আমাদের সাইটের নতুন আপডেট পেতে এ্যাপ্স ইন্সটল করে রাখুন Install Now!

الانشاء : الْجَوَّالُ او الْجَوَّالُ فِي تَطَوُّرِ الْمُوَاصَلَاتِ | রচনা : মোবাইল বা যোগাযোগ উন্নয়নে মোবাইল | Alim Arabic 2nd Paper - আলিম আরবি দ্বিতীয় পত্র | Class Alim (الصف العالم)

الانشاء : الْجَوَّالُ او الْجَوَّالُ فِي تَطَوُّرِ الْمُوَاصَلَاتِ | রচনা : মোবাইল বা যোগাযোগ উন্নয়নে মোবাইল | Alim Arabic 2nd Paper - আলিম আরবি দ্
Join our Telegram Channel!
الانشاء : الْجَوَّالُ او الْجَوَّالُ فِي تَطَوُّرِ الْمُوَاصَلَاتِ |  রচনা : মোবাইল  বা যোগাযোগ উন্নয়নে মোবাইল | Alim Arabic 2nd Paper - আলিম আরবি দ্বিতীয় পত্র | Class Alim (الصف العالم)
(toc)

 الْجَوَّالُ او الْجَوَّالُ فِي تَطَوُّرِ الْمُوَاصَلَاتِ 

الافتتاح :

إِنَّ الْجَوَّالَ أَعْجَبُ الْاِخْتِرَاهَاتِ الْحَدِيثةِ، وَهُوَ الَّذِي جَعَلَ الْعَالَمَ قَرْيَةً وَاحِدَةً لَمْ يَبْلُغْ فِكْرُ الْإِنْسَانِ فِي الْأَيَّامِ الْمَاضِيةِ إِلَى أَنَّه سَيَحْدُثُ فِي الْعَالِمِ مِثْلُ هَذِهِ الآلة للإتصال -

 نَشَأَةَ الْجَوَّالُ : 

أَوَّلَ مَنِ اسْتَطَاعَ أَنْ يُرْسِلَ الْكَلَامُ إِلى بَعِيدٍ هُوَ اليكجندر غُرَاهَمٌ بِيْلُ، وَهُوَ مَعْرُوفُ بِالْهَاتِفِ ثُمَّ شَارَكَ مَارْتِينَ كَوْفَارَ وَزَمَرَة مِنَ الْعُلَمَاءِ فِي نَشَاةِ الْجَوَالِ وَاخْتِرَاعَهِ -

 الْجَوالُ فِي بنغلاديش :

إِنَّ بَنْغَلَابِيْشَ اَحَدٌ مِنَ الْبِلادِ النَّامِيةِ فِي التَّطَوَّدِ وَالْاِرْتِقَاءِ بَدأَ اسْتِخْدَامُ الْجَوالِ أولاً فِي بَنْغَلَادِيْشَ فِي شَهْرٍ ابريل سنة ۱۹۹۳م. وَأَصْبَحَتْ بَنْغَلَابِيْشَ فِي الْوَقْتِ الْحَاضِرِ كَدَولَةٍ متَقَدِّمَةٍ فِي اسْتِخْدَامِ الْجَوَالِ -

 الشركات لِلْجَوالِ فِى يَنْغَلَادِيْشَ :

لَوْ بَعَثْنَا وَعَدَدَنَا شَرَكَاتُ الْجَوالِ فِي بِلادِنَا لَتَجِدُ فِيهَا غَرَامِيْن فَوْنَ، بَنْغَلَهُ لِيْتُكَ إِيَرْتِيلَ، رَبِي وتيليتك -

 دُورُ الْجَوَالِ فِي ارْتِفَاءِ الْمُوَاصَلَاتِ : 

كَانَ يَوْمَ لَوْ مَاتَ اَحَدٌ مِنَ الْأَقْرَيَاءِ فِي الْوَطن أَوْ خَار با إلى الأب أو الْاِبْنِ أَوِ الْأَخِ أَوْ قَرِيبٍ مِنَ الْأَقْرِبَاءِ بَعْدَ أَيَّامٍ عَدِيدةٍ، وَأمَّا الْجَوَّالُ فَقَد هَدَم هَذَا الْانْتِظَارَ فَيَبْلُغُ خبر السرورِ وَالْحَنَنِ فِى لَحْظَةٍ وَاحِدَةٍ، فَتَوَاصِلُ الْأُمُّ بِابْنِهَا وَالْإِبْنُ بَامِّهِ وَابِيْهِ فِي أَسْرِع وقت -

فَوَائِد الجوال : 

لِلْجَوالِ فَوَائِدُ كَثِيرَةً مِنْ أهمها: 
ا- يُرْسَلُ بِهِ الْخَيْرَ الْعَهِم فِي أَن وَاحِدٍ -
٢- سَهَلَتْ بهِ الْأَعْمَالَ الحُكومية وأعمال الشركة -
٣- يَحْفَظُ النَّاسُ بِهِ أَوقات الثمينة -
٤- به يَسْمَعُ الْأَخْبَارَ من الراديو والتلفزيون وَيُقْراً أَخْبَارُ الْجَرَائِد - 
٥- يعْلَمُ بِهِ الْأَعْلَامَاتِ الضرورية -
 ٦- يَسْمَع بِهِ الْقُرْآنَ الْكَرِيمَ وَالْأَناشيد -

 المُضرات للجوال :

