যাঁর নাম রেখেছ নিজে
মাওলানা মুহাম্মদ শামশুল ইসলাম ভান্ডরী (ﷺ)
----------------------------------------------
যাঁর নাম রেখেছ নিজে মুহাম্মদ রসূল
সেই নামের উছিলায় দোয়া কররে কবুল
আল্লাহ কররে কবুল।
যাঁর নাম রেখেছ নিজে মুহাম্মদ রসূল
সেই নামের উছিলায় দোয়া কররে কবুল
আল্লাহ কররে কবুল।
তোমার কাছে এই প্রার্থনা
আমায় যেন নাও মদিনা
নবীর প্রেমে এই মন যেন সদায় রয় ব্যাকুল। ঐ
যা লিখেছ পাক কুরআনে
মানে যেন আমার মনে
দয়াল নবী গুণগানে হই যেন মশগুল। ঐ
শেষ মরণটা মদিনাতে
লিখে দিও কঁপালেতে
মরণকালে দেখায় নিও মুহাম্মদ রাসূল (ﷺ)। ঐ
Assalamu Alaikum Wa Rahmatullah
Greetings!
Provide your feedback.