বিরক্তিকর এড মুক্ত আমাদের Abswer.com অফিসিয়াল App ডাউনলোড করুন Install Now!
Guide Books Textbooks Suggestions Question Bank Syllabus NTRCA Preparation

আর্শ কী আকল দঙ্গ হ্যায় চরখ মে আসমান হ্যায় (লোপ পেয়ে যায় আরশের ও জ্ঞান ফিরছে ঘুরে সে আসমান) - বাংলা উচ্চারণ ও কাব্যনুবাদ

Admin
Join Telegram for New Books

(toc)

আর্শ কী আকল দঙ্গ হ্যায় চরখ মে আসমান হ্যায়

বাংলা উচ্চারণ ও কাব্যনুবাদ


আর্শ কী আকল দঙ্গ হ্যায় চরখ মে আসমান হ্যায়,
জানে মুরাদ আর কিধার হায়ে তেরা মকান হ্যায়ঁ ॥

লোপ পেয়ে যায় আরশের ও জ্ঞান ফিরছে ঘুরে সে আসমান
সব উদ্দেশ্যের কোথায় সে জান, হায়রে কোথায় সে উঁচু স্থান ॥
---------------

বযমে সনায়ে যুলফ মে মেরী আরুসে ফিকর কো 
সারী বাহারে হাশত খুলদ ছোটা সা ইৎরদান হ্যায় ॥

কেশদামের গুণগানের মজলিস, দুলহানরূপ এই চিন্তায় হদিস,
আট বেহেশেতের এ বিশাল কানন, ছোট্ট সে এক আতরদান ॥
---------------

আরশ পেহ্ জাকে মুরগে আকল থক কে গিরা গশ আ গ্যায়া,
আউর আভী মনযিলো পারে পেহলাহী আ-সতান হ্যায় ॥

আরশে গিয়ে জ্ঞানের পাখি, পড়ল লুটে, জ্ঞান রয়নি বাকী,
আর ও কত মনযিল যে বাকী, এই নবীর পয়লা সোপান ॥
---------------

আরশ পেহ্ ভাযাহ ছেড় ও ছাড় পরশ পেহ্ তুরফা ধুম ধাম,
কান জিধার লাগাইয়ে তেরী হী দাসতান হ্যায় ॥

আরশে নতুন কী সে গুঞ্জন, এ ভুলোকেও কী আয়োজন,
নবী তোমার চর্চাই শুনি, যে দিকে দেই মনের কান ॥
---------------

ইক তেরে রুখ কী রুশনী চ্যাইন হ্যায় দো জাহান কী,
ইনস কী উনস উসী সে হ্যায় জানকী উঅহী জান হ্যায় ॥

জ্যোতি সে তব চেহারা পাকের, প্রশান্তি আনে দোজাহানের,
মানবের এ প্রেম সেখান হতেই তা হতে সব প্রাণীরই প্রাণ  ॥
---------------

উঅহ্ জু না থে তু কুছ না থা, উঅহ জু না হোঁ তু কুছ নহো,
জান হ্যায়ঁ উঅহ জাহান কী জান হ্যায় তু জাহান হ্যায় ॥

না ছিল কিছুই ছিলেনা যখন, না হলে তুমি, নয় এ সৃজন,
প্রাণ তুমি তো এ জাহানের, প্রাণ হলেই তো হয় এ জাহান ॥
---------------

গোদ মে আলমে শাবাব হালে শাবাব কুছ না পু-ছ,
গুল বনে বাগে নূর কী আওর হী কুছ উঠান হ্যায় ॥

কোলে ভরা যৌবনের ভূবন, মরি মরি এক অপূর্ব মন
নূর বাগিচার সেই কিশলয় বেড়ে সে যায় ওই লা-মকান ॥
---------------

তুঝ সা সিয়াহ্ কার কওন উনসা শফী হ্যায় কাহাঁ,
ফির তুঝহী কো ভূল জায়ে দিল, ইয়ে তেরা গুমান হ্যায় ॥

আমার মত নেই পাপী ধরায় তাঁর মত দয়ালু কোথায়,
ভাবিস কেন সে যাবে ভুলেই, ভাবনা সে ভুল হে পাপীপ্ৰাণ ॥
---------------

পেশে নযর উঅহ নও বাহার, সেজদে কো দিল হ্যায় বেকারার,
রোকিয়ে সর কো রোকিয়ে হাঁ ইয়েহী ইমতিহান হ্যায় ॥

নব বসন্ত সামনে হেরি, দিল পাগল কয় সিজদা করি,
রুখো, রুখো শির একটু রুখো আশেকের পরীক্ষা মহান ॥
---------------

শানে খোদা না সাথ দে, উনকে খেরাম কা উঅহ বায,
সিদরাহ্ সে তায মে জিসে নর্মসী ইক উড়ান হ্যায় ॥

অপূর্ব! সে যায় উর্ধে একা, জিব্রাইলেরও নেই সে পাখা,
সিদরা থেকে এ যমীনে যাঁর সামান্যতম একটু উড়ান ॥
---------------

বারে জালাল উঠা লিয়া গরচে্হ কলীজা শক্ব হুয়া,
ইউঁ তু ইয়ে মাহে সবযা রঙ্গ নযরোঁ মে ধান পান হ্যায় ॥

কুদরতের সে তজরী ভার, বইলো যদিও বুক ভাঙে তাঁর,
এমনিতে তাঁর নাজুক বলন, দেখতে সে চাঁদ হুড়ায় পরান ॥
---------------

খাওফ না রাখ রেখা, তু তু হ্যায় আবদে মুস্তফা,
তেরে লিয়ে আমান হ্যায় তেরে লিয়ে আমান হ্যায় ॥

ভয় কী 'রেখা' হাশরে আর, গোলাম তুমি যে মোস্তফার,
নির্ভাবনায় থাক তুমি অভয়বাণী শুনলে 'আমান' ॥
---------------


Toolsax

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
Join