রাসূল ﷺ আমাদের কতটা ভালোবাসেন? - How much love us Rasul ﷺ?

রাসূল ﷺ আমাদের কতটা ভালোবাসেন? - How much love us Rasul ﷺ?
রাসূল ﷺ মার খেয়েছেন, বহিস্কৃত হয়েছেন, তায়েফে পাথর খেয়েছেন, মুখে চিন্তার ছাপ স্ফুটিত হয়েছিল, তাঁর ﷺ সম্মানিত স্ত্রীর ওপর অপবাদ দেওয়া হয়েছিল, লোকেরা তাকে জাদুকর বলেছিল, লোকেরা তাকে পাগল বলেছিল। পাহাড়ের ফেরেশতা নেমে আসল, ফেরেশতারা বললেন- তাদের ব্যাপারে আদেশ করুন (তথা শাস্তির নির্দেশ দিন)। (কিন্তু তিনি ﷺ বললেন) না। কেননা হয়তোবা তাদের বংশ থেকে আল্লাহ এমন কাউকে বের করবেন, যে কালিমা পাঠ করবেন ইসলামের পথে আসবেন। এটাই হলো রাসূল ﷺ এর দয়া। আমাদের জন্য নির্যাতিত হয়েছেন। আমাদের পূর্বে যত নবী ছিলেন তাদের একটা দোয়া ছিল যা করলে মহান আল্লাহ কবুল করে নিতেন। রাসূল ﷺ বললেন, তাঁরা কখন আল্লাহর নিকট এই দোয়া করতেন? যখন তাঁদের সম্প্রদায় তাঁদের বেশি কষ্ট দিত, তখন তাঁদের ব্যাপারে দোয়া (বদ দোয়া) করতেন। আমি ব্যতীত, আমি আমার এই দোয়াটাকে কিয়ামতের দিন আমার উম্মতের সুপারিশের জন্য রেখে দিয়েছি। রাসূল ﷺ তায়েফের তিনজন নেতার কাছে গেলেন- প্রথমজন বলল, আল্লাহ তোমায় ছাড়া আর কাউকে পেল না? যাকে কিনা আমাদের কাছে পাঠিয়েছেন?  এরপর দ্বিতীয় জনের কাছে গেলেন- সে বলল, আল্লাহর শপথ! হে মুহাম্মদ যদি তোমাকে আমরা কাবার গ…
Join