নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে

নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে
নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে
নূর নবী এসেছে  নূর নিয়ে এসেছে -------------------------------- নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে আস্ সালাতু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আস্ সালাতু আলাইকা ইয়া হাবীবাল্লাহ। সেই নূরেরই ঝলক গিয়ে, চাঁন্দ সূরজে পড়েছে লক্ষ তারা সেই নূরেতে উদ্ভাসিত হয়েছে শোকতারা এসেছে মিটি মিটি জ্বলেছে (২বার) নূর নবীজির আগমন খুশির জোয়ার উঠেছে। ঐ মা আমেনার কোলে দেখ নূরের টুকরা পড়েছে সে নুরতে সিক্ত হতে, হাওয়া মরিয়ম এসেছে হাজেরা আছিয়া এসেছে, ফেরেস্তাকুল হেসেছে দরূদ সালাম পড়ে তারা নূরকে বরণ করছে। ঐ নুর নবীজি তশরিফ এনে সিজিদাতে পড়েছে গুনাহগার উম্মতের তরে, নূরানী হাত তোলেছে সারা জীবন কেঁদেছে, আজো তিনি কাঁদছে কুরআন হাদিস পড়ে দেখ, এই প্রমাণ রয়েছে। ঐ
Join