَا الْأَخْبَارَ الْيَوْمِيَّةَ بِاللّغة المَحَيَّةِ وَالْخَارِجِيَّةِ وَهِي وَسِيْلَةُ لِنَشْرِ الْأَنَاشِيد الْوَطَنِيَّةِ وَالْأَغانِى الْإِسْلامَيةِ. وَبَوَاسِطَتِها تَنْشُرُ مَقَالَاتٌ مُخْتَلِفَةٌ وَتُقِيْمُ بَرامج مُخْتَلِفَةٍ مُتَنَوِّعَةٍ لِتَعْلِيمِ الأطفال وَتَنْشُرُ طُرُقُ الزَّرَاعَةِ وَأَخْبَارُ الطَّقْسِ وَنِسْبَةُ الْحَرَ وَالْيَرُودَة وَإِسْعَارُ الأموال -

أَهْمِيَّةُ الْإِدَاعَة فِى نَشْرِ التَّعْلِيمِ :

إِنَّ لِلْإِدَاعَةِ أَهْمِيَةً كَثِيرَةً فِي نَشْرِ التعليم في نَوَاجِى الْبَلَدِ وَإِنَّ الْجَامِعَة الْمَفْتُوحَة بَدَأَتْ فِي بِلَادِنَا أَنْ تَنشَرُ دُرُوسَهُ بِالْإِذَاعَةِ -

مساوى الإذاعةِ وَمُعَاتِبُهَا :

مِنْ مُعَاشِبُهَا أَنَّهَا وَسِيْلَةُ لِنَشْرِ الْأَغانِي الشنيعة. وَبِوَاسِطَتِهَا تَنْشُرُ القَصَصَ وَالْمُسْرِحِيات والبرامج السيئة التي تَبْعَدُ شَبَابَنا عَنِ الدِّينِ وَتَغْرِسُ فِي قُلُوبِهِمُ الْحُبُّ إلى الأفكار السيئة -

الْخَاتِمَةُ :

عَلَيْنَا أَنْ نَسْمَعَ الْأَخْبَارَ الْيَوْمِيَّةَ وَبَرامج الإذاعة الجيدة ونبتعد عن البرامج السَّيِّئَة -


বেতার বা রেডিও

উপস্থাপনা :

সকল প্রশংসা মহা প্রজ্ঞাবান আল্লাহর জন্য, দরূদ ও সালাম বর্ষিত হোক বিশ্বস্ত নবীর প্রতি আর তাঁর পরিবার ও সকল সাহাবীর প্রতি।

إِذَاعَةً এর পরিচয় :

إِذَاعَةً  শব্দটি আরবি, এটি রেডিও অর্থ প্রদানের জন্য ব্যবহার হয়। এর শাব্দিক অর্থ- প্রচার করা। আর  إِذَاعَة ً হলো কথা ও বিভিন্ন প্রোগ্রাম বেতার যন্ত্রের মাধ্যমে একস্থান হতে অন্যস্থানে প্রচার করা।

রেডিও আবিষ্কার :

বেতার বা রেডিও আধুনিক বিজ্ঞানের বিস্ময়কর আবিষ্কার। ইতালিয়ান - বিজ্ঞানী মারকুনী ১৮৯৬ সালে এটা আবিষ্কার করেন।

রেডিওর মৌলিকত্ব :

যখন ব্যক্তি কথা বলে মাইক্রোফোন তা গ্রহণ করে তারপর ট্রান্সমিটারের মাধ্যমে রেডিওতে আওয়াজ পৌঁছে দেয়, তারপর শ্রোতা সংবাদ বা সংগীত শুনতে পায় ।

রেডিওর গুরুত্ব :

বর্তমান যুগে এর অনেক গুরুত্ব রয়েছে। মানুষের এমন একটি সময় অতিবাহিত হয়েছে, যখন তারা আন্তর্জাতিক সংবাদ জানতে পারত না। কিন্তু রেডিও সহজে আন্তর্জাতিক সংবাদ ও দেশের সংবাদ শুনা এবং দ্রুত সময়ে ঘরে বসে বিভিন্ন ঘটনা জানা সহজ করে দিয়েছে।

রেডিওর উপকারিতা :

রেডিওর অনেক উপকারিতা রয়েছে, তন্মধ্যে এটি আমাদের জন্য দেশি ও বিদেশি ভাষায় দৈনিক সংবাদ প্রচার করে। এটি দেশাত্মবোধক ও ইসলামিক সংগীত প্রচারের মাধ্যম। এর মাধ্যমে বিভিন্ন প্রবন্ধ প্রচারিত হয়। এটি শিশু শিক্ষার বিভিন্ন প্রকারের অনুষ্ঠান আয়োজন করে। এটি কৃষি পদ্ধতি, আবহাওয়া সংবাদ, গরম ও ঠাণ্ডারমাত্রা ও দ্রব্যমূল্য প্রচার করে ।

শিক্ষা বিস্তারে রেডিওর গুরুত্ব :

দেশের বিভিন্ন অঞ্চলে শিক্ষা বিস্তারে রেডিওর অনেক গুরুত্ব রয়েছে। আমাদের দেশে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় তার পাঠসমূহ রেডিওর মাধ্যমে প্রচার করা শুরু করেছে।

রেডিওর দোষত্রুটি :

এর দোষত্রুটির মাঝে রয়েছে, এটা অশালীন গান প্রচার করার মাধ্যম। এর মাধ্যমে গল্প, নাটক ও অনৈতিক অনুষ্ঠান প্রচার করা হয়, যা আমাদের তরুণদের দ্বীন হতে দূরে রাখে এবং তাদের অন্তরে মন্দ ভাবনা রোপণ করে ৷

উপসংহার :

আমাদের উচিত দৈনিক সংবাদ প্রচার ও রেডিওর উত্তম অনুষ্ঠানসমূহ শ্রবণ ..করা ও খারাপ অনুষ্ঠান হতে দূরে থাকা ।
 



Follow us WhatsApp Channel!
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.