দরুদে তাজ - Darud-E-Taaj - دارود تاج (আরবি, বাংলা উচ্চারণ ও অর্থ)
দরূদে তাজ-এর ফযীলত ফজরের নামাযের পর ৭ বার দুরূদে তাজ পড়লে রুজী বৃদ্ধি পাবে এবং দ্রুত সম্পদশালী হবে। রাসূলে করীম সাল্লাল্লাহু তা‘আলা আলায়হি ওয়াসাল্লাম-এর দিদার লাভ করতে হলে জুমার রাতে চন্দ্র উঠার পর এশার নামাযের পর ওযূসহকারে পাক-খুশবুদার কাপড় পরে কেবলামুখী হয়ে বসে ১৭০ বার উক্ত দরূদ শরীফ পড়ে ঘুমাবে। পরপর ১১ রাতে এ আমল করলে রাসূলে করীম সাল্লাল্লাহু তা‘আলা আলায়হি ওয়াসাল্লাম-এর দিদার লাভে ধন্য হবে। দারিদ্র, দুঃখকষ্ট এবং শত্রু ও অত্যাচারী শাসক থেকে রক্ষা পেতে এ দুরূদ এশার নামাযের পর ৪০ দিন ৪১ বার করে পড়তে থাকবে। অন্তরের পবিত্রতার জন্য এ দুরূদ শরীফ ফজরের নামাযের পরে ৭ বার এবং আসর ও এশার নামাযের পরে ৩ বার পড়বে। بِسْمِ اللّٰہِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ اَللّٰہُمَّ صَلِّ عَلٰی سَیِّدِنَا وَمَوْلاَنَا مُحَمَّدٍ صَاحِبِ التَّاجِ وَالْمِعْرَاجِ وَالْبُرَاقِ وَالْعَلَمِ ط دَافِعِ الْبَلآَءِ وَالْوَبَآءِ وَالْقَحْطِ وَالْمَرَضِ وَالْاَلَمِط اِسْمُہٗ مَکْتُوْبٌ مَّرْفُوْعٌ مَّشْفُوْعٌ مَّنْقُوْشٌ فِی اللَّوْحِ وَالْقَلَمِط سَیِّدِ الْعَرَبِ وَالْعَجَمِط جِسْمُہٗ مُقَدَّسٌ مَعَطَّرٌ مُّطَہَّرٌ مُّنَوَّرٌ فِی…