
শাইখুল মুদাররিসীন আল্লামা হাফেয মুহাম্মদ আব্দুল জলিল রাহমাতুল্লাহি আলাইহির এক অমর সৃষ্টি। কিতাবটি সমাজে বহুল আলোচিত কিছু বিষয় ইসলামিক দলীল সহযোগে লেখা হয়েছে।পাঠকদের কোন নির্দিষ্ট বিষয় সহজে দেখবার জন্য সুন্নীবার্তা রির্সাস টিম বইটি নির্দিষ্ট বিষয় ভিত্তিকভাবে প্রকাশ করছে।
ফতোয়ায়ে ছালাছীন বা ৩০ ফতোয়া
১. মৃত ব্যাক্তির কাছে সাহায্য চাওয়ার দলীল
২. আল্লাহ ছাড়া অন্যের নামে মানত করা,পশু ছেড়ে দেয়া বা যবেহ করার দলীল
৩. মৃত ব্যক্তিদের রূহানী কতৃর্ত্বের দলীল
৪. মাযারবাসীর কাছে রূহানী সাহায্য চাওয়ার দলীল
৫. কোন অনুষ্টানে ওলী -আল্লাহদের রূহানী উপস্থিতির দলীল
৬. নবী অলীগণের আল্লাহ প্রদত্ত ইলমে গায়েবের দলীল
৭. আল্লাহ প্রদত্ত ক্ষমতাবলে অন্য কেঊ কিছু দিতে পারার দলীল
৮. মৃত ব্যক্তিকে উছিলা বানিয়ে দোয়া করার দলীল
৯. কবরকে কেন্দ্র করে উরস করার দলীল
১০. মাযারে গিয়ে বাচ্চার চল্লিশা করা, চুল কামানো ও শিরনী দেয়ার দলীল
১১. মাযারে বাতি দেওয়া ও সিজদা করার প্রসঙ্গে –
১২. কবরে ফুল দেওয়া, কবরবাসীর নিকট সম্মান ও টাকা পয়সা চাওয়া এবং কবর প্রদক্ষিন করার দলীল
১৩. মাযারে উরস উপলক্ষে ঢোল তবলা বাজানো, মাযারে চাদর দেওয়া প্রসঙ্গে
১৪. কবরে বাতি জ্বালানো, কবর সিজদা করা, মেয়েলোকের কবর যিয়ারত, মাযারে গম্বুজ ও কোবরা নির্মাণ করা প্রসঙ্গে
১৫. কবর যিয়ারত করার উদ্দেশ্যে সফর করার দলীল –
১৬. প্রচলিত মিলাদ মাহফিল জায়েযের দলীল –
১৭. শবে- বরাতের হালুয়া- রুটী জায়েযের দলীল –
১৮-১৯. রোগ বা বিপদ থেকে মুক্তির জন্য হাতে সুতা তাগা বাধা,কোরআনের আয়াত দ্বারা তাবিজ তুমার বাধার দলীল –
২০. প্রচলিত কদমবুচি (পদচুম্বনের) দলীল –
২১. বর –কনের গায়ে হলুদ দেয়ার প্রথা প্রসঙ্গে-
২২. চেহ্লাম বা চল্লিশা করার দলীল –
২৩. তাযিমী সিজদা শির্ক না হওয়ার দলীল – তবে কবিরা গুনাহ্-
২৪. ইছতিনজার সময় কাশাকাশি, গলা ঝাডা দেয়া প্রসঙ্গে-
২৫. উচ্চৈঃস্বরে যিকির করার দলীল –
২৬. ঈদে মিলাদুন্নবী (দঃ) পালনের দলীল –
২৭. জন্ম দিবস পালন করার দলীল –
২৮. শবে- বরাত সম্পর্কে খতীব ওবায়দুল হকের মন্তব্য রদ-
২৯. শবে- বরাত সম্পর্কে দেলাওয়ার হোসাইন সাঈদীর মন্তব্য রদ-
৩০. গাউসুল আযম, মুশকিল কুশা, গরীব নওয়াজ ও কাইউমে জামান উপাধী সম্পর্কে আবদুল কাহহারের কটুক্তির জবাব -
Assalamu Alaikum Wa Rahmatullah
Greetings!
Provide your feedback.