ওয়াহ্ কিয়া জুওদ্ ও কারাম (কী অশেষ দান দখিনা) - বাংলা উচ্চারণ ও কাব্যনুবাদ
ওয়াহ্ কিয়া জুওদ্ ও কারাম : বাংলা উচ্চারণ ও কাব্যনুবাদ -------------------------
ওয়াহ্ কিয়া জুওদ্ ও কারাম হ্যায় শাহে বাত্হা তেরা নেহী' সুনতা হি নেহী মাংগনে ওয়ালা তেরা ॥ কী অশেষ দান দখিনা সাহারার বাদশা তোমার, শোনে না 'না' কখনো ভিখারী যে দ্বারে তোমার॥
----------------- ধারে চলতে হেঁ আতা কে উঅহ হ্যায় কতরা তেরা, তারে খিলতে হেঁ সাখা কে উঅহ হ্যায় যররা তেরা ॥ দানেরই ধারা বহে, সে তোমার ফোঁটা গো হে ওই অযুত তারা জ্বলে, সে যে এক বিন্দু দয়ার॥
----------------- ফয়স্ হ্যায় ইয়া শাহে তসনীম নিরালা তেরা আপ পিয়াসোঁ কে তজস্সুস মে হ্যায় দরইয়া তেরা ॥ উপমা নাই করুণার, হে মালিক জান্নাতী ধারার, খুঁজে পিয়াসী কোথা আপনি দরিয়া তোমার ॥
----------------- আগ্নিয়া পালতে হেঁ দর সে উঅহ হ্যায় বাড়া তেরা, আসফিয়া চলতে হেঁ সর সে উঅহ হ্যায় রাস্তা তেরা ॥ দুয়ারে রাজ রাজড়া গড়ায়, নসীবে পড়বে আশায়, সুফীরা মাথা ঠেকায় সে পদচিহ্নে তোমার ॥
----------------- ফরশ্ ওয়ালে তেরী শওকত কা উলূ কিয়া জানে খুসরুওয়া আরশ্ পেহ্ উড়তা হ্যায় পহরীরা তেরা ॥ কী মোদের সাধ্য আবার, তোমারই মর্যাদা মাপার, ওগো বাদশাহ আরশে উড়ে পতাকা তোমার॥
---…