কেন এতো ভালো লাগে আমার নূর নবীর নাম - ইকবাল হোসাইন

কেন এতো ভালো লাগে - ইকবাল হোসাইন
কেন এতো ভালো লাগে আমার নূর নবীর নাম - ইকবাল হোসাইন
কেন এতো ভালো লাগে ইকবাল হোসাইন ------------------------------------ কেন এতো ভালো লাগে আমার নূর নবীর নাম আরো দরূদ সালাম (৪) (আল্লাহুম্মা সাল্লে আলা সয়্যিদিনা মুহাম্মাদিন) প্রেম ধ্যান মগ্ন হয়ে সারাক্ষণ গাই শুধু তাহার গুনগান। সারা জীবন গেয়ে গেলে জানি ফুরাবেনা তাহার শান মান (২) গেয়ে যাবো নাতে রাসূল যত দিন থাকবে এই দেহে প্রাণ। ঐ এই পৃথিবী হবে ধ্বংস একদিন থাকবনা মোরা সব হবেরে বিলীন তারপরে আসবে কিয়ামত সব কিছুর হিসাব হবে সেদিন (২) আপন হবে নবী সবার ধরে রাখো তাহার দামান। ঐ
Join