আমাদের সাইটের নতুন আপডেট পেতে এ্যাপ্স ইন্সটল করে রাখুন Install Now!

বাংলা ব্যাকরণ (পর্ব - ০১) | নিবন্ধন, প্রাইমারী রেলওয়ে, পরিবার পরিকল্পনা, খাদ্য, সমাজসেবা, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর চাকরির জন্য গুরুত্বপূর্ণ সাজেশন (Job Preparation - Bangla Grammar 1st Part)

বাংলা ব্যাকরণ (পর্ব - ০১) | নিবন্ধন, প্রাইমারী রেলওয়ে, পরিবার পরিকল্পনা, খাদ্য, সমাজসেবা, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর চাকরির জন্য গুরুত্বপূর্ণ সাজেশন (Job
Join our Telegram Channel!

বর্তমানে পৃথিবীতে সাড়ে তিন হাজারের বেশি ভাষা রয়েছে। এর মধ্যে প্রায় ত্রিশ কোনটি লোকের ভাষা বাংলা। ভাষাবিদ সুনীতকুমার, ড. মোহাম্মদ শহদুল্লাহর সংজ্ঞাগুলো ভালো করে দেখে যাবেন। 

  1. ব্যাকরণ ও ভাষার মধ্যে কোনটি আগে সৃষ্টি হয় ?  উত্তর: ভাষা 
  2. ব্যাকরণ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে ? উত্তর: সংস্কৃত 
  3. কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে ? উত্তর: বঙ্গকামরূপী
  4. মাগধী ভাষা থেকে কোন ভাষার উৎপত্তি ? উত্তর: বাংলা। 
  5. বাংলা ভাষার কয়টি রূপ ? উত্তর: দুইটি। 
  6. উপভাষা কোনটি ? উত্তর: অঞ্চল বিশেষের মানুষের মুখের কথা। 
  7. ‘গুরুচন্ডালি দোষ’ বলতে কি বুঝ ? উত্তর: সাধু ও চলিত ভাষার মিশ্রণ। 
  8. সাধু ও চলিত রীতি বাংলা ভাষার কোন রূপে বিদ্যমান ? উত্তর: লেখ্য। 
  9. ভাষার মৌলিখ অংশ কয়টি ? উত্তর: তিনটি। 
  10. সাধুভাষা সাধারণত কোথায় অনুপযোগী ? উত্তর: নাটকের সংলাপে। 
  11. বাংলা সাধু ভাষা বলতে বুঝায়। উত্তর: তৎসম শব্দবহুল ভাষার রীতি। 
  12. কোন্ ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট ? উত্তর: সাধুভাষা।
  13. সাধু ও চলিত রীতিতে অভিন্ন রূপে ব্যাবহৃত হয়- উত্তর: অব্যয়। 
  14. ভাষার কোন রীতি কেবল লেখ্য রূপে ব্যাবহৃত হয় ? উত্তর: সাধু রীতি ।
  15. কোন ভাষায় সাহিত্যের গাম্ভীর্য ও আভিজাত্য প্রকাশ পায়? উত্তর: সাধু ভাষায়। 
  16. সাধুরীতিতে কোন পদটির দীর্ঘরূপ হয়না ? উত্তর: অব্যয় ।
  17. গুরুচন্ডালী দোষমুক্ত কোনটি ? উত্তর: শবদাহ।

ব্যাকরণের শ্রেণিবিভাগঃ- 

  1. ব্যাকরণ শব্দের সিঠিক অর্থ কি ?  উত্তর: বিশেষভাবে বিশ্লেষণ। 
  2. ব্যাকরণের কাজ কি ?  উত্তর: ভাষার অভ্যন্তরীণশৃঙ্খলা আবিষ্কার। 
  3. বাংলা ব্যাকরণ  প্রথম রচনা করেন  উত্তর: এন.বি. হেলহেড। 
  4. বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন কে ?  উত্তর: রাজা রামমোহন রায়। 
  5. ‘ব্যাকরণ’ কোন ভাষার শব্দ ?  উত্তর: সংস্কৃত 
  6. বাংলা ব্যাকরণের শাখা নয় কোনটি ?   উত্তর: ভূতত্ত্ব। 
  7. ব্যাকরণের মূল উদ্দেশ্য হলো-  উত্তর: ভাষাকে জানা ও বুঝা। 

