দরূদ পড়ো জুলুছ কর, গাও নবীজির শান - মাওলানা শামশু ভান্ডারী (রহঃ)

দরূদ পড়ো জুলুছ কর, গাও নবীজির শান - মাওলানা শামশু ভান্ডারী (রহঃ)
দরূদ পড়ো জুলুছ কর, গাও নবীজির শান - মাওলানা শামশু ভান্ডারী (রহঃ)
গাও নবীজির শান মাওলানা শামশু ভান্ডারী (রহঃ) ------------------------------------------------ দরূদ পড়ো জুলুছ কর, গাও নবীজির শান বড় ভাগ্যবান আমরা, বড় ভাগ্যবান (২) আল্লাহ নুরের নুর হইতে বানায় যাহারে তাহার উম্মত করল আল্লাহ আমরা সবারে। শেষ নাই এ শোকর, করলে জীবন বর কেমন এহছান \ ঐ সকল নবীর নবী মোদের মুহাম্মদ রাসুল যার উছিলায় হাত তুলিলে দোয়া হয় কবুল। সে- নুরেরই পুতুল, নুরানী বুলবুল বড় দয়াবান \ ঐ যার খাতিরে বানায় আল্লাহ জমিন আর আসমান সে নবীর উম্মতের আর কিসের পেরেশান। পেয়েছি ঈমান, হলাম মুসলমান কি করবে শয়তান \ ঐ বারই রবিউল আউয়াল সোমবারে রাতে পাপী বান্দার এল বন্ধু আরব দেশেতে তাহার নুরেতে, বিশ্ব জগতে হয় নুরের বাগান \ ঐ রাহমাতুল্লীল আলামিন যে সে মোদের নবী  তাঁহার প্রেমেতে আল্লার পেয়ারা হবি ক্ষমা সব পাবি, বেহেস্তে যাবি গাইলে গুণগান \ ঐ
Join