আমাদের সাইটের নতুন আপডেট পেতে এ্যাপ্স ইন্সটল করে রাখুন Install Now!

মাদানী ক্বায়িদা বাংলা: কুরআনে পাক বিশুদ্ধ মাখরাজ সহকারে পড়ার প্রাথমিক ক্বায়িদা - Madani Qaida Bengali: The basic Qaida of reciting the Quran with pure purity

মাদানী ক্বায়িদা বাংলা পিডিএফ, কুরআনে পাক বিশুদ্ধ মাখরাজ সহকারে পড়ার প্রাথমিক ক্বায়িদা, Madani Qaida Bengali Pdf
Join our Telegram Channel!
মাদানী ক্বায়িদা বাংলা: কুরআনে পাক বিশুদ্ধ মাখরাজ সহকারে পড়ার প্রাথমিক ক্বায়িদা - Madani Qaida Bengali: The basic Qaida of reciting the Quran with pure purity

মাদানী ক্বায়িদা বাংলা পিডিএফ: কুরআনে পাক বিশুদ্ধ মাখরাজ সহকারে পড়ার প্রাথমিক ক্বায়িদা - Madani Qaida Bengali Pdf: The basic Qaida of reciting the Quran with pure purity

হৃদয়ের আকাঙ্খা যেন কুরআন শিক্ষা ব্যপক হয়ে যায়, সকাল সন্ধ্যায় কুরআন তিলাওয়াত করা যেন আমার নিত্যকর্মে পরিণত হয়ে যায়। কুরআনে করীম, ফুরকানে হামীদ, আল্লাহ্ তা'আলার এমন কালাম যা সঠিক পথের দিশা, হিদায়াত এবং ইলম ও হিকমতের অমূল্য ভান্ডার। নবী করীম, রউফুর রহীম صلى الله عليه وسلم ইরশাদ করেন: خيركم تعلم القران وعلمة অর্থাৎ- তোমাদের মধ্যে সর্বোত্তম লোক হচ্ছে সে, যে কুরআনে পাক (নিজে) শিক্ষা অর্জন করে এবং অপরকে শিক্ষা প্রদান করে । (সহীহ বুখারী, কিতাবু ফ্যাইলুল কুরআন, ৪৩৫ পৃষ্ঠা, হাদীস নং-৫০২৭)

الحمد لله عز وجل! তবলীগে কুরআন ও সুন্নাতের বিশ্বব্যাপী অরাজনৈতিক সংগঠন দা'ওয়াতে ইসলামীর অধীনে কুরআনে পাকের শিক্ষাকে ব্যাপক প্রসার করার উদ্দেশ্যে দেশে বিদেশে হিফয ও নাজারার জন্য “মাদরাসাতুল মদীনা” নামে অসংখ্য মাদরাসা প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমান পরিসংখ্যান অনুযায়ী প্রায় এক লক্ষ মাদানী মুন্না ও মাদানী মুন্নীদেরকে বিনা বেতনে হিফয ও নাজারা শিক্ষা দেয়া হচ্ছে। অনুরুপভাবে বিভিন্ন মসজিদে সাধারণতঃ প্রতিদিন এশার নামাযের পর হাজারো মাদরাসাতুল মদীনা (প্রাপ্ত বয়স্কদের জন্য) চালু রয়েছে। যাতে বিনা বেতনে ইসলামী ভাইয়েরা বিশুদ্ধ মাখরাজ সহকারে হরফ সমূহের সঠিক উচ্চারণ সহ কুরআনে পাক শিক্ষা গ্রহণ, দোয়া সমূহ মুখস্থ করা সহ নামায ও সুন্নাত সমূহের শিক্ষা অর্জন করে থাকে। এছাড়াও পাকিস্তান সহ পৃথিবীর বিভিন্ন দেশে ঘরে ঘরে প্রতিদিন মাদরাসাতুল মদীনা (প্রাপ্ত বয়স্কা মহিলাদের জন্য) নামে হাজারো মাদরাসা চালু করা হয়েছে। এক পরিসংখ্যান অনুযায়ী এ লিখনী লিখা সময় পর্যন্ত কেবল বাবূল মদীনা করাচীতে ইসলামী বোনদের ১,৩১৭ মাদরাসা প্রায় প্রতিদিনই চালু রয়েছে যাতে ১২,০১৭ (১২ হাজার ১৭) ইসলামী বোন কুরআনে পাক, নামায ও সুন্নাত সমূহের বিনা ফীতে (ফ্রী) শিক্ষা অর্জন করছে এবং দোয়া সমূহ মূখস্থ করছে।

الحمد لله عز وجل! মাদরাসাতুল মদীনার অভিজ্ঞ শিক্ষকগণ কুরআনে পাক সহজভাবে শিখার জন্য “মাদানী ক্বায়িদা” সংকলন করেছেন। "মাদানী ক্বায়িদা” এর মধ্যে ছোট-বড় ছাত্র ছাত্রীদের জন্য তাজভীদের মৌলিক ক্বায়িদাসমূহ যথাসম্ভব সহজভাবে বর্ণনা করা হয়েছে যাতে মাদানী মুন্না ও মাদানী মুন্নী এবং ইসলামী ভাই ও ইসলামী বোনেরা সহজেই বিশুদ্ধভাবে কুরআনে পাক পাঠ করা শিখতে পারে। অভিজ্ঞ ক্বারীগণ ইলমে তাজভীদ বিষয়ে মাদানী কায়িদাকে খুব সতর্কতার সাথে পর্যবেক্ষণ করছেন।

মাদানী ক্বায়িদার শিক্ষা পদ্ধতির জন্য “রাহনুমায়ে মুদাররিসীন” নামক কিতাবও সংকলন করা হয়েছে,যাতে সবক সমূহ পাঠ দানের পদ্ধতি বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে। যা দা’ওয়াতে ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদীনা কর্তৃক প্রকাশ করা হয়েছে, এছাড়া মাদানী ক্বায়িদার ভি,সি,ডি ও মেমোরী কার্ড আপনার নিকটস্থ মাকতাবাতুল মদীনা থেকে সংগ্রহ করতে পারবেন। যার মাধ্যমে এ মাদানী ক্বায়িদা বুঝে কুরআনে পাক পড়তে আরো সহজ হবে।

Madani Qaida Size: 20 MB

Follow us WhatsApp Channel!
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.