রহমতে আলম নবী নূরে মোজাস্সাম
মাওলানা ওলি উল্লাহ আশেকী
মাওলানা ওলি উল্লাহ আশেকী
------------------------------------------------
রহমতে আলম নবী নূরে মোজাস্সাম,
সাহাবীরা আতর বানায় নূর নবীজির ঘাম।
রহমতে আলম নবী নূরে মোজাস্সাম,
সাহাবীরা আতর বানায় নূর নবীজির ঘাম।
চিন মান জান, কেমন আমার নবীজি,
জাহার পাগল চন্দ্রে সূর্য তারকা রাজি,
জান্নাতেরও রুমে রুমে লেখা নবীর নাম \ ঐ
উসতুনে হান্নানা একটি খেজুর গাছের নাম,
যাকে ধরে খুতবা দিতেন রাসুলে আকরম,
নবীর বিরহে গাছ কাঁদিতে রহে
হতভাগ হায়িলেন যত সাহাবায়ে কেরাম \ ঐ
আমরা মানুষ হতভাগা নবী চিনি নাই,
পশু পাখি নবী চিনে করিল কান্না,
যে চিনেছে সে পেয়েছে
পাহাড় পর্বত গাছপালা দিয়েছেন সালাম \ ঐ
ওলিউল্লার নবীর কাছে এই আরাধোনা,
দেখব নবী নুরের ছবা কত কনা,
আমার দিদার বেলাতে নবী আসবে দেখিতে
আমি পাগল কিয়াম করে সালাম \ ঐ