লক্ষ কোটি তারার মাঝে, যেমন একটি চাঁদ - সৈয়দ হাসান মুরাদ কাদেরী
লক্ষ কোটি তারার মাঝে, যেমন একটি চাঁদ - সৈয়দ হাসান মুরাদ কাদেরী
লক্ষ কোটি তারার মাঝে, যেমন একটি চাঁদ - সৈয়দ হাসান মুরাদ কাদেরী লক্ষ কোটি তারার মাঝে সৈয়দ হাসান মুরাদ কাদেরী ------------------------------------- লক্ষ কোটি তারার মাঝে, যেমন একটি চাঁদ সৃষ্টি কুলের মাঝে, তেমন, নবী মুহাম্মদ (ﷺ) আমার নবী মুহাম্মদ (ﷺ)। আঠার হাজার মাখলুকাতের, ¯্রষ্টা ছাড়া অন্য সবার চেয়ে আমার নবীজি সেরা তিনি নূরের পোয়ারা,সিরাজুম মনিরা তাহার নূরে সৃজন হল, তামাম মাখলুকাত \ ঐ আল্লাহ নিজের নূর হতে বানাই তাহারে হাজার কোটি বছর ছিল নূরের সাগরে তিনি কায়েনাতের মূল নবী নূরেরই পুতুল যাকে দিয়ে প্রকাশ হল, খোদার রববিয়্যত \ ঐ ধরার বুকে শুভ বার্তা ছড়িয়ে পড়ে নুর নবীজি তশরিফ আনলেন মাআমেনার ঘরে ছল্লে-আলা সূর মাতিল মধুর হাসান মুরাদ গাইতে থাকে নূর নবীর নাত \ ঐ