ধ্বনি ও বর্ণঃ

  1. বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণ কয়টি ?  উত্তর: ৮টি। 
  2. বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি ?  উত্তর: দশটি। (এ,ঐ,ও,ঔ,ঙ,ঞ,ৎ,ং,ঃ,ও,  ঁ) 
  3. বাংলা স্বরধ্বনিতে মোট কয়টি দীর্ঘস্বর আছে ?  উত্তর: ৭টি। 
  4. মৌলিক স্বরধ্বনি কয়টি ?  উত্তর: ৭টি। (অ,আ,ই,উ,এ,ও,অ্যা) 
  5. ‘ষ্ণ’ যুক্তবর্ণটিকে ভাঙলে কোন দুটি বর্ণ পাওয়া যায় ?  উত্তর: ষ্+ণ 
  6. ঐ, ও, ঔ কোন প্রকারের ধ্বনি ?  উত্তর: দীর্ঘস্বর 
  7. দুটি মৌলিক স্বরবর্ণ যোগে যে অক্ষর সৃষ্টি হয় তাকে কী বলে ?  উত্তর: যৌগিক স্বর। 
  8. বাংলা ভাষাায় যৌগিক স্বরধ্বণির সংখ্যা কয়টি ?   উত্তর: ২৫টি। 
  9. কোন গুলো দন্ত্য ধ্বনি ?  উত্তর: ত,থ,দ,ধ,ন। 
  10. বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা ব্যবহৃত কয় কয়টি বর্ণে ?  উত্তর: ৩২টি। 
  11. ভাষার মূল উপকরণ কী?  উত্তর: বাক্য 
  12. যৌগিক স্বরের উদাহরণ কোনটি ?  উত্তর: খাই 
  13. কোনটি মৌলিক স্বরধ্বনি?  উত্তর: (ক) ঐ  (খ) ✓এ  (গ) ঈ  (ঘ) ঔ 
  14. পাশাপাশি দু’টো স্বরধ্বনি একাক্ষর হিসেবে উচ্চারিত হলে তাকে কি বলে ?  উত্তর: যৌগিক স্বরধ্বনি। 
  15. ধ্বনি বিপর্যয়ের উদাহরণ-  উত্তর: পিশাচ→পিচাশ।

ণ-ত্ব বিধান ও ষ-ত্ব বিধানঃ

  1. কোন বর্ণের ধ্বনির আগে দন্ত্য ন, ণ হয় ?   উত্তর: ট-বর্গীয়। 
  2. ণ-ত্ববিধান অনুসারে নিচের কোন বানানটি অশুদ্ধ ? উত্তর:পুরণো। 
  3. আষাঢ় শব্দটি- উত্তর: নিত্য মূর্ধন্য ষ। 

সন্ধি-বিচ্ছেদঃ

    1. ষোড়শ এর সন্ধি-বিচ্ছেদ- উত্তর: ষট+দশ 
    2. প্রাতরাশ- উত্তর: প্রাতঃ+আশ 
    3. পরস্পর-  উত্তর: পর+পর 
    4. কাঁদ+না= এটি কোন সন্ধি ?  উত্তর: ব্যাঞ্জন সন্ধি। 
    5. দেবালয়ের সন্ধি বিচ্ছেদ কোনটি ? উত্তর: দেব+আলয়।
    6. স্বরসন্ধির উদাহরণ হলো-  উত্তর: হিমালয়। 
    7. চলচিত্র শব্দের সন্ধিবিচ্ছেদ-  উত্তর: চলৎ+চিত্র ।
    8. দুই বর্ণের পরস্পর মিলনকে কী বলে ? উত্তর: সন্ধি 
    9. ‘ততোধিক’  উত্তর: ততঃ+অধিক 
    10. ‘ক্ষুদার্থ’  উত্তর: ক্ষুধা+ঋত 
    11. শিরঃ+ছেদ  উত্তর: শিরশ্ছেদ। 
    12. দ্যুলোক  উত্তর: দিব+লোক 
    13. ‘ষড়ঋতু’ উত্তর: ষট্+ঋতু 
    14. ‘শীতার্ত’  উত্তর: শীত=ঋত 
    15. ‘ষষ্ঠ’-এর সন্ধি-বিচ্ছেদ কর । উত্তর: ষষ্+থ 
    16. ‘মনস্তাপ’  উত্তর: মনঃ+তাপ 
    17. ‘বৈটক’  উত্তর: বৈট+ক 
    18. ‘বাগদান’  উত্তর: বাক্+দান 
    19. নিষ্ঠা উত্তর: নিঃ+ঠা 
    20. ‘দুশ্চরিত্র’  উত্তর: দুঃ+চরিত্র 
    21. রান্না  উত্তর: রাঁধ্+ না 

