লাম ইয়াতি নাযীরুকা ফী নাযরিন (উপমা তোমার কেউ দেখেনি কখন) - বাংলা উচ্চারণ ও কাব্যনুবাদ

লাম ইয়াতি নাযীরুকা ফী নাযরিন (উপমা তোমার কেউ দেখেনি কখন) - বাংলা উচ্চারণ ও কাব্যনুবাদ
Join Telegram for More Books

লাম ইয়াতি নাযীরুকা ফী নাযরিন: 

বাংলা উচ্চারণ  ও কাব্যনুবাদ

--------------------------
লাম ইয়াতি নাযীরুকা ফী নাযরিন, মিসলে তু নাহ শুন পয়দা জানা,
জগরাজ কো ভাজ তুরে সরসু, হ্যায় তুঝকো শাহে দোসরা জানা ॥

উপমা তোমার কেউ দেখেনি কখন, তোমারই মত কেউ হয়নি সৃজন,
সম্রাট-মুকুট তব শিরে তো শোভে, দোজাহানে তুমিই তো এমনি রাজন ॥
-------------------------
আলবাহরু আলা ওয়াল মাওজু তাগা, মান বে কস ও তুফা হু-শরুবা,
মুঞ্জধারমে হোঁ বিগড়ী হ্যায় হাওয়া, মোরী নাইয়া পার লাগা জানা ॥

সাগর উচ্ছ্বাসে আর ঢেউ বে-সামাল, অসহায় আমি, ঝড় কী যে ভয়াল!
মাঝ দরিয়ায় আমি হাওয়া যে মাতাল, মম কান্ডারী তরী পার করো হে এখন ॥
-------------------------
ইয়া শামসু নাযারতি ইলা লাইলী, চু-বতাইবা রসী আরযে বকুনী
তোরী জুত কী ঝলঝল জগমে রচী মুরী শব নে না নিন হোনা জানা ॥

হে সূর্য দেখেছ রাত্রি আমার, মদিনায় গিয়ে নিবেদিও এ ব্যাপার,
তব কিরণ জ্যোতি কাটে ভবের আঁধার, মম রাত্রি কাটেনা বিরহ মগন ॥
-------------------------
লাকা বাদরুন ফিল ওয়াজহিল আজমান, খতহালায়ে মাহ্ যুলফে আবরে আজাল,
তুরে চন্দন চন্দর পরো কুন্ডল রহমত কী ভরন বরসা জানা ॥

সুন্দরতম মুখে পূর্ণ যে চাঁদ, দাগ আছে যেন তায় ফুলফের ও বাঁধ,
তব চাঁদ মুখে ফুলও সে মায়ারই অগাধ বর্ষে যে করুণাধারা বর্ষণ  ॥
-------------------------
আনা ফী আতশিউঁ ওয়া সাখাকা আতাম, আয় গ্যসুয়ে পাক আর আবরে কারাম,
বরসন হারে রিমঝিম রিমঝিম দো বোন্দ  ইধার ভী রা জানা ॥

তৃষ্ণার্ত আমি তব দান যে অপার, পূত কেশদামে মেঘ আছে তো দয়ার,
করে রিমঝিম রিমঝিম ধারা করুণার, দুটি বিন্দু এদিকে হোক না পতন ॥
-------------------------
ইয়া ক্বফিলাতী যীদী আজালাক রহমে বর হাসরাতে তিশনা লাবাক,
মোরা জীরা লরজে দাড়াক দাড়াক তয়বা সে আভী না সুনা জানা ॥

থামো আরো কিছুক্ষণ কাফেলা মোর, দয়া করো, কাটুক মম তৃষ্ণার ঘোর,
কাঁপে কলজে সে ধুকধুক ভয়ে দূরু দূর, তায়বাতে তবে কি করলো শ্রবণ ॥
-------------------------
ওয়াহান লিসুওয়াইআতিন যাহাবাত, আঁ আহদে হুযুরে বা-ৱে গাহাত,
জব ইয়াদা ওয়াতে মো হে কিরনা পারাত দরদা উহ্ মদীনা কা জানা ॥

হায় কেটে যায় সংক্ষিপ্ত গ্রহর, মদীনাতে কাটে যা চরণে বিভোর,
যবে স্মরণে আসে সেই রূপ মনোহর, ব্যথা জাগে মদীনায় যেতে এখন ॥
-------------------------
আল ক্বলবু শাজি ওয়াল হাম্মু শুজোঁ দিল যারে চুনী ও জাঁ মেরে চুনো
পত আপনি বেপত মে কা সে কহোঁ মোরা কৌন হ্যায় তেৱে সিওয়া জানা ॥

হতচিত্ত মম, জ্বালা অবিরত, মন ও প্রাণ জ্বলে তায় তিক্ত ক্ষত,
পথ এমনি বিপথে খুঁজব কত তুমি ছাড়া বিজনে কে আছে স্বজন ॥
-------------------------
আর রূহো ফিদাকা ফাযিদ হারক্বা ইক শো'লা দিগর বর যন ইশকা,
মোরা তন-মন-ধন সব ফুঁক দিয়া ইয়ে জান ভী পিয়ারে জালা জানা ॥

নিবেদিত এ প্রাণ, বাড়ে প্রেমের অনল প্রেম শিখা হৃদয়ে, এমনি ধকল,
মম তনুমন ধন সঁপে দিয়েছি সকল, প্রিয় নবী ছাড়া নাহি বাঁচে এ জীবন ॥
-------------------------
বস্ খামায়ে খামে নওয়ায়ে রেখা না ইয়ে ত্বরয্ মেরী না হয়ে রঙ্গ মেরা
ইরশাদ আহিব্বা নাত্বেক্ব থা নাচার ইস রাহ্ পড়া জানা ॥

দাও ক্ষান্ত কলম হে রেখা তোমার না নিয়ম জানি, না যোগ্য যে তার,
পীড়াপীড়ি সাথীদের ছিল অপার, অসহায়ের এ পথে তাই তো চলন ॥
-------------------------

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now