مِنْ مُضِراتِ الجوال :
١- إِنَّهُ يُضِرُ الْإِسْماع والدماغ - 
٢- يَشْتَاقِ الصِّبْيَانُ إلى برامج اللعب الموجُودَةِ فِيهِ فَيَرْغَبُونَ عَن الدراسة -
٣ إِنَّ الشَّبان والفتيات يتحدثون به لغواً وَيَتَمَارِسُونَ حُباً ممنوعًا -
٤- يُوَاصِلَ القِطَاعُ وَالْإرهابيون به فيما بينهم - 
٥- الان تواصل انترنت بِالْجَوالِ فَيَسْتَخدِم الشَّبَانَ بِهِ الْمَواقع الاباحية -

 الاخْتِتَامُ :

نَسْتَخْدِمُ الْاِخْتِرَاعَاتِ الْحَدِيثَةِ فَإِنَّهُ كَمَا لَهَا مِنَ الْفَوَائِدِ كَذَلِكِ يَحْمِلُ هَذِهِ الْاخْتِرَاعَاتِ الْخَسَائِرِ أَيْضًا -


মোবাইল  বা যোগাযোগ উন্নয়নে মোবাইল

উপস্থাপনা :

মোবাইল সবচেয়ে বিস্ময়কর আধুনিক আবিষ্কার। এটি বিশ্বকে একটি পরিতে পরিণত করেছে। বিগত দিনে মানুষের চিন্তা এ পর্যন্ত পৌছেনি যে, বিশ্বে এরূপ যোগাযোগ যন্ত্র সৃষ্টি হবে।

মোবাইলের উৎপত্তি :

সর্বপ্রথম আলেকজেন্ডার গ্রাহাম বেল দূরে কথা প্রেরণ করতে সক্ষম হন, যা টেলিফোন নামে পরিচিত। তারপর মার্টিন কুপার ও একদল বিজ্ঞানী মোবাইল আবিষ্কারে অংশ নেন

বাংলাদেশে মোবাইল :

উন্নতি ও অগ্রগতির দিক থেকে বাংলাদেশ উন্নয়নশীল দেশগুলোর একটি। বাংলাদেশে মোবাইল ফোন প্রথম চালু হয় ১৯৯৩ সালের এপ্রিল মাসে। বর্তমানে বাংলাদেশ মোবাইল ফোন ব্যবহারের দিক থেকে উন্নত দেশের মতোই পরিণত হয়েছে।

বাংলাদেশের মোবাইল কোম্পানিসমূহ :

আমরা যদি অনুসন্ধান করি এবং আমাদের দেশের মোবাইল কোম্পানিগুলো গুণে দেখি, তাহলে তাতে পাৰ গ্ৰামীণফোন, বাংলালিংক, এয়ারটেল, রবি ও টেলিটক।

যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে মোবাইলের ভূমিকা :

একটি সময় ছিল যখন দেশে বা দেশের বাইরে কোনো নিকটাত্মীয় মৃত্যুবরণ করলে পিতা বা পুত্র কিংবা ভাই অথবা কোনো আত্মীয়ের নিকট সংবাদ পৌঁছতে অনেক দিন লেগে যেত। মোবাইল এ অপেক্ষার পালার অবসান ঘটিয়েছে। সুখ দুঃখের খবর মোবাইল মুহূর্তেই পৌঁছে দেয়। ফলশ্রুতিতে যা তার ছেলের সাথে, ছেলে তার মা ও পিতার সাথে দ্রুততম সময়ে যোগাযোগ করতে পারে।

মোবাইলের উপকারিতা :

মোবাইলের অনেক উপকারিতা রয়েছে। তন্মধ্যে গুরুত্বপূর্ণগুলো হলো-
১. এর সাহায্যে গুরুত্বপূর্ণ সংবাদ মুহূর্তেই প্রেরণ করা যায়।
২. সরকারি ও কোম্পানির কাজকর্ম এর দ্বারা সহজ হয়েছে।
৩. মানুষ এর দ্বারা তার মূল্যবান সময় রক্ষা করতে পারে।
৪. এটা দ্বারা রেডিও ও টেলিভিশনের সংবাদ শ্রবণ ও পত্রিকার সংবাদ পাঠ করা যায়। 
৫. এটা দ্বারা জরুরি তথ্যাবলি সম্পর্কে অবগত হওয়া যায়।-
৬. এর দ্বারা কুরআন তেলাওয়াত ও ইসলামী সংগীত শোনা যায়। 

মোবাইলের ক্ষতিসমূহ:

মোবাইলের ক্ষতির মাঝে রয়েছে-
১. এটা কান ও মস্তিষ্কের ক্ষতি করে।
২. শিশুরা এর মাঝে বিদ্যমান গেমস প্রোগ্রামগুলোর প্রতি আকৃষ্ট হয়ে অধ্যয়ন থেকে বিমুখ থাকে।
৩. তরুণ তরুণীরা এর দ্বারা অনর্থক কথা বলে এবং নিষিদ্ধ ভালোবাসায় লিপ্ত হয়।
৪. ডাকাত ও সন্ত্রাসীরা এর দ্বারা নিজেদের মাঝে যোগাযোগ রক্ষা করে।
৫. বর্তমানে মোবাইলে ইন্টারনেট সংযোগ দেওয়া হয়। তরুণরা এর দ্বারা অশ্লীল, সাইটগুলো ব্যবহার করে।

উপসংহার : 

আমরা সতর্কতার সাথে আধুনিক আবিষ্কারসমূহ ব্যবহার করব। কেননা এর যেমন উপকারিতা রয়েছে, তেমনি এ সকল আবিষ্কার ক্ষতিরও কারণ হয়ে থাকে।


Follow us WhatsApp Channel!
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.