    বাংলা উপসর্গঃ

    1. বাংলা উপসর্গ মোট-  উত্তর: একুশটি। অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা) কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা। 
    2. সজাগ শব্দের স উপসর্গটি খাটি বাংলা। অনতিবৃহৎ শব্দটি দুইটি উপসর্গ যোগে গঠিত। 
    3. ‘অ’ উপসর্গ-   উত্তর: ‘অচিন’ শব্দে নঞর্থক অর্থে ব্যবহৃত হয়। 
    4. ‘হা’ উপসর্গ-   উত্তর: হাভাতে শব্দে অভাব হিসেবে ব্যবহৃত হয়। 
    5. বেটাইম শব্দটি গঠিত হয়েছে-   উত্তর: ফারসি ও ইংরেজি শব্দে। 
    6. হরেক রকম এ   উত্তর: হর শব্দটি উর্দু-হিন্দি উপসর্গ হর যোগে গঠিত হয়েছে। 
    7. নিমরজি শব্দে উপসর্গ ব্যাবহৃত হয়েছে-   উত্তর: বিদেশি। 
    8. কার অর্র্থবাচকতা নেই,অর্থদ্যোতকতা আছে।   উত্তর: উপসর্গের। 
    9. বাংলা ভাষায় ব্যবহৃত সংস্কৃত উপসর্গ কতটি / বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম উপসর্গ কতটি?   উত্তর: ২০ টি। 
    10. কোনটি খাটি বাংলা উপসর্গ ? বেমালুম/ ✓ অজানা/ আভাস/ গরমিল 

    শব্দ ও শব্দ প্রকরণঃ

    1. আদালত শব্দটি কোন ভাষার ?  উত্তর: আরবি। 
    2. উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দসমূহকে কয়টি শ্রেণিতে ভাগ করা যায় ?  উত্তর: ৫টি ।
    3. ‘কার্তুজ’ কোন ভাষার শব্দ ?  উত্তর: ফারসি। 
    4. ‘কলম, কোন ভাষার-  উত্তর: আরবি ।
    5. ‘রুইতন’ শব্দটি-  উত্তর: ওলন্দাজ ।
    6. হরতাল-  উত্তর: গুজরাটি ।
    7. ‘লুঙ্গি’কোন ভাষার শব্দ ?  উত্তর: বর্মী ।
    8. ‘চৌ-হদ্দি’ কোন ভাষার শব্দ ?  উত্তর: সংস্কৃত+আরবি। 
    9. ‘খদ্দর, হরতাল কোন প্রকারের শব্দ ?  উত্তর: গুজরাটি ।
    10. ‘জানালা’ শব্দটি-  উত্তর: পর্তুগিজ ।
    11. ‘হাটবাজার’ কোন কোন ভাষার শব্দ নিয়ে গঠিত?  উত্তর: বাংলা ও ফারসি ।
    12. ডাক্তার বাবুু- কোন শ্রেণির শব্দ ?  উত্তর: মিশ্র ।
    13. শব্দার্থ অনুসারে বাংলা ভাষার শব্দসমষ্টিকে ভাগ করা যায়-  উত্তর: ৩ভাগে। 
    14. মিতালি কোন ভাষার শব্দ ?  উত্তর: যৌগিক ।
    15. আলকাতরা শব্দটি কোন ভাষার ?  উত্তর:  ফারসি ও আল-কাতরাহ আরবি  ।
    16. রেস্তোরাঁ কোন ভাষার শব্দ ?  উত্তর: ফারসি ।
    Follow us WhatsApp Channel!
    Cookie Consent
    We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
    Oops!
    It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
    AdBlock Detected!
    We have detected that you are using adblocking plugin in your browser.
    The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
    Site is Blocked
    Sorry! This site is not available in your country.