আমাদের সাইটের নতুন আপডেট পেতে এ্যাপ্স ইন্সটল করে রাখুন Install Now!

الانشاء : الْفِتْنَةٌ أَشَدَّ مِنَ الْقَتْلِ | রচনা : ফেতনা হত্যার চেয়েও জঘন্য | Alim Arabic 2nd Paper - আলিম আরবি দ্বিতীয় পত্র | Class Alim (الصف العالم)

الانشاء : الْفِتْنَةٌ أَشَدَّ مِنَ الْقَتْلِ | রচনা : ফেতনা হত্যার চেয়েও জঘন্য | Alim Arabic 2nd Paper - আলিম আরবি দ্বিতীয় পত্র | Class Alim (الصف ا
Join our Telegram Channel!
الانشاء : الْفِتْنَةٌ أَشَدَّ مِنَ الْقَتْلِ |  রচনা : ফেতনা হত্যার চেয়েও জঘন্য | Alim Arabic 2nd Paper - আলিম আরবি দ্বিতীয় পত্র | Class Alim (الصف العالم)
(toc)

 الْفِتْنَةٌ أَشَدَّ مِنَ الْقَتْلِ

الْمُقَدَّمَة :

انَّ الْحَمْدُ لِلَّهِ عَزَّ وَجَلَّ الَّذِي أَمَرَنَا بِالاحْتِرَازِ عَنِ الْفِتْنَةِ وَالصَّلوةَ وَالسَّلَامَ عَلَى مِنْ إِزَالِ الْفِتْنَةِ مِنَ الْأَرْضِ وَعَلَى الِهِ وَأَصْحَابِهِ أَجْمَعِينَ -

مَعْنَى الْفِتْنَةِ :

الْفِتْنَةُ لَفَظَ مُفْرَد جَمْعُهَا الْفِتَن. وهي في اللغة : الْخَيْرَةُ وَالابْتِلاءَ الْاِضْطِرَابُ الْعَذَابُ الضَّلَالَ، الْفَسَادُ -

وَفِي الْإِصْطِلاح :

الْفِتْنَةُ فِى اخْتِلَافُ النَّاسِ وَمَا يَقَعُ بَيْنَهُمْ مِنَ الْقِتَالِ -

مَعْنَى الْقَتْلِ :

الْقَتْلُ مَصْدَرُ مِنْ بَاب نَصَر ينصر، معناه في اللغة : الْإِمَانَةُ كَمَا قَالَ تَعَالَى : "وَقَتَلَ دَاوُدَ جَالُوْتَ" -

مُرَادُ قَولُهُ تَعَالَى الْفِتْنَةُ  َأشَدُّ مِنَ الْقَتْلُ : 

إِنَّ الْقِطْعَةَ الْمُذْكُورَة مَاخُودَةٌ مِنْ سُورَةِ الْبَقَرَةِ مِنْ قَوْلِهِ تَعَالَى : "وَأَخْرِجُوهُمْ مِنْ حَيْثُ أَخْرَجُوكُمْ وَالْفِتْنَةُ أَشَدَّ مِنَ الْقَتْلِ" - 

وَفِي نَفْسِيرِهِ قَالَ مُجَاهِدُ وَغَيْره : 

الْفِتْنَةُ هُنا الْكُفْرُ أَي كَفْرُكُمْ أَكْبَرُ مِنْ قَبْلِكُمْ أُولئِكَ -
انواع الْفِتْنَةِ :
يُوجد أَنْوَاعِ كَثِيرَةً مِنَ الْفِتَنِ، مِنْهَا :
١- فِتْنَةُ الدُّنْيَا أَوْ فَسَادُهَا -
٢ - فِتْنَةُ النَّسَاءِ أَي الوقوع في الزنا -
٣ - فِتْنَةُ الْأَمْوَالِ وَالأولاد -
٤ -فتنة الدجال -

 وسائل الاحتراز عن الوقوع فِي الْفِتْنَةِ : 

هُنَاكَ عَدِيدُ مِنَ الْوَسَائِلِ مِنْهَا :
١ - الإيْمَانَ باللهِ : الْمُؤْمِنُ لا يَقَعُ فِى الْفِتْنَةِ وَلكِنَّ الْكَافِرُ واقع في الفتنة لأنَّ الْكُفْرِ نَفْسَهُ فِتْنَةٌ -
٢- العمل بالإخلاص : مَنْ يَعْمَلْ بِإِخْلاصِ قَلْبَهُ يَكُنِ الْإِخْلاصَ وَسِيْلَةٌ له الاختراز عن الوقوع في الْفِتْنَةِ -
٣- التقوى : التَّقْوَى مِنْ أَكْبرِ الْوَسَائِلِ لِلاخْتِرَازِ عَن الوقوع في الْفِتْنَةِ لَانَّهُ مَنْ يَتَّقِى الله يَحْفَظُهُ الله مِنْ كُلَّ شَرٌ وَفِتْنَةٍ - 
٤- الصَّبْرُ : الصَّبْرُ وَسِيْلُ كَبِيرَةُ الاحْتِرَانِ عَنِ الوقوع في الفتنة - 
ه - عدم الايقاع فى الشَّالّ : مَنْ لَا يُوقَعَ نَفْسَهُ فِي الشَّلَّ لَا يَكَادُ أَنْ يَقَعُ في الفتنة -

الخاتمة :

عَلى كُلِّ امْرِي مُسلِم أن يجتنب الْفِتْنَةَ وَالْفَسَادَ وَيَتَحَلى نَفْسَهُ بِالْأَعْمَالِ الصَّالِحَة -


ফেতনা হত্যার চেয়েও জঘন্য

উপস্থাপনা :

সকল প্রশংসা আল্লাহর, যিনি আমাদেরকে ফেতনা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন। দরূদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ (স)-এর প্রতি, যিনি পৃথিবী থেকে ফেতনা দূরীভূত করেছেন। আর তাঁর পরিবার ও সকল সাহাবীর প্রতি ।

فِتْنَة -এর অর্থ :

فِتْنَةُ এ শব্দটি একবচন, বহুবচনে فتْنَ, এর আভিধানিক অর্থ- পরীক্ষা করা, বিশৃঙ্খলা করা, শাস্তি, গোমরাহি, দুর্নীতি। পরিভাষায়- ফেতনা হলো, মানুষের মধ্যকার বিরোধ এবং তাদের মাঝে সংঘটিত যুদ্ধ।

 قَتْل-এর অর্থ :

قَتْل শব্দটি বাবে نَصَر ينصر-এর মাসদার। এর আভিধানিক অর্থ- মেরে ফেলা, হত্যা করা। যেমন আল্লাহ তায়ালা বলেন- "দাউদ জালুতকে হত্যা করেছে”।

আল্লাহর বাণী الْفِتْنَةُ  َأشَدُّ مِنَ الْقَتْلُ -এর মর্মার্থ :

উল্লিখিত অংশটি সূরা বাকারার অন্তর্গত আল্লাহর বাণী “আর তাদেরকে বের করে দাও যেমনি করে তারা তোমাদেরকে বের করে দিয়েছে। আর ফেতনা হত্যার চেয়ে জঘন্যতম” থেকে গৃহীত। এ আয়াতের তাফসীরে মুজাহিদ (র) বলেন, এখানে ফেতনা অর্থ কুফরী। অর্থাৎ ওদেরকে হত্যার চেয়ে তোমাদের কুফরী করা জঘন্যতম।

ফেতনার প্রকার:

ফেতনা অনেক প্রকারের রয়েছে। তন্মধ্যে রয়েছে-
১. দুনিয়ার ফেতনা তথা দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করা।
২. নারীদের ফেতনা তথা যেনায় লিপ্ত হওয়া।
৩. সম্পদ ও সন্তানদের ফেতনা।
৪. দাজ্জালের ফেতনা।

ফেতনায় পতিত হওয়া থেকে বাঁচার উপায়সমূহ :

এর অনেক উপায় রয়েছে। তন্মধ্যে-
১. আল্লাহর প্রতি ঈমান : মুমিন ফেতনায় পড়ে না; কিন্তু কাফের ফেতনায় পতিত। কেননা কুফরী স্বয়ং ফেতনা ।
২. নিষ্ঠার সাথে আমল : যে ব্যক্তি নিষ্ঠার সাথে আমল করে নিষ্ঠা তার জন্য ফেতনায় পতিত হওয়া থেকে বাঁচার একটি উসিলা হয়ে থাকে ।
৩. তাকওয়া : তাকওয়া ফেতনায় পতিত হওয়া থেকে বাঁচার এটি অন্যতম মাধ্যম। কেননা যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তাকে সকল প্রকার অনিষ্ট ও ফেতনা থেকে রক্ষা করে।
৪. ধৈর্য : ফেতনায় পতিত হওয়া থেকে বাঁচার বিরাট একটি মাধ্যম হলো ধৈর্য।
৫. সন্দেহে পতিত না হওয়া : যার মন সন্দেহে পতিত হয় না, সে প্রায় ফেতনায় পতিত হয় না।

উপসংহার :

প্রত্যেক মুসলিমের কর্তব্য হলো, ফেতনা ফাসাদ থেকে বেঁচে থাকা এবং নেক আমল দ্বারা সুসজ্জিত হওয়া।


Follow us WhatsApp Channel!
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.