আমাদের সাইটের নতুন আপডেট পেতে এ্যাপ্স ইন্সটল করে রাখুন Install Now!

লাম ইয়াতি নাযীরুকা ফী নাযরিন (উপমা তোমার কেউ দেখেনি কখন) - বাংলা উচ্চারণ ও কাব্যনুবাদ

লাম ইয়াতি নাযীরুকা ফী নাযরিন (উপমা তোমার কেউ দেখেনি কখন) - বাংলা উচ্চারণ ও কাব্যনুবাদ
Join our Telegram Channel!

লাম ইয়াতি নাযীরুকা ফী নাযরিন: 

বাংলা উচ্চারণ  ও কাব্যনুবাদ

--------------------------
লাম ইয়াতি নাযীরুকা ফী নাযরিন, মিসলে তু নাহ শুন পয়দা জানা,
জগরাজ কো ভাজ তুরে সরসু, হ্যায় তুঝকো শাহে দোসরা জানা ॥

উপমা তোমার কেউ দেখেনি কখন, তোমারই মত কেউ হয়নি সৃজন,
সম্রাট-মুকুট তব শিরে তো শোভে, দোজাহানে তুমিই তো এমনি রাজন ॥
-------------------------
আলবাহরু আলা ওয়াল মাওজু তাগা, মান বে কস ও তুফা হু-শরুবা,
মুঞ্জধারমে হোঁ বিগড়ী হ্যায় হাওয়া, মোরী নাইয়া পার লাগা জানা ॥

সাগর উচ্ছ্বাসে আর ঢেউ বে-সামাল, অসহায় আমি, ঝড় কী যে ভয়াল!
মাঝ দরিয়ায় আমি হাওয়া যে মাতাল, মম কান্ডারী তরী পার করো হে এখন ॥
-------------------------
ইয়া শামসু নাযারতি ইলা লাইলী, চু-বতাইবা রসী আরযে বকুনী
তোরী জুত কী ঝলঝল জগমে রচী মুরী শব নে না নিন হোনা জানা ॥

হে সূর্য দেখেছ রাত্রি আমার, মদিনায় গিয়ে নিবেদিও এ ব্যাপার,
তব কিরণ জ্যোতি কাটে ভবের আঁধার, মম রাত্রি কাটেনা বিরহ মগন ॥
-------------------------
লাকা বাদরুন ফিল ওয়াজহিল আজমান, খতহালায়ে মাহ্ যুলফে আবরে আজাল,
তুরে চন্দন চন্দর পরো কুন্ডল রহমত কী ভরন বরসা জানা ॥

সুন্দরতম মুখে পূর্ণ যে চাঁদ, দাগ আছে যেন তায় ফুলফের ও বাঁধ,
তব চাঁদ মুখে ফুলও সে মায়ারই অগাধ বর্ষে যে করুণাধারা বর্ষণ  ॥
-------------------------
আনা ফী আতশিউঁ ওয়া সাখাকা আতাম, আয় গ্যসুয়ে পাক আর আবরে কারাম,
বরসন হারে রিমঝিম রিমঝিম দো বোন্দ  ইধার ভী রা জানা ॥

তৃষ্ণার্ত আমি তব দান যে অপার, পূত কেশদামে মেঘ আছে তো দয়ার,
করে রিমঝিম রিমঝিম ধারা করুণার, দুটি বিন্দু এদিকে হোক না পতন ॥
-------------------------
ইয়া ক্বফিলাতী যীদী আজালাক রহমে বর হাসরাতে তিশনা লাবাক,
মোরা জীরা লরজে দাড়াক দাড়াক তয়বা সে আভী না সুনা জানা ॥

থামো আরো কিছুক্ষণ কাফেলা মোর, দয়া করো, কাটুক মম তৃষ্ণার ঘোর,
কাঁপে কলজে সে ধুকধুক ভয়ে দূরু দূর, তায়বাতে তবে কি করলো শ্রবণ ॥
-------------------------
ওয়াহান লিসুওয়াইআতিন যাহাবাত, আঁ আহদে হুযুরে বা-ৱে গাহাত,
জব ইয়াদা ওয়াতে মো হে কিরনা পারাত দরদা উহ্ মদীনা কা জানা ॥

হায় কেটে যায় সংক্ষিপ্ত গ্রহর, মদীনাতে কাটে যা চরণে বিভোর,
যবে স্মরণে আসে সেই রূপ মনোহর, ব্যথা জাগে মদীনায় যেতে এখন ॥
-------------------------
আল ক্বলবু শাজি ওয়াল হাম্মু শুজোঁ দিল যারে চুনী ও জাঁ মেরে চুনো
পত আপনি বেপত মে কা সে কহোঁ মোরা কৌন হ্যায় তেৱে সিওয়া জানা ॥

হতচিত্ত মম, জ্বালা অবিরত, মন ও প্রাণ জ্বলে তায় তিক্ত ক্ষত,
পথ এমনি বিপথে খুঁজব কত তুমি ছাড়া বিজনে কে আছে স্বজন ॥
-------------------------
আর রূহো ফিদাকা ফাযিদ হারক্বা ইক শো'লা দিগর বর যন ইশকা,
মোরা তন-মন-ধন সব ফুঁক দিয়া ইয়ে জান ভী পিয়ারে জালা জানা ॥

নিবেদিত এ প্রাণ, বাড়ে প্রেমের অনল প্রেম শিখা হৃদয়ে, এমনি ধকল,
মম তনুমন ধন সঁপে দিয়েছি সকল, প্রিয় নবী ছাড়া নাহি বাঁচে এ জীবন ॥
-------------------------
বস্ খামায়ে খামে নওয়ায়ে রেখা না ইয়ে ত্বরয্ মেরী না হয়ে রঙ্গ মেরা
ইরশাদ আহিব্বা নাত্বেক্ব থা নাচার ইস রাহ্ পড়া জানা ॥

দাও ক্ষান্ত কলম হে রেখা তোমার না নিয়ম জানি, না যোগ্য যে তার,
পীড়াপীড়ি সাথীদের ছিল অপার, অসহায়ের এ পথে তাই তো চলন ॥
-------------------------

Follow us WhatsApp Channel!